সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বন্ধুবান্ধব

বন্ধুবান্ধব

মানুষের জন্য সবচেয়ে ভালো বন্ধু কারা?

গীত ২৫:১৪; যোহন ১৫:১৩-১৫; যাকোব ২:২৩

আরও দেখুন, হিতো ৩:৩২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৫:২২-২৪—হনোক ঈশ্বরের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন

    • আদি ৬:৯—নোহ তার ঠাকুরদাদার বাবা হনোকের মতো ঈশ্বরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন

কেন আমাদের ভালো বন্ধু থাকা দরকার?

হিতো ১৩:২০; ১৭:১৭; ১৮:২৪; ২৭:১৭

আরও দেখুন, হিতো ১৮:১

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

কেন আমাদের যিহোবার উপাসকদের সঙ্গে নিয়মিতভাবে মেলামেশা করতে হবে?

কীভাবে আমরা একজন ভালো বন্ধু হতে পারি এবং ভালো বন্ধুদের খুঁজে পেতে পারি?

সেই ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করার কিছু বিপদ কী, যারা যিহোবাকে ভালোবাসে না?

হিতো ১৩:২০; ১করি ১৫:৩৩; ইফি ৫:৬-৯

আরও দেখুন, ১পিতর ৪:৩-৫; ১যোহন ২:১৫-১৭

আরও দেখুন, “জগতের বন্ধু হতে চাওয়া

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৩৪:১, ২—দীণা খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করেছিলেন আর এর ফলে তাকে খুব খারাপ পরিণতি ভোগ করতে হয়েছিল

    • ২বংশা ১৮:১-৩; ১৯:১, ২—যিহোবা রাজা যিহোশাফটকে বলেছিলেন যেন তিনি দুষ্ট রাজা আহাবের সঙ্গে বন্ধুত্ব না করেন

আমাদের কি সেই ব্যক্তিদের কাছ থেকে একেবারে আলাদা থাকা উচিত, যারা যিহোবা ঈশ্বরের উপাসনা করে না?

কেন এমন একজন ব্যক্তিকে বিয়ে করা ভুল হবে, যিনি নিজেকে যিহোবার কাছে উৎসর্গ করেননি এবং তাঁর একজন বাপ্তাইজিত দাস হননি?

দেখুন, “বিয়ে

কেন আমরা সমাজচ্যুত ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করব না?