সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সান্ত্বনা

সান্ত্বনা

নিরুৎসাহিত হয়ে পড়লে বাইবেল থেকে যে-সান্ত্বনা লাভ করতে পারি

উদ্‌বিগ্নতা

দেখুন, “উদ্‌বিগ্নতা

তিক্ত অনুভূতি; অসন্তোষ

অনেকে বিভিন্ন সমস্যা অথবা অবিচারের কারণে আনন্দ হারিয়ে ফেলে

উপ ৯:১১, ১২

আরও দেখুন, গীত ১৪২:৪; উপ ৪:১; ৭:৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • রূৎ ১:১১-১৩, ২০—নয়মীর স্বামী এবং দুই ছেলে মারা যাওয়ার পর তিনি খুব দুঃখিত হয়ে পড়েছিলেন। তিনি মনে করেছিলেন, যিহোবা তাকে ত্যাগ করেছেন

    • ইয়োব ৩:১, ১১, ২৫, ২৬; ১০:১—ইয়োব তার ধনসম্পদ হারিয়েছিলেন, তার দশ ছেলে-মেয়ে মারা গিয়েছিল এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এর ফলে, তার সুখশান্তি হারিয়ে গিয়েছিল

  • যে-শাস্ত্রপদগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

  • বাইবেলের যে-উদাহরণগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

    • রূৎ ১:৬, ৭, ১৬-১৮; ২:২, ১৯, ২০; ৩:১; ৪:১৪-১৬—নয়মী ঈশ্বরের লোকদের কাছে ফিরে গিয়েছিলেন, অন্যদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছিলেন এবং অন্যদের সাহায্য করেছিলেন। এর ফলে, তিনি তার আনন্দ ফিরে পেয়েছিলেন

    • ইয়োব ৪২:৭-১৬; যাকোব ৫:১১—ইয়োব বিশ্বাস দেখিয়ে গিয়েছিলেন আর যিহোবা তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন

কেউ কেউ অন্যদের নির্দয় আচরণের কারণে আনন্দ হারিয়ে ফেলে

উপ ৪:১, ২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১:৬, ৭, ১০, ১৩-১৬—পনিন্নার নির্দয় আচরণের কারণে আর মহাযাজক এলি হান্নাকে মাতাল বলে মনে করার কারণে হান্না খুব কষ্ট পেয়েছিলেন

    • ইয়োব ৮:৩-৬; ১৬:১-৫; ১৯:২, ৩—ইয়োবের তিন বন্ধু তাকে কোনো সান্ত্বনা দেননি, বরং তারা ভুলভাবে তার বিচার করেছিলেন। এই কারণে, ইয়োব আরও দুঃখিত হয়ে পড়েছিলেন

  • যে-শাস্ত্রপদগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

  • বাইবেলের যে-উদাহরণগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

    • ১শমূ ১:৯-১১, ১৮—যিহোবার কাছে হৃদয় উজাড় করে প্রার্থনা করার পর হান্নার কষ্ট কমে গিয়েছিল

    • ইয়োব ৪২:৭, ৮, ১০, ১৭—ইয়োব তার বন্ধুদের ক্ষমা করার পর যিহোবা তাকে সুস্থ করেছিলেন আর ইয়োব আনন্দ ফিরে পেয়েছিলেন

প্রচণ্ড অপরাধবোধ

ইষ্রা ৯:৬; গীত ৩৮:৩, ৪, ৮; ৪০:১২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২রাজা ২২:৮-১৩; ২৩:১-৩—রাজা যোশিয় এবং তার প্রজাদের সামনে যখন জোরে জোরে মোশির ব্যবস্থা পড়া হয়েছিল, তখন তারা বুঝতে পেরেছিল যে, তারা অনেক বড়ো ভুল করেছে

    • ইষ্রা ৯:১০-১৫; ১০:১-৪—কেউ কেউ যিহোবার ইচ্ছার বিপরীতে অন্য জাতির মেয়েদের বিয়ে করেছিল। এই কারণে, যাজক ইষ্রা ও লোকেরা প্রচণ্ড অপরাধ বোধ করেছিল

    • লূক ২২:৫৪-৬২—প্রেরিত পিতর তিন বার যিশুকে অস্বীকার করার পর নিজেকে ভীষণ অপরাধী বলে মনে করেছিলেন

  • যে-শাস্ত্রপদগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

  • বাইবেলের যে-উদাহরণগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

    • ২বংশা ৩৩:৯-১৩, ১৫, ১৬—মনঃশি যিহূদার সমস্ত রাজাদের মধ্যে সবচেয়ে মন্দ রাজা ছিলেন; তবে, তিনি অনুতপ্ত হয়েছিলেন এবং প্রচুর করুণা লাভ করেছিলেন

    • লূক ১৫:১১-৩২—যিশু হারানো ছেলের দৃষ্টান্ত ব্যবহার করে তুলে ধরেছিলেন যে, যিহোবা পুরোপুরিভাবে ক্ষমা করতে ইচ্ছুক

অন্যেরা কষ্ট দেওয়ার অথবা বিশ্বাসঘাতকতা করার কারণে যখন আমরা হতাশ হয়ে পড়ি

দেখুন, “হতাশা

নিজেদের দুর্বলতা ও পাপের কারণে যখন আমরা হতাশ হয়ে পড়ি

দেখুন, “হতাশা

নিজেদের যোগ্যতা নিয়ে যখন আমরা সন্দেহ করি

আমরা যখন মনে করি, আমরা কোনো সমস্যার সমাধান করতে অথবা কোনো দায়িত্ব পালন করতে পারব না

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যাত্রা ৩:১১; ৪:১০—ভাববাদী মোশিকে যখন ফরৌণের সঙ্গে কথা বলতে বলা হয়েছিল এবং ঈশ্বরের লোকদের মিশর থেকে বের করে আনার জন্য নেতৃত্ব দিতে বলা হয়েছিল, তখন তিনি নিজেকে অযোগ্য বলে মনে করেছিলেন

    • যির ১:৪-৬—যিরমিয়কে যখন একগুঁয়ে লোকদের কাছে যিহোবার বিচারের বার্তা ঘোষণা করতে বলা হয়েছিল, তখন তিনি মনে করেছিলেন যে, তার বয়স কম এবং তিনি অনভিজ্ঞ

  • যে-শাস্ত্রপদগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

  • বাইবেলের যে-উদাহরণগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

    • যাত্রা ৩:১২; ৪:১১, ১২—যিহোবা বার বার ভাববাদী মোশিকে এই আশ্বাস দিয়েছিলেন যে, তিনি মোশিকে তার দায়িত্ব পালন করার জন্য সাহায্য করবেন

    • যির ১:৭-১০—যিহোবা ভাববাদী যিরমিয়কে এই আশ্বাস দিয়েছিলেন যে, তিনি তাকে তার কঠিন দায়িত্ব পালন করার জন্য সাহায্য করবেন, তাই তার ভয় পাওয়ার প্রয়োজন নেই

ঈর্ষা; হিংসা

দেখুন, “ঈর্ষা

অসুস্থতা অথবা বয়সের কারণে যখন আমরা বেশি কাজ করতে পারি না

গীত ৭১:৯, ১৮; উপ ১২:১-৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২রাজা ২০:১-৩—রাজা হিষ্কিয় যখন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার মৃত্যু প্রায় ঘনিয়ে এসেছিল, তখন তিনি অনেক কান্নাকাটি করেছিলেন

    • ফিলি ২:২৫-৩০—মণ্ডলীর ভাই-বোনেরা যখন ইপাফ্রদীতের অসুস্থতার কথা জানতে পেরেছিল, তখন ইপাফ্রদীত খুব হতাশ হয়ে পড়েছিলেন। কারণ তিনি এই ভেবে ভয় পেয়েছিলেন যে, ভাই-বোনেরা মনে করবে, তিনি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন

  • যে-শাস্ত্রপদগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

  • বাইবেলের যে-উদাহরণগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

    • ২শমূ ১৭:২৭-২৯; ১৯:৩১-৩৮—বর্সিল্লয়ের প্রতি সম্মান দেখিয়ে তাকে যখন একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তিনি বিনয়ের সঙ্গে না করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, অনেক বয়স হয়ে যাওয়ার কারণে তিনি সেই দায়িত্ব পালন করতে পারবেন না

    • গীত ৪১:১-৩, ১২—রাজা দায়ূদ যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি সাহায্যের জন্য যিহোবার উপর নির্ভর করেছিলেন

    • মার্ক ১২:৪১-৪৪—একজন দরিদ্র বিধবার দানের জন্য যিশু তার প্রশংসা করেছিলেন; কারণ সেই বিধবা তার সর্বস্ব দান করেছিলেন

অন্যদের খারাপ আচরণের কারণে যখন আমরা মনে কষ্ট রেখে দিই

আতঙ্কজনক ভয়

দেখুন, “ভয়

তাড়না

দেখুন, “তাড়না