সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সিদ্ধান্ত

সিদ্ধান্ত

কী আমাদের ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে?

কেন আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করা উচিত নয়?

সিদ্ধান্ত নেওয়ার সময় কেন আমাদের হৃদয়ের কথা শোনা উচিত নয়?

হিতো ২৮:২৬; যির ১৭:৯

আরও দেখুন, গণনা ১৫:৩৯; হিতো ১৪:১২; উপ ১১:৯, ১০

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • ২বংশা ৩৫:২০-২৪—ভালো রাজা যোশিয় যিহোবার পরামর্শ শোনেননি এবং তিনি রাজা নখোর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন

কেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের প্রার্থনা করতে হবে?

ফিলি ৪:৬, ৭; যাকোব ১:৫, ৬

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ৬:১২-১৬—যিশু তাঁর ১২ জন প্রেরিতকে বেছে নেওয়ার আগে সারারাত ধরে প্রার্থনা করেছিলেন

    • ২রাজা ১৯:১০-২০, ৩৫—রাজা হিষ্কিয়কে যখন বিরাট হুমকি দেওয়া হয়েছিল, তখন তিনি যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন আর যিহোবা তাকে উদ্ধার করেছিলেন

কে আমাদের সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করেন আর কীভাবে তিনি আমাদের সাহায্য করেন?

গীত ১১৯:১০৫; হিতো ৩:৫, ৬; ২তীম ৩:১৬, ১৭

আরও দেখুন, গীত ১৯:৭; হিতো ৬:২৩; যিশা ৫১:৪

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ১৫:১৩-১৮—যখন একটা বড়ো সিদ্ধান্ত নিতে হয়েছিল, তখন প্রথম শতাব্দীর পরিচালকগোষ্ঠী শাস্ত্র থেকে নির্দেশনা খুঁজেছিল

এই বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত:

জীবনের যেকোনো বিষয়

চাকরি

দেখুন, “কাজ

আমোদপ্রমোদ

বিয়ে

দেখুন, “বিয়ে

চিকিৎসা

লেবীয় ১৯:২৬; দ্বিতীয় ১২:১৬, ২৩; লূক ৫:৩১; প্রেরিত ১৫:২৮, ২৯

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ১৯:১৮-২০—ইফিষের খ্রিস্টানেরা দেখিয়েছিল যে, জাদুবিদ্যা ও প্রেতচর্চার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই

যে-লক্ষ্যগুলো যিহোবার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে

সময়ের ব্যবহার

কীভাবে ঈশ্বরের অভিজ্ঞ দাসেরা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সাহায্য করতে পারে?

ইয়োব ১২:১২; হিতো ১১:১৪; ইব্রীয় ৫:১৪

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • ১রাজা ১:১১-৩১, ৫১-৫৩—বৎশেবা ভাববাদী নাথনের পরামর্শ শুনেছিলেন আর এর ফলে তিনি এবং তার ছেলে শলোমন রক্ষা পেয়েছিলেন

কেন আমরা অন্যদের আমাদের হয়ে সিদ্ধান্ত নিতে বলব না?

কেন আমাদের ঈশ্বরের পরামর্শ অবহেলা না করে বরং তা দৃঢ়ভাবে মেনে চলতে হবে?

গীত ১৮:২০-২৫; ১৪১:৫; হিতো ৮:৩৩

আরও দেখুন, লূক ৭:৩০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ১৯:১২-১৪, ২৪, ২৫—লোট যাদের সঙ্গে তার মেয়েদের বিয়ে দেবেন বলে ঠিক করেছিলেন, তাদের তিনি আসন্ন ধ্বংসের বিষয়ে সতর্ক করেছিলেন; কিন্তু, তারা তার কথায় কান দেয়নি

    • ২রাজা ১৭:৫-১৭—ইজরায়েলীয়েরা বার বার যিহোবার পরামর্শ উপেক্ষা করেছিল আর তাই তাদের বন্দিত্বে যেতে হয়েছিল

কেন সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের বিবেকের কথা শুনতে হবে?

কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এর ফল নিয়ে চিন্তা করা কেন ভালো?

আমাদের সিদ্ধান্ত অন্যদের উপর যে-প্রভাব ফেলে

আমাদের সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের উপর যে-প্রভাব ফেলে

আমাদের সিদ্ধান্ত যিহোবার সঙ্গে আমাদের সম্পর্কের উপর যে-প্রভাব ফেলে

কেন নিজেদের সিদ্ধান্তের ভার নিজেদেরই নিতে হবে?