সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নিরুৎসাহিতা

নিরুৎসাহিতা

কেন যিহোবার দাসদের জন্য নিরুৎসাহিত হয়ে পড়া বিপদজনক?

কেন আমরা আস্থা রাখতে পারি, যিহোবা আমাদের নিরুৎসাহিতার সঙ্গে লড়াই করতে সাহায্য করবেন?

গীত ২৩:১-৬; ১১৩:৬-৮; যিশা ৪০:১১; ৪১:১০, ১৩; ২করি ১:৩, ৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ১১:২৮-৩০—যিশু সদয় ব্যক্তি ছিলেন এবং তিনি লোকদের সতেজ করতেন; কারণ তিনি তাঁর পিতাকে নিখুঁতভাবে অনুকরণ করেছিলেন

    • মথি ১২:১৫-২১—যিশু নিরুৎসাহিত হয়ে পড়া ব্যক্তিদের প্রতি দয়া দেখিয়েছিলেন আর এভাবে যিশাইয় ৪২:১-৪ পদে দেওয়া ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করেছিলেন

নিরুৎসাহিতার সঙ্গে লড়াই করার জন্য বাইবেল থেকে সাহায্য

দেখুন, “সান্ত্বনা

কেন আমাদের অন্যদের উৎসাহিত করার চেষ্টা করা উচিত?

মথি ১৮:৬; ইফি ৪:২৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গণনা ৩২:৬-১৫—যে-দশ জন গুপ্তচর বিশ্বাস দেখায়নি, তারা ইজরায়েলীয়দের নিরুৎসাহিত করেছিল আর এর ফলে পুরো জাতিকে চরম পরিণতি ভোগ করতে হয়েছিল

    • ২বংশা ১৫:১-৮—যিহোবার কাছ থেকে একটা বার্তা পেয়ে রাজা আসা সাহস অর্জন করেছিলেন এবং দেশ থেকে জঘন্য মূর্তিগুলো দূর করে দিয়েছিলেন