সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সমাজচ্যুত করার ব্যবস্থা

সমাজচ্যুত করার ব্যবস্থা

কেন খ্রিস্টান প্রাচীনদের মণ্ডলীকে শুচি রাখার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে?

কীভাবে একজন খ্রিস্টানের খারাপ আচরণ পুরো মণ্ডলীর উপর প্রভাব ফেলতে পারে?

১করি ৫:১, ২, ৫, ৬

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যিহো ৭:১, ৪-১৪, ২০-২৬—আখন এবং তার পরিবারের পাপ পুরো ইজরায়েল জাতির উপর বিপদ ডেকে এনেছিল

    • যোনা ১:১-১৬—ভাববাদী যোনা যিহোবার কথা শুনতে চাননি আর এর ফলে জাহাজের সমস্ত নাবিকের জীবন ঝুঁকির মুখে পড়েছিল

খ্রিস্টীয় মণ্ডলীতে কোন ধরনের আচরণ সহ্য করা হয় না?

কোনো বাপ্তাইজিত খ্রিস্টান যদি গুরুতর পাপ করে চলেন, তা হলে তার প্রতি কী করতে হবে?

বিচার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নিযুক্ত প্রাচীনদের কোন ধরনের তথ্য জোগাড় করতে হয়?

কীভাবে প্রাচীনেরা নিশ্চিত করে যে, গুরুতর পাপ করা হয়েছে এবং এরজন্য বিচার সংক্রান্ত কমিটি গঠন করতে হবে?

কেন কাউকে কাউকে সমাজচ্যুত করতে অথবা তিরস্কার করতে হয় আর এতে কীভাবে মণ্ডলী উপকার লাভ করে?

যাদের সমাজচ্যুত করা হয়, তাদের সঙ্গে আমাদের কেমন আচরণ করা উচিত, সেই বিষয়ে বাইবেল কী বলে?

একজন সমাজচ্যুত ব্যক্তি যদি পরে অনুতপ্ত হন, তা হলে তিনি কি আবার মণ্ডলীতে ফিরে আসতে পারেন?

কীভাবে আমরা সবাই মণ্ডলীকে শুচি রাখার ক্ষেত্রে সাহায্য করতে পারি?

এমনকী সমাজচ্যুত হওয়ার ভয় থাকলেও কেন একজন খ্রিস্টানের নিজের গুরুতর পাপ লুকিয়ে রাখা উচিত নয়?

কোনো কোনো ক্ষেত্রে একজন ব্যক্তিকে সমাজচ্যুত করা না হলেও, কেন তার সঙ্গে বেশি মেলামেশা না করা বুদ্ধিমানের কাজ?

যদি কোনো খ্রিস্টানকে অপবাদ দেওয়া হয় অথবা তার সঙ্গে প্রতারণা করা হয়, তা হলে তিনি কী করতে পারেন এবং কেন?

কেন অভিজ্ঞ খ্রিস্টানদের সেই ব্যক্তিদের উপকারজনক পরামর্শ দেওয়া উচিত, যারা নির্বোধের মতো কাজ করে?