সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্বাস

বিশ্বাস

কীভাবে আমরা জানি যে, যিহোবা আমাদের বিশ্বাসকে খুব মূল্যবান বলে মনে করেন?

যোহন ৩:১৬, ১৮; গালা ৩:৮, ৯, ১১; ইফি ৬:১৬; ইব্রীয় ১১:৬

আরও দেখুন, ২করি ৫:৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ইব্রীয় ১১:১–১২:৩—প্রেরিত পৌল বিশ্বাস বলতে কী বোঝায়, সেটা ব্যাখ্যা করেছিলেন এবং হেবল থেকে শুরু করে যিশু খ্রিস্ট পর্যন্ত এমন অনেক ব্যক্তির উদাহরণ তুলে ধরেছিলেন, যাদের বিশ্বাস ছিল

    • যাকোব ২:১৮-২৪—আমাদের বিশ্বাসের সঙ্গে যে কাজও জড়িত, তা বোঝানোর জন্য যাকোব অব্রাহামের উদাহরণ ব্যবহার করেছিলেন

কী আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে সাহায্য করবে?

রোমীয় ১০:৯, ১০, ১৭; ১করি ১৬:১৩; যাকোব ২:১৭

আরও দেখুন, ইব্রীয় ৩:১২-১৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২বংশা ২০:১-৬, ১২, ১৩, ২০-২৩—শত্রুরা যখন ঈশ্বরের লোকদের আক্রমণ করতে এসেছিল, তখন রাজা যিহোশাফট সেই লোকদের বলেছিলেন যে, তারা যদি জয়ী হতে চায়, তা হলে তাদের যিহোবার এবং তাঁর ভাববাদীদের উপর বিশ্বাস করতে হবে

    • ১রাজা ১৮:৪১-৪৬—যিহোবা প্রতিজ্ঞা করেছিলেন, দীর্ঘসময় ধরে থাকা দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে। ভাববাদী এলিয় এই প্রতিজ্ঞা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন আর এভাবে তার বিশ্বাস দেখিয়েছিলেন