সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ভয়

ভয়

ভয়

দ্বিতীয় ২০:৮; বিচার ৭:৩; হিতো ২৯:২৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যাত্রা ৩২:১-৪, ২১-২৪—লোকেরা যখন হারোণকে সোনার বাছুর তৈরি করার জন্য চাপ দিয়েছিল, তখন তিনি তাদের ভয়ে সেটা তৈরি করেছিলেন

    • মার্ক ১৪:৫০, ৬৬-৭২—সমস্ত প্রেরিত লোকদের ভয়ে যিশুকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। আর পরে, পিতর ভয় পেয়ে বলেছিলেন যে, তিনি যিশুকে চেনেন না

  • যে-শাস্ত্রপদগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

  • বাইবেলের যে-উদাহরণগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

    • ২বংশা ২০:১-১৭, ২২-২৪—রাজা যিহোশাফট এবং ঈশ্বরের লোকেরা এক বিশাল ও শক্তিশালী সেনাবাহিনীকে ভয় পেয়েছিল। কিন্তু, যিহোবা তাঁর দাসদের উৎসাহ দিয়েছিলেন এবং তাদের রক্ষা করেছিলেন

    • লূক ১২:৪-১২—যিশু তাঁর অনুসারীদের শিক্ষা দিয়েছিলেন যে, কেন মানুষদের ভয় পাওয়ার দরকার নেই। তিনি তাদের এও বলেছিলেন, সরকারি কর্মকর্তারা যখন তাদের প্রশ্ন করবে, তখন কী বলতে হবে, তা নিয়ে উদ্‌বিগ্ন হওয়ার দরকার নেই, কারণ যিহোবা তাদের সাহায্য করবেন