সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জগতের বন্ধু হতে চাওয়া

জগতের বন্ধু হতে চাওয়া

কে এই জগৎকে শাসন করছে?

ইফি ২:২; ১যোহন ৫:১৯

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ৪:৫-৮—শয়তান যিশুকে এই জগতের শাসক হওয়ার প্রস্তাব দিয়েছিল। আর শয়তানের যে এই ক্ষমতা রয়েছে, তা যিশু অস্বীকার করেননি

আমরা যদি এই জগতের বন্ধু হতে চাই, তা হলে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে?

যাকোব ৪:৪; ১যোহন ২:১৫, ১৬

আরও দেখুন, যাকোব ১:২৭

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • ২বংশা ১৮:১-৩; ১৯:১, ২—ভালো রাজা যিহোশাফট যখন দুষ্ট রাজা আহাবের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, তখন যিহোবা যিহোশাফটের উপর ভীষণ রেগে গিয়েছিলেন

জগতের বন্ধুবান্ধব বাছাই করার সময় আমাদের কী মনে রাখতে হবে?

দেখুন, “বন্ধুবান্ধব

কেন আমরা টাকাপয়সা ও জিনিসপত্রের প্রতি জগতের মতো মনোভাব দেখাই না?

কেন আমরা যৌন আকাঙ্ক্ষার বিষয়ে জগতের দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করি?

কেন খ্রিস্টানেরা কোনো পুরুষ, নারী ও সংগঠনের প্রতি অতিরিক্ত সম্মান দেখায় না?

মথি ৪:১০; রোমীয় ১:২৫; ১করি ১০:১৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ১২:২১-২৩—যিহোবা রাজা হেরোদ আগ্রিপ্পকে আঘাত করেছিলেন, কারণ যে-গৌরব ঈশ্বরের প্রাপ্য ছিল, তা তিনি নিজে গ্রহণ করেছিলেন

    • প্রকা ২২:৮, ৯—যোহন যখন একজন শক্তিশালী স্বর্গদূতের পায়ের সামনে উবুড় হয়ে পড়েছিলেন, তখন সেই স্বর্গদূত তাকে বাধা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একমাত্র যিহোবাকেই উপাসনা করতে হবে

কেন খ্রিস্টানেরা রাজনীতি ও জাতীয়তাবাদের ব্যাপারে নিরপেক্ষ থাকে?

কেন খ্রিস্টানেরা অন্যান্য ধর্মের সঙ্গে জড়িত হয় না?

কেন খ্রিস্টানেরা যিহোবার মানগুলোকে জগতের মতো করে দেখে না?

কেন এই জগৎ খ্রিস্টের অনুসারীদের প্রায়ই ঘৃণা করে এবং তাদের তাড়না করে?

কেন সেই বিষয়গুলোকে ভালোবাসা বোকামি, যেগুলো জগতের অংশ?

যিশা ৬৫:১৭; ১যোহন ২:১৭

কীভাবে খ্রিস্টানেরা সেই ব্যক্তিদের প্রতি প্রেম ও দয়া দেখায়, যারা যিহোবার সেবা করে না?

কেন খ্রিস্টানদের সরকারি আইনকানুনের প্রতি, শাসকদের প্রতি এবং কর্মকর্তাদের প্রতি সম্মান দেখানো উচিত?

মথি ২২:২১; রোমীয় ১৩:১-৭

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ২৫:৮; ২৬:২, ২৫—প্রেরিত পৌল সরকারি আইনকানুন মেনে চলেছিলেন এবং শাসকদের প্রতি সম্মান দেখিয়েছিলেন