সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

দান করা

দান করা

হিতো ১১:২৫; প্রেরিত ২০:৩৫; ২করি ৯:১১

আরও দেখুন, হিতো ১৯:১৭; মথি ১০:৮; লূক ৬:৩৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১বংশা ২২:৬-১৬—রাজা দায়ূদ মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি; তবে, তিনি মন্দির নির্মাণের জন্য উদারভাবে দান করেছিলেন

    • ১রাজা ১৭:৮-১৬—সারিফতের বিধবা এবং তার ছেলের জন্য কেবল এক বেলার খাবার ছিল। কিন্তু, তারপরও সেই বিধবা ভাববাদী এলিয়কে তাদের শেষ খাবারটুকু দিয়ে দিয়েছিলেন

কী দেখায় যে, যিহোবা হলেন সবচেয়ে উদার ব্যক্তি?

কোন ধরনের দান ঈশ্বরকে খুশি করে না?

মথি ৬:১, ২; ২করি ৯:৭; ১পিতর ৪:৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৪:৩-৭; ১যোহন ৩:১১, ১২—কেন ঈশ্বর কয়িনের দেওয়া বলিতে খুশি হননি?

    • প্রেরিত ৫:১-১১—অননিয় ও সাফীরাকে শাস্তি দেওয়া হয়েছিল, কারণ তারা তাদের দানের ব্যাপারে মিথ্যা কথা বলেছিল এবং তাদের উদ্দেশ্য সঠিক ছিল না

কোন ধরনের দান ঈশ্বরকে খুশি করে?

মথি ৬:৩, ৪; রোমীয় ১২:৮; ২করি ৯:৭; ইব্রীয় ১৩:১৬

আরও দেখুন, প্রেরিত ২০:৩৫

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ২১:১-৪—যিশু একজন দরিদ্র বিধবার প্রশংসা করেছিলেন, কারণ সেই বিধবা উদারভাবে দান করেছিলেন, যদিও তা খুব সামান্য ছিল

কীভাবে প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা দান সংগ্রহ করে তা ব্যবহার করেছিল?

প্রেরিত ১১:২৯, ৩০; রোমীয় ১৫:২৫-২৭; ১করি ১৬:১-৩; ২করি ৯:৫, 

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ৪:৩৪, ৩৫—খ্রিস্টীয় মণ্ডলী উদারভাবে দান করেছিল আর প্রেরিতেরা অভাবী ভাই-বোনদের জন্য সেই দান ব্যবহার করেছিল

    • ২করি ৮:১, ৪, ৬, ১৪—যাদের প্রয়োজন, তাদের জন্য মণ্ডলী ত্রাণসামগ্রীর ব্যবস্থা করেছিল

খ্রিস্টানদের তাদের পরিবার ও সহবিশ্বাসীদের প্রতি কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে?

দরিদ্র ব্যক্তিদের যত্ন নেওয়ার বিষয়ে বাইবেল আমাদের কী শেখায়?

কী দেখায় যে, লোকদের সাহায্য করার সবচেয়ে উত্তম উপায় হল ঈশ্বরকে জানার জন্য তাদের সাহায্য করা?

মথি ৫:৩, ৬; যোহন ৬:২৬, ২৭; ১করি ৯:২৩

আরও দেখুন, হিতো ২:১-৫; ৩:১৩; উপ ৭:১২; মথি ১১:৪, ৫; ২৪:১৪

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ১০:৩৯-৪২—যিশু মার্থাকে বুঝতে সাহায্য করেছিলেন, আমাদের সেই বিষয়গুলোকে প্রথমে রাখতে হবে, যেগুলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে