সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মঙ্গলভাব

মঙ্গলভাব

কীভাবে আমরা জানতে পারি যে, যিহোবা মঙ্গলময় ঈশ্বর?

গীত ২৫:৮; ৩১:১৯; ৩যোহন ১১

আরও দেখুন, যির ৩১:১২, ১৩; সখ ৯:১৬, ১৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যাত্রা ৩৩:১৭-২০; ৩৪:৫-৭—যিহোবা একটা দর্শনে মোশিকে তাঁর মঙ্গলভাব দেখিয়েছিলেন আর সেইসঙ্গে মোশি যিহোবার অন্যান্য অপূর্ব গুণ সম্বন্ধে শুনেছিলেন

    • মার্ক ১০:১৭, ১৮—যিশু বলেছিলেন, একমাত্র যিহোবাই হলেন মঙ্গলময়; আর সমস্ত ভালো বিষয় ঈশ্বরের কাছ থেকেই আসে। এ ছাড়া, ভালো কী, তা কেবল তিনিই আমাদের বলতে পারেন

কেন আমাদের মঙ্গলভাব দেখাতে বা ভালো কাজ করতে হবে?

হিতো ১২:২; গালা ৬:১০; ১থিষল ৫:১৫

আরও দেখুন, রোমীয় ১৫:২, ১৪; ইফি ৪:২৮

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • রোমীয় ৫:৭—প্রেরিত পৌল বলেছিলেন যে, ধার্মিকতা অথবা যা সঠিক, তা করা যদিও গুরুত্বপূর্ণ, তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল মঙ্গলভাব অথবা ভালো কাজ করা