সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মৃত্যুতে প্রিয়জনকে হারানোর কষ্ট

মৃত্যুতে প্রিয়জনকে হারানোর কষ্ট

বাইবেলের কোন উদাহরণগুলো দেখায় যে, কেউ মারা গেলে কষ্ট পাওয়াই স্বাভাবিক?

আদি ২৩:২; ২৪:৬৭; ৩৭:৩৪, ৩৫; ৪২:৩৬; যোহন ১১:১৯, ৩১, ৩৩-৩৬

আরও দেখুন, ২শমূ ১:১৭-২৭; প্রেরিত ৯:৩৬-৩৯

কী দেখায় যে, যিহোবা সেই ব্যক্তিদের সান্ত্বনা দেওয়ার জন্য আকাঙ্ক্ষী, যারা কষ্ট পায়?

গীত ৩৪:১৮; যিশা ৫৭:১৫; ৬১:১, ২

একজন ব্যক্তি মারা গেলে তার কী হয়, সেই সম্বন্ধে সত্য জেনে আমরা কোন সান্ত্বনা লাভ করতে পারি?

উপ ৯:৫, ১০; ১থিষল ৪:১৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ২০:৩৭, ৩৮—যিশু বলেছিলেন, মৃত ব্যক্তিদের পুনরুত্থান একেবারে নিশ্চিত; এটা ঠিক এমন যেন তারা যিহোবার কাছে এখনও জীবিত আছে

    • যোহন ১১:৫, ৬, ১১-১৪—যিশু তাঁর প্রিয় বন্ধু লাসার মারা যাওয়ার পর মৃত্যুকে ঘুমের সঙ্গে তুলনা করেছিলেন

    • ইব্রীয় ২:১৪, ১৫—প্রেরিত পৌল বলেছিলেন, আমাদের মৃত্যুর ভয়ে সারাজীবন দাসত্বের অধীনে থাকার দরকার নেই

কেন বাইবেল বলে যে, জন্মের দিনের চেয়ে মৃত্যুর দিন আরও ভালো?

বাইবেল মৃত্যুকে কীভাবে বর্ণনা করে আর মৃত্যুকে ঈশ্বর কী করবেন?

কেন আমরা ভবিষ্যতের পুনরুত্থান সম্বন্ধে নিশ্চিত থাকতে পারি?

যিশা ২৬:১৯; যোহন ৫:২৮, ২৯; প্রেরিত ২৪:১৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • বাইবেলে নয়টা পুনরুত্থানের বিষয়ে বলা আছে আর এগুলোর মধ্যে আটটা পুনরুত্থান পৃথিবীতে হয়েছিল। যারা মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারিয়ে কষ্ট পায়, তারা প্রতিটা বিবরণ থেকে সান্ত্বনা এবং ভবিষ্যতের আশা লাভ করতে পারে

      • ১রাজা ১৭:১৭-২৪—ভাববাদী এলিয় সীদোনের একটা নগর সারিফতের এক বিধবার ছেলেকে পুনরুত্থিত করেছিলেন

      • ২রাজা ৪:৩২-৩৭—ভাববাদী ইলীশায় শূনেম নগরের একটি ছেলেকে পুনরুত্থিত করেছিলেন এবং তাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন

      • ২রাজা ১৩:২০, ২১—ভাববাদী ইলীশায়ের হাড়ের ছোঁয়াতে একজন মৃত ব্যক্তির দেহ জীবিত হয়ে উঠেছিল

      • লূক ৭:১১-১৫—নায়িন্‌ নগরের একজন বিধবার ছেলেকে যখন কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যিশু সেই ছেলেকে পুনরুত্থিত করেছিলেন

      • লূক ৮:৪১, ৪২, ৪৯-৫৬—যায়ীর নামে সমাজগৃহের একজন অধ্যক্ষের ছোটো মেয়েকে যিশু পুনরুত্থিত করেছিলেন

      • যোহন ১১:৩৮-৪৪—যিশু তাঁর প্রিয় বন্ধু লাসারকে পুনরুত্থিত করেছিলেন আর তাকে তার দুই বোন মার্থা ও মরিয়মের কাছে ফিরিয়ে দিয়েছিলেন

      • প্রেরিত ৯:৩৬-৪২—প্রেরিত পিতর দর্কা নামে একজন খ্রিস্টান মহিলাকে পুনরুত্থিত করেছিলেন, যিনি খুব দয়ালু ও উদার ছিলেন

      • প্রেরিত ২০:৭-১২—প্রেরিত পৌল উতুখ নামে একজন যুবককে পুনরুত্থিত করেছিলেন, যিনি একটা জানালা থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন

    • যিশু খ্রিস্টকে একজন অমর ও অদৃশ্য ব্যক্তি হিসেবে পুনরুত্থিত করা হয়েছিল আর এটা এই নিশ্চয়তা দেয় যে, ঈশ্বর ভবিষ্যতের জন্য যে-প্রতিজ্ঞাগুলো করেছেন, সেগুলো পরিপূর্ণ হবেই

    • যিশুই ছিলেন প্রথম ব্যক্তি, যাঁকে স্বর্গের জীবন লাভ করার জন্য পুনরুত্থিত করা হয়েছিল এবং অমর জীবন দেওয়া হয়েছিল। তবে, তিনিই শেষ ব্যক্তি নন; তাঁর ১,৪৪,০০০ জন অভিষিক্ত অনুসারীকেও একইভাবে পুনরুত্থিত করা হবে

কীভাবে আমরা সেই ব্যক্তিদের সাহায্য করতে পারি, যারা মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারিয়ে কষ্ট পায়?