সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

হৃদয়, মন

হৃদয়, মন

কীভাবে আমরা বলতে পারি, বাইবেলে যখন ‘হৃদয়’ ও ‘মন’ শব্দগুলো ব্যবহার করা হয়, তখন তা সাধারণত আমাদের ভিতরের ব্যক্তিত্বকে বোঝায় আর এর সঙ্গে আমাদের চিন্তাভাবনা, উদ্দেশ্য, গুণাবলি ও আবেগঅনুভূতিও জড়িত আছে?

গীত ৪৯:৩; হিতো ১৬:৯; লূক ৫:২২; প্রেরিত ২:২৬

আরও দেখুন, দ্বিতীয় ১৫:৭; গীত ১৯:৮

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ৯:৪৬-৪৮—প্রেরিতেরা শ্রেষ্ঠ হতে চেয়েছিল; কিন্তু যিশু তাদের হৃদয়ের চিন্তা বুঝতে পেরে তাদের সংশোধন করেছিলেন

কেন আমাদের হৃদয়কে রক্ষা করা গুরুত্বপূর্ণ?

১বংশা ২৮:৯; হিতো ৪:২৩; যির ১৭:৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৬:৫-৭—লোকদের মনে দুষ্টতা ছিল বলে তারা হিংস্র কাজ করেছিল আর এই কারণে ঈশ্বর পুরো পৃথিবীতে জলপ্লাবন নিয়ে এসেছিলেন

    • ১রাজা ১১:১-১০—রাজা শলোমন তার হৃদয়কে রক্ষা করতে পারেননি; তিনি বিদেশি মহিলাদের বিয়ে করেছিলেন, যারা যিহোবার কাছ থেকে তার হৃদয়কে সরিয়ে নিয়ে গিয়েছিল

    • মার্ক ৭:১৮-২৩—যিশু বলেছিলেন, সমস্ত মন্দ আকাঙ্ক্ষা হৃদয় থেকে আসে আর এগুলো আমাদের সেই বিষয়গুলো করার জন্য প্ররোচিত করে, যেগুলো ঈশ্বর ঘৃণা করেন

কীভাবে আমরা আমাদের হৃদয়কে রক্ষা করতে পারি?

গীত ১৯:১৪; হিতো ৩:৩-৬; লূক ২১:৩৪; ফিলি ৪:৮

আরও দেখুন, ইষ্রা ৭:৮-১০; গীত ১১৯:১১

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • ইফি ৬:১৪-১৮; ১থিষল ৫:৮—প্রেরিত পৌল বলেছিলেন, ধার্মিকতা, বিশ্বাস ও প্রেম আমাদের রূপক হৃদয়কে রক্ষা করতে পারে, ঠিক যেমন বুকপাটা আমাদের আক্ষরিক হৃদয় বা হৃৎপিণ্ডকে রক্ষা করে থাকে

কীভাবে আমরা বুঝতে পারব যে, আমাদের হৃদয়ে অথবা ভিতরের ব্যক্তিত্বে কোনো সমস্যা আছে, কি নেই?

হিতো ২১:২-৪; ইব্রীয় ৩:১২

আরও দেখুন, হিতো ৬:১২-১৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২বংশা ২৫:১, ২, ১৭-২৭—রাজা অমৎসিয় কিছু সময়ের জন্য ঈশ্বরের চোখে যা সঠিক, তাই করেছিলেন, তবে সম্পূর্ণ হৃদয় দিয়ে নয়; পরে তিনি অহংকারী ও অবিশ্বস্ত হয়ে পড়েছিলেন এবং এর পরিণতি ভোগ করেছিলেন

    • মথি ৭:১৭-২০—যিশু বলেছিলেন, ঠিক যেমন একটা মন্দ গাছে মন্দ ফল ধরে, তেমনই মন্দ হৃদয় থেকে মন্দ বিষয়গুলো বের হয়ে আসে

কেন আমাদের ভালো হৃদয় গড়ে তোলা উচিত আর কীভাবে আমরা তা করতে পারি?

হিতো ১০:৮; ১৫:২৮; লূক ৬:৪৫

আরও দেখুন, গীত ১১৯:৯৭, ১০৪; রোমীয় ১২:৯-১৬; ১তীম ১:৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২রাজা ২০:১-৬—রাজা হিষ্কিয় বিশ্বস্ত ছিলেন এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে যিহোবার সেবা করেছিলেন। তাই, তিনি যখন অসুস্থ হয়েছিলেন এবং প্রায় মারা যাচ্ছিলেন, তখন যিহোবার কাছে অনুরোধ করেছিলেন, যেন যিহোবা তাকে সাহায্য করেন

    • মথি ২১:২৮-৩২—যিশু একটা গল্পের মাধ্যমে তুলে ধরেছিলেন যে, একজন ব্যক্তির হৃদয়ের অবস্থা কেমন, তা তার কথার চেয়ে বরং কাজের মাধ্যমে আরও বেশি প্রকাশ পায়

কেন এটা জানা আমাদের জন্য সান্ত্বনাদায়ক যে, যিহোবা আমাদের হৃদয় পরীক্ষা করেন?

১বংশা ২৮:৯; যির ১৭:১০

আরও দেখুন, ১শমূ ২:৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১৬:১-১৩—ভাববাদী শমূয়েল এই শিক্ষা লাভ করেছিলেন, যিহোবার কাছে আমাদের বাইরের চেহারা গুরুত্বপূর্ণ নয়; বরং, তিনি একজন ব্যক্তির হৃদয় দেখেন

    • ২বংশা ৬:২৮-৩১—রাজা শলোমন যিহোবার মন্দির উৎসর্গ করার সময় প্রার্থনায় যা বলেছিলেন, তা দেখায়, ঈশ্বর মানুষের হৃদয়ে কী আছে, সেটা তিনি পুরোপুরিভাবে বুঝতে পারেন আর সেই অনুযায়ী আমাদের যত্ন নেন