সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নম্রতা

নম্রতা

যিহোবা নম্র ব্যক্তিদের কীভাবে দেখেন আর অহংকারী বা গর্বিত ব্যক্তিদের কীভাবে দেখেন?

গীত ১৩৮:৬; হিতো ১৫:২৫; ১৬:১৮, ১৯; ২২:৪; ১পিতর ৫:৫

আরও দেখুন, হিতো ২৯:২৩; যিশা ২:১১, ১২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২বংশা ২৬:৩-৫, ১৬-২১—রাজা উষিয় অহংকারী হয়ে উঠেছিলেন; তিনি ঈশ্বরের আইন অমান্য করেছিলেন এবং তাকে যখন পরামর্শ দেওয়া হয়েছিল, তখন তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন; ঈশ্বর তাকে কুষ্ঠ রোগী করে দিয়েছিলেন

    • লূক ১৮:৯-১৪—যিশু একটা দৃষ্টান্ত ব্যবহার করে দেখিয়েছিলেন, যিহোবা অহংকারী ব্যক্তিদের প্রার্থনাকে আর নম্র ব্যক্তিদের প্রার্থনাকে কীভাবে দেখে থাকেন

সেই ব্যক্তিদের প্রতি যিহোবার মনোভাব কেমন, যারা নম্র হয়ে আন্তরিকভাবে অনুতপ্ত হয়?

২বংশা ৭:১৩, ১৪; গীত ৫১:২-৪, ১৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২বংশা ১২:৫-৭—রাজা রহবিয়াম এবং যিহূদার অধ্যক্ষেরা যিহোবার সামনে নিজেদের নত করেছিলেন আর তাই যিহোবা তাদের ধ্বংস করেননি

    • ২বংশা ৩২:২৪-২৬—ভালো রাজা হিষ্কিয় অহংকারী হয়ে উঠেছিলেন, কিন্তু তিনি যখন নিজেকে নত করেছিলেন, তখন যিহোবা তাকে ক্ষমা করে দিয়েছিলেন

কীভাবে আমাদের নম্র মনোভাব অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও ভালো করতে সাহায্য করে?

ইফি ৪:১, ২; ফিলি ২:৩; কল ৩:১২, ১৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৩৩:৩, ৪—যাকোবের উপর এষৌ প্রচণ্ড রেগে ছিলেন, কিন্তু এষৌর সঙ্গে দেখা করার সময় যাকোব যখন অনেক নম্রতা দেখিয়েছিলেন, তখন তাদের মধ্যে আবার শান্তিপূর্ণ সম্পর্ক হয়েছিল

    • বিচার ৮:১-৩—বিচারক গিদিয়োন যখন ইফ্রয়িমের লোকদের নম্রভাবে বলেছিলেন যে, তারা তার চেয়ে অনেক শ্রেষ্ঠ, তখন তাদের রাগ দূর হয়ে গিয়েছিল। এর ফলে, তারা গিদিয়োনের সঙ্গে আর ঝগড়া করেনি

কীভাবে যিশু খ্রিস্ট শিক্ষা দিয়েছিলেন যে, নম্রতা খুব গুরুত্বপূর্ণ বিষয়?

মথি ১৮:১-৫; ২৩:১১, ১২; মার্ক ১০:৪১-৪৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যিশা ৫৩:৭; ফিলি ২:৭, ৮—ভবিষ্যদ্‌বাণীতে যেমনটা বলা হয়েছিল, তেমনই যিশু নম্র ছিলেন। তাই, তিনি পৃথিবীতে আসার এবং কষ্টকর ও লজ্জাজনক উপায়ে মারা যাওয়ার জন্য ইচ্ছুক ছিলেন

    • লূক ১৪:৭-১১—যিশু একটা ভোজে শ্রেষ্ঠ স্থান বেছে নেওয়ার বিষয়ে একটা গল্প বলার মাধ্যমে তুলে ধরেছিলেন যে, নম্রতা দেখানো আমাদের জন্য কতটা উপকারজনক

    • যোহন ১৩:৩-১৭—যিশু একজন দাসের মতো তাঁর প্রেরিতদের পা ধুইয়ে দিয়েছিলেন আর এভাবে তাদের নম্র হওয়ার বিষয়ে শিক্ষা দিয়েছিলেন

আমরা যদি নিজেদের এবং অন্যদের যিহোবার মতো করে দেখি, তা হলে কীভাবে আমরা নম্র হতে পারব?

কেন নম্রতার ভান করার কোনো মূল্য নেই?