সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পক্ষপাতহীন মনোভাব

পক্ষপাতহীন মনোভাব

হিতো ২৮:২১; রোমীয় ২:১১; যাকোব ৩:১৭

আরও দেখুন, লেবীয় ১৯:১৫; ২বংশা ১৯:৬, ৭; ১পিতর ১:১৭

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১৬:৪-১৩—ভাববাদী শমূয়েল যখন ইজরায়েলের পরবর্তী রাজাকে অভিষিক্ত করতে যাচ্ছিলেন, তখন যিহোবা তাকে বলেছিলেন, শমূয়েল যেন বাইরের চেহারা দেখে বিচার না করেন

যিহোবা কি জাতি, পরিবার অথবা আর্থিক অবস্থা দেখে একজন ব্যক্তিকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করেন?

প্রেরিত ১৭:২৬, ২৭; রোমীয় ৩:২৩-২৭; গালা ২:৬; ৩:২৮

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • যোহন ৮:৩১-৪০—কোনো কোনো যিহুদি গর্ব করত, কারণ অব্রাহাম তাদের পূর্বপুরুষ ছিলেন; কিন্তু, যিশু তাদের সংশোধন করেছিলেন, কারণ তারা অব্রাহামের মতো আচরণ করেনি

অন্য বর্ণ অথবা জাতির লোকদের কি নীচু চোখে দেখার কোনো কারণ আছে?

যোহন ৩:১৬; রোমীয় ২:১১

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যোনা ৪:১-১১—যিহোবা ধৈর্য ধরে ভাববাদী যোনাকে শিক্ষা দিয়েছিলেন যেন তিনি নীনবীর লোকদের প্রতি করুণা দেখান, যারা অন্য জাতির লোক ছিল

    • প্রেরিত ১০:১-৮, ২৪-২৯, ৩৪, ৩৫—প্রেরিত পিতর এই শিক্ষা লাভ করেছিলেন যে, ন-যিহুদি লোকদের অশুচি হিসেবে দেখা উচিত নয়। তাই, তিনি কর্ণীলিয় এবং তার আত্মীয়স্বজনকে প্রথম ন-যিহুদি খ্রিস্টান হতে সাহায্য করেছিলেন

ধনী খ্রিস্টানদের কি অন্যদের চেয়ে নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করা উচিত অথবা তাদের প্রতি বিশেষ আচরণ দেখানো হোক বলে আশা করা উচিত?

একজন ব্যক্তি যদি অধ্যক্ষ হয়ে থাকেন, তা হলে এর অর্থ কি এই যে, তিনি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এবং তিনি অন্যদের সঙ্গে কঠোর আচরণ করতে পারেন?

২করি ১:২৪; ১পিতর ৫:২, ৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • দ্বিতীয় ১৭:১৮-২০—যিহোবা ইজরায়েলের রাজাদের বলেছিলেন, তারা যেন অন্য ইজরায়েলীয়দের চেয়ে নিজেদের শ্রেষ্ঠ বলে মনে না করে, কারণ তারা তাদের ভাই

    • মার্ক ১০:৩৫-৪৫—যিশু তাঁর প্রেরিতদের সংশোধন করেছিলেন, কারণ অন্যদের উপর কর্তৃত্ব করার ব্যাপারে তারা অতিরিক্ত চিন্তিত ছিল

কারা ঈশ্বরের অনুমোদন লাভ করতে পারে?

সরকারের বিভিন্ন আইন পরিবর্তন করার আন্দোলনে কি খ্রিস্টানদের যোগ দেওয়া উচিত?

ইফি ৬:৫-৯; ১তীম ৬:১, ২

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • যোহন ৬:১৪, ১৫—অনেক লোক চেয়েছিল যেন যিশু তাদের জাতির সমস্যাগুলো দূর করে দেন; কিন্তু, যিশু এই পৃথিবীতে রাজা হতে চাননি