সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্বস্ততা

বিশ্বস্ততা

বিশ্বস্ততা বলতে কী বোঝায়?

গীত ১৮:২৩-২৫; ২৬:১, ২; ১০১:২-৭; ১১৯:১-৩, ৮০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লেবীয় ২২:১৭-২২—যিহোবা চেয়েছিলেন যেন এমন “নির্দোষ” পশু উৎসর্গ করা হয়, যে-পশুর মধ্যে কোনোরকম খুঁত থাকবে না; “নির্দোষ” হিসেবে অনুবাদিত শব্দটা সেই ইব্রীয় শব্দের খুব কাছাকাছি শব্দ, যেটাকে “বিশ্বস্ততা” হিসেবে অনুবাদ করা হয়েছে। আর এটা দেখায় যে, বিশ্বস্ততা শব্দটা যিহোবার প্রতি সম্পূর্ণ ভক্তিকে বোঝায়

    • ইয়োব ১:১, ৪, ৫, ৮; ২:৩—ইয়োবের জীবনধারা দেখিয়েছিল যে, বিশ্বস্ততা বজায় রাখার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই যিহোবাকে গভীর সম্মান করতে হবে, একমাত্র তাঁকেই উপাসনা করতে হবে এবং তাঁর চোখে যা মন্দ, তা এড়িয়ে চলতে হবে

কেন আমাদের বিশ্বস্ত থাকতে হবে?

কী আমাদের বিশ্বস্ত থাকার জন্য সাহায্য করতে পারে?

কীভাবে আমরা বিশ্বস্ততা গড়ে তুলতে এবং তা বজায় রাখতে পারি?

যিহো ২৪:১৪, ১৫; গীত ১০১:২-৪

আরও দেখুন, দ্বিতীয় ৫:২৯; যিশা ৪৮:১৭, ১৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ইয়োব ৩১:১-১১, ১৬-৩৩—অনৈতিক বিষয়গুলো এড়িয়ে চলার মাধ্যমে এবং অন্যদের প্রতি সদয় ও সম্মানজনক আচরণ করার মাধ্যমে ইয়োব দেখিয়েছিলেন যে, তিনি পুরোপুরিভাবে যিহোবার প্রতি বিশ্বস্ত ছিলেন। তিনি কেবল যিহোবার উপাসনা করতেন, কোনো মূর্তির উপাসনা করতেন না। আর তিনি তার ধনসম্পদের চেয়ে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ককে আরও বেশি মূল্যবান বলে মনে করতেন

    • দানি ১:৬-২১—দানিয়েল এবং তার তিন বন্ধুর চারপাশে কেবল সেই ব্যক্তিরা ছিল, যারা যিহোবার উপাসক নয়। তা সত্ত্বেও, তারা সবসময়, এমনকী খাবারদাবারের ব্যাপারেও যিহোবার আইনগুলো মেনে চলেছিল আর এভাবে বিশ্বস্ততা বজায় রেখেছিল

একজন ব্যক্তি যদি অনেক মন্দ কাজ করেন, তা হলে তিনি কি আবার বিশ্বস্ত হতে পারেন?

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১রাজা ৯:২-৫; গীত ৭৮:৭০-৭২—যেহেতু রাজা দায়ূদ তার পাপের জন্য অনুতপ্ত হয়েছিলেন, তাই যিহোবা তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাকে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে দেখেছিলেন

    • যিশা ১:১১-১৮—যিহোবার লোকেরা বড়ো বড়ো পাপ করেছিল বলে তিনি তাদের নিন্দা করেছিলেন; তবে, তিনি তাদের বলেছিলেন, তারা যদি অনুতপ্ত হয় এবং মন্দ কাজগুলো করা বন্ধ করে দেয়, তা হলে তিনি তাদের ক্ষমা করবেন