সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈর্ষা

ঈর্ষা

কেন ঈর্ষা করা ক্ষতিকর?

হিতো ১৪:৩০; ২৭:৪; ১করি ৩:৩; ১৩:৪; গালা ৫:১৯, ২০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৪:৩-৮—কয়িন তার ভাই হেবলকে ঈর্ষা করেছিলেন; কয়িন তাকে ঘৃণা করতে শুরু করেছিলেন এবং একসময় তাকে হত্যা করেছিলেন

    • আদি ৩৭:৯-১১—যোষেফের দাদারা তাকে ঈর্ষা করেছিল

    • ১শমূ ১৮:৬-৯—রাজা শৌল দায়ূদকে সন্দেহ করতে শুরু করেছিলেন, কারণ তিনি দায়ূদকে ঈর্ষা করতেন

কী আমাদের ঈর্ষা না করার জন্য সাহায্য করতে পারে?