সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

দয়া

দয়া

যিহোবা যে সদয় ঈশ্বর, সেটার কোন প্রমাণ আমরা দেখতে পাই?

রোমীয় ৩:২৩, ২৪; তীত ৩:৩-৬; ইব্রীয় ২:৯; ১পিতর ৫:৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যোনা ৩:১০; ৪:১১—নীনবীর লোকেরা যখন অনুতপ্ত হয়েছিল, তখন যিহোবা সদয়ভাবে তাদের ক্ষমা করে দিয়েছিলেন, এমনকী তাদের পশুদের প্রতিও চিন্তা দেখিয়েছিলেন

    • লূক ৬:৩২-৩৬—যিশু আমাদের বুঝতে সাহায্য করেছেন যে, যিহোবা এমনকী সেই ব্যক্তিদের প্রতিও দয়া দেখান, যারা কৃতজ্ঞতার মনোভাব দেখায় না এবং দুষ্ট। তাই, যিশু আমাদের শিখিয়েছিলেন, যেন আমরা অন্যদের প্রতি দয়া দেখাই

কীভাবে আমরা অন্যদের প্রতি দয়া দেখাতে পারি?

হিতো ১৯:১৭; ২২:৯; লূক ৬:৩৫; ইফি ৪:৩২

আরও দেখুন, হিতো ১১:১৭; ৩১:১০, ২৬; ইব্রীয় ১৩:১৬

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মার্ক ১৪:৩-৯; যোহন ১২:৩—লাসারের বোন মরিয়ম যখন একটা দয়ার কাজ করেছিলেন এবং উদারতা দেখিয়েছিলেন, তখন যিশু তার প্রশংসা করেছিলেন

    • ২তীম ১:১৬-১৮—প্রেরিত পৌল যখন কারাগারে ছিলেন, তখন অনীষিফর তাকে উৎসাহ দিয়েছিলেন