সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ধনসম্পদের প্রতি ভালোবাসা

ধনসম্পদের প্রতি ভালোবাসা

বাইবেল কি শিক্ষা দেয় যে, টাকাপয়সা অথবা ধনসম্পদ থাকা ভুল?

উপ ৭:১২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১রাজা ৩:১১-১৪—রাজা শলোমন নম্র ছিলেন বলে যিহোবা তাকে প্রচুর ধনসম্পদ দিয়েছিলেন

    • ইয়োব ১:১-৩, ৮-১০—যদিও ইয়োব খুব ধনী ছিলেন, তবে তার কাছে যিহোবার সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল

কেন টাকাপয়সা ও ধনসম্পদ আমাদের জন্য প্রকৃত সুখ নিয়ে আসে না?

কখন ধনসম্পদ আমাদের কোনো কাজে আসে না?

টাকাপয়সা ও ধনসম্পদের ব্যাপারে সবচেয়ে বড়ো বিপদ কী?

কেন ধনসম্পদের উপর নির্ভর করা বোকামি?

হিতো ১১:৪, ১৮, ২৮; ১৮:১১; মথি ১৩:২২

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ৮:১৮-২৪—শিমোন বোকার মতো মনে করেছিলেন যে, তিনি মণ্ডলীতে বিশেষ কাজ করার ক্ষমতা টাকা দিয়ে কিনতে পারবেন

আমরা যদি টাকাপয়সার প্রতি ভালোবাসা গড়ে তুলি, তা হলে আমরা কী হারাতে পারি?

মথি ৬:১৯-২১; লূক ১৭:৩১, ৩২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মার্ক ১০:১৭-২৩—নিজের টাকাপয়সা ও ধনসম্পদের প্রতি খুব বেশি ভালোবাসা ছিল বলে একজন যুবক যিশুকে অনুসরণ করার সুযোগ হারিয়েছিলেন

    • ১তীম ৬:১৭-১৯—প্রেরিত পৌল ধনী খ্রিস্টানদের সাবধান করেছিলেন যেন তারা উদ্ধত না হয়, কারণ এইরকম মনোভাব ঈশ্বরকে অসন্তুষ্ট করে

কীভাবে ধনসম্পদ আমাদের বিশ্বাসকে দুর্বল করে দিতে পারে আর এভাবে আমরা ঈশ্বরকে অসন্তুষ্ট করে ফেলতে পারি?

দ্বিতীয় ৮:১০-১৪; হিতো ২৮:২০; ১যোহন ২:১৫-১৭

আরও দেখুন, গীত ৫২:৬, ৭; আমোষ ৩:১২, ১৫; ৬:৪-৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ইয়োব ৩১:২৪, ২৫, ২৮—ইয়োব বুঝতে পেরেছিলেন, ধনসম্পদের উপর নির্ভর করা ভুল; কারণ ধনসম্পদের উপর নির্ভর করার অর্থ হল, ঈশ্বরের উপর নির্ভর না করা

    • লূক ১২:১৫-২১—যিশু এমন একজন ধনী ব্যক্তির গল্প বলেছিলেন, যিনি ঈশ্বরের চোখে ধনবান ছিলেন না। এই গল্পের মাধ্যমে যিশু ধনসম্পদের প্রতি ভালোবাসা গড়ে না তোলার ব্যাপারে সাবধান করেছিলেন

কীভাবে আমরা আমাদের যা আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারি?

কোন ধরনের সম্পদ ধনসম্পদের চেয়ে আরও বেশি মূল্যবান এবং কেন?

হিতো ৩:১১, ১৩-১৮; ১০:২২; মথি ৬:১৯-২১

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • হগয় ১:৩-১১—ভাববাদী হগয়ের মাধ্যমে যিহোবা তাঁর লোকদের বলেছিলেন যে, তিনি তাদের আশীর্বাদ করবেন না; কারণ তারা সত্য উপাসনাকে সমর্থন না করে বরং নিজেদের বাড়ি তৈরি করার এবং আরামদায়ক জীবনযাপন করার জন্য পরিশ্রম করেছিল

    • প্রকা ৩:১৪-১৯—যিশু লায়দিকেয়ার মণ্ডলীকে কড়া পরামর্শ দিয়েছিলেন, কারণ তারা ঈশ্বরের সেবার চেয়ে বরং ধনসম্পদকে আরও বেশি গুরুত্ব দিয়েছিল

কেন আমাদের এই আস্থা রাখা উচিত যে, বেঁচে থাকার জন্য আমাদের যা প্রয়োজন, যিহোবা তা জোগাবেন?