সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে পরিপক্ব হওয়া

খ্রিস্টান হিসেবে পরিপক্ব হওয়া

কেন প্রত্যেক খ্রিস্টানের পরিপক্ব হওয়া উচিত?

কীভাবে বাইবেলের শিক্ষা আমাদের পরিপক্ব খ্রিস্টান হয়ে উঠতে সাহায্য করে?

কমবয়সিরাও কি পরিপক্ব খ্রিস্টান হয়ে উঠতে পারে?

ইয়োব ৩২:৯; ১তীম ৪:১২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • দানি ১:৬-২০—যদিও দানিয়েল এবং তার তিন বন্ধুর বয়স কম ছিল, কিন্তু তাদের বিশ্বাস দৃঢ় ছিল এবং তারা যিহোবার প্রতি অনুগত ছিল

    • প্রেরিত ১৬:১-৫—তীমথিয়ের বয়স যখন প্রায় ২০ বছর, তখন তার উপর নির্ভর করে মণ্ডলীতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল

মণ্ডলীতে ভালো বন্ধুদের সঙ্গে মেলামেশা করলে তা আমাদের উপর কেমন প্রভাব ফেলতে পারে?

কী দেখাবে যে, আমরা পরিপক্ব খ্রিস্টান?

কেন একজন পরিপক্ব খ্রিস্টান পুরুষকে মণ্ডলীতে আরও দায়িত্ব নেওয়ার জন্য ইচ্ছুক মনোভাব দেখাতে হবে?

একমাত্র কোন উপায়ে আমরা পরিপক্ব আর সেইসঙ্গে দক্ষ প্রচারক ও শিক্ষক হয়ে উঠতে পারি?

লূক ২১:১৪, ১৫; ১করি ২:৬, ১০-১৩

আরও দেখুন, লূক ১১:১৩

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ১০:১৯, ২০—যিশু তাঁর অনুসারীদের এই আশ্বাস দিয়েছিলেন যে, পরীক্ষার সময় কী বলতে হবে, সেই বিষয়ে পবিত্র শক্তি তাদের সাহায্য করবে