সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

করুণা

করুণা

করুণার সঙ্গে কী জড়িত?

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গীত ৫১:১, ২—রাজা দায়ূদ যখন যিহোবাকে করুণা দেখানোর জন্য অনুরোধ করেছিলেন, তখন তিনি যিহোবাকে তার পাপ ক্ষমা করতে এবং পাপ থেকে শুচি করতে বলেছিলেন

    • লূক ১০:২৯-৩৭—যিশু একজন শমরীয় ব্যক্তির উদাহরণ ব্যবহার করে দেখিয়েছিলেন, কীভাবে আমরা করুণা দেখাতে পারি; এই শমরীয় ব্যক্তি একজন যিহুদি ব্যক্তির প্রতি দয়া ও চিন্তা দেখিয়েছিলেন

কেন সমস্ত মানুষের জন্য ঈশ্বরের কাছ থেকে করুণা লাভ করা প্রয়োজন?

করুণা দেখানোর ব্যাপারে যিহোবা কোন উদাহরণ দেখিয়েছেন?

যাত্রা ৩৪:৬; নহি ৯:১৭; গীত ১০৩:৮; ২করি ১:৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ইয়োব ৪২:১, ২, ৬-১০; যাকোব ৫:১১—যিহোবা ইয়োবের প্রতি করুণা দেখিয়েছিলেন আর সেইসঙ্গে তাকে করুণা দেখানোর বিষয়ে শিক্ষা দিয়েছিলেন

    • লূক ১৫:১১-৩২—একজন ছেলে বিদ্রোহ করার পর যখন অনুতপ্ত হয়েছিলেন, তখন তার বাবা তার সঙ্গে যেভাবে আচরণ করেছিলেন, তা বলার মাধ্যমে যিশু যিহোবার করুণা সম্বন্ধে তুলে ধরেছিলেন

কেন যিহোবা আমাদের প্রতি করুণা দেখান?

কীভাবে খ্রিস্টের বলিদান আমাদের পাপের ক্ষমা লাভ করতে সাহায্য করে?

কেন আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, যেন তিনি আমাদের প্রতি করুণা দেখান? কেন এই বিষয়টাকে আমাদের কখনো হালকাভাবে দেখা উচিত নয়?

লূক ১১:২-৪; ইব্রীয় ৪:১৬

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গীত ৫১:১-৪—রাজা দায়ূদ পাপ করেছিলেন বলে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন; তবে, তিনি নম্রভাবে যিহোবার কাছে অনুরোধ করেছিলেন, যেন যিহোবা তার প্রতি করুণা দেখান

    • লূক ১৮:৯-১৪—যিশু একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছিলেন যে, যিহোবা সেই ব্যক্তিদের প্রতি করুণা দেখান, যারা নম্রভাবে তাদের ভুলগুলো স্বীকার করে

কেন এমনকী সেই ব্যক্তিদের প্রতিও যিহোবা করুণা দেখান, যারা গুরুতর পাপ করেছে?

দ্বিতীয় ৪:২৯-৩১; যিশা ৫৫:৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২বংশা ৩৩:৯-১৩, ১৫—মনঃশি যদিও খুব দুষ্ট রাজা ছিলেন, কিন্তু তিনি অনুতপ্ত হয়েছিলেন এবং ঈশ্বরকে তার প্রতি করুণা দেখানোর জন্য অনুরোধ করেছিলেন; তিনি আবার রাজা হয়েছিলেন এবং তার কাজের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে, তিনি সত্যিই নিজেকে পরিবর্তন করেছেন

    • যোনা ৩:৪-১০—নীনবীর লোকেরা প্রচণ্ড হিংস্র ছিল এবং অনেক লোককে হত্যা করেছিল; কিন্তু, তারা যখন অনুতপ্ত হয়েছিল, তখন ঈশ্বর তাদের প্রতি করুণা দেখিয়েছিলেন

যিহোবার করুণা লাভ করার জন্য কেন তাঁর কাছে আমাদের পাপ স্বীকার করা এবং আমাদের জীবনধারা পরিবর্তন করা গুরুত্বপূর্ণ?

আমাদের প্রতি যিহোবার করুণা দেখানোর অর্থ এই নয় যে, আমাদের শাসন করা হবে না এবং আমাদের ভুলের পরিণতি ভোগ করতে হবে না

যাত্রা ৩৪:৬, ৭; ২শমূ ১২:৯-১৩

কেন আমাদের অন্যদের প্রতি করুণা দেখানো উচিত?

আমরা যদি অন্যদের প্রতি করুণা না দেখাই, তা হলে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হয়ে যেতে পারে?

মথি ৯:১৩; ২৩:২৩; যাকোব ২:১৩

আরও দেখুন, হিতো ২১:১৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ১৮:২৩-৩৫—যিশু একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছিলেন যে, কোনো ব্যক্তি যদি করুণা না দেখান, তা হলে যিহোবাও তার প্রতি করুণা দেখাবেন না

    • লূক ১০:২৯-৩৭—যিশু একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছিলেন যে, তিনি এবং যিহোবা সেই ব্যক্তিদের উপর সন্তুষ্ট নন, যারা করুণা দেখায় না; তবে, তারা সেই ব্যক্তিদের উপর সন্তুষ্ট, যারা শমরীয় ব্যক্তির মতো করুণা দেখিয়ে থাকে

যারা করুণা দেখিয়ে থাকে, তাদের সঙ্গে যিহোবা কেমন আচরণ করেন?