সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

টাকাপয়সা

টাকাপয়সা

টাকাপয়সার প্রতি ভালোবাসা কেন বিপদজনক?

কীভাবে বাইবেল দেখায় যে, নিজের পরিবারের যত্ন নেওয়ার জন্য টাকাপয়সা রোজগার করা ভুল নয়?

উপ ৭:১২; ১০:১৯; ইফি ৪:২৮; ২থিষল ৩:১০; ১তীম ৫:৮, ১৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৩১:৩৮-৪২—পরিবারের ভরণ-পোষণ জোগানোর জন্য যাকোব তার শ্বশুর লাবনের জন্য সৎভাবে কাজ করেছিলেন, কিন্তু লাবন তাকে ঠকিয়েছিলেন; তবে, যিহোবা যাকোবের প্রচেষ্টায় আশীর্বাদ করেছিলেন

    • লূক ১৯:১২, ১৩, ১৫-২৩—যিশুর একটা উদাহরণ থেকে আমরা বুঝতে পারি, তাঁর দিনে লোকদের জন্য টাকাপয়সা বিনিয়োগ করে আরও টাকাপয়সা উপার্জন করা খুব সাধারণ বিষয় ছিল

টাকা ধার নেওয়ার ও দেওয়ার ব্যাপারে বাইবেল কী বলে?

কেন অযথা ধার নেওয়া এড়িয়ে চলা উচিত?

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • নহি ৫:২-৮—নহিমিয়ের সময়ে কিছু ইজরায়েলীয় সেই লোকদের প্রতি খুব নির্দয় ছিল, যারা তাদের কাছ থেকে টাকা ধার নিত

    • মথি ১৮:২৩-২৫—যিশুর বলা উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে, টাকা ধার নিয়ে আমরা যদি তা পরিশোধ না করি, তা হলে আমরা হয়তো শাস্তি পেতে পারি

কারো সঙ্গে ব্যাবসা করার আগে আমাদের কী করা উচিত, হোক তিনি একজন ন-সাক্ষি, একজন সহবিশ্বাসী অথবা এমনকী একজন আত্মীয়?

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ২৩:১৪-২০—অব্রাহাম যখন সারাকে কবর দিতে যাচ্ছিলেন, তখন তিনি সাক্ষিদের সামনে একটা জমি ও গুহার মূল্য দিয়েছিলেন, যাতে এটা নিয়ে পরে ভুল বোঝাবুঝি ও ঝগড়াবিবাদ না হয়

    • যির ৩২:৯-১২—ভাববাদী যিরমিয় যখন তার এক আত্মীয়ের কাছ থেকে জমি কিনেছিলেন, তখন তিনি একটা দলিল তৈরি করেছিলেন, সেটার একটা কপি তৈরি করেছিলেন এবং সাক্ষিদের সামনে টাকা দিয়েছিলেন

কীভাবে টাকাপয়সা খরচ করব, সেটা নিয়ে আগে থেকে পরিকল্পনা করা কেন ভালো?

কেন খ্রিস্টানদের এই বিষয়ে লক্ষ রাখতে হবে যে, টাকাপয়সা নিয়ে যদি কোনো মতবিরোধ হয়, তা হলে সেটা যেন মণ্ডলীর মধ্যে একতা নষ্ট না করে?

কীভাবে আমরা সঠিক উপায়ে টাকাপয়সা ব্যবহার করতে পারি আর এভাবে প্রকৃত সুখ লাভ করতে পারি?