সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বৃদ্ধ বয়স; বয়স্ক ব্যক্তি

বৃদ্ধ বয়স; বয়স্ক ব্যক্তি

ধীরে ধীরে যখন আমাদের বয়স হয়ে যায়, তখন কী হয়?

গীত ৭১:৯; ৯০:১০

  • আরও দেখুন, “সান্ত্বনা—অসুস্থতা অথবা বয়সের কারণে যখন আমরা বেশি কাজ করতে পারি না

    • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • উপ ১২:১-৮—রাজা শলোমন কাব্যিক ভাষায় ব্যাখ্যা করেছিলেন যে, বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোন ধরনের অক্ষমতা আসে, যেমন দৃষ্টিশক্তি কমে যায় (“জানালা দিয়ে যারা দেখত তারা আর ভালোভাবে দেখতে পাবে না,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) এবং শোনার ক্ষমতা কমে যায় (“গান-বাজনার আওয়াজ কমে যাবে,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন)

বয়সের কারণে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সত্ত্বেও বয়স্ক ব্যক্তিরা কি আনন্দ বজায় রাখতে পারে?

২করি ৪:১৬-১৮; যাকোব ১:২-৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১২:২, ২৩—বৃদ্ধ ভাববাদী শমূয়েল জানতেন, ঈশ্বরের লোকদের জন্য ক্রমাগত প্রার্থনা করা কতটা গুরুত্বপূর্ণ

    • ২শমূ ১৯:৩১-৩৯—রাজা দায়ূদ বৃদ্ধ বর্সিল্লয়ের প্রতি কৃতজ্ঞ ছিলেন, কারণ তিনি দায়ূদকে অনুগতভাবে সমর্থন করেছিলেন। আর বর্সিল্লয়কে যখন জেরুসালেমে রাজার সেবা করার জন্য বলা হয়েছিল, তখন তিনি বিনয়ের সঙ্গে বলেছিলেন যে, বয়সের কারণে তার পক্ষে তা করা সম্ভব নয়

    • গীত ৭১:৯, ১৮—রাজা দায়ূদ এই ভেবে ভয় পেয়েছিলেন যে, তার বয়স হয়ে যাওয়ার কারণে যিহোবা তাকে আর ব্যবহার করবেন না। তাই, তিনি যিহোবাকে অনুরোধ করেছিলেন, পরের প্রজন্মকে তাঁর বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য যিহোবা যেন তাকে ব্যবহার করা বন্ধ করে না দেন

    • লূক ২:৩৬-৩৮—হান্না নামে একজন ভাববাদিনী এবং বয়স্ক বিধবা তার ভক্তি ও সেইসঙ্গে বিশ্বস্ত সেবার জন্য আশীর্বাদ লাভ করেছিলেন

কীভাবে যিহোবা বয়স্ক ব্যক্তিদের এই আশ্বাস দেন যে, তিনি তাদের জন্য চিন্তা করেন?

গীত ৯২:১২-১৪; হিতো ১৬:৩১; ২০:২৯; যিশা ৪৬:৪; তীত ২:২-৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ১২:১-৪—অব্রাহামের বয়স যখন ৭৫ বছর, তখন যিহোবা তাকে এমন একটা কাজ দিয়েছিলেন, যে-কাজ করতে গিয়ে তাকে চিরজীবনের জন্য নিজের দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল

    • দানি ১০:১১, ১৯; ১২:১৩—ভাববাদী দানিয়েলের বয়স যখন ৯০-এর কোঠায়, তখন একজন স্বর্গদূত এসে তাকে বলেছিলেন যে, যিহোবার চোখে তিনি মূল্যবান আর তার বিশ্বস্ততার জন্য যিহোবা তাকে পুরস্কার দেবেন

    • লূক ১:৫-১৩—যিহোবা অলৌকিকভাবে বয়স্ক সখরিয় ও ইলীশাবেৎকে একটি ছেলের জন্ম দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যার নাম ছিল যোহন

    • লূক ২:২৫-৩৫—বয়স্ক শিমিয়োনকে যিহোবা শিশু যিশুকে দেখার সুযোগ দিয়েছিলেন, যিনি পরে মশীহ হবেন; শিমিয়োন তাঁর বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন

    • প্রেরিত ৭:২৩, ৩০-৩৬—ভাববাদী মোশির বয়স যখন ৮০ বছর, তখন যিহোবা তাকে তাঁর লোক ইজরায়েলের নেতা করেছিলেন

বিশ্বস্ত বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কেমন আচরণ করা উচিত?

লেবীয় ১৯:৩২; ১তীম ৫:১

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৪৫:৯-১১; ৪৭:১২—যোষেফ লোক পাঠিয়ে তার বৃদ্ধ বাবা যাকোবকে নিজের কাছে এনেছিলেন এবং তার বাবা মারা যাওয়ার আগে পর্যন্ত তার যত্ন নিয়েছিলেন

    • রূৎ ১:১৪-১৭; ২:২, ১৭, ১৮, ২৩—রূৎ তার কথা ও কাজের মাধ্যমে তার বয়স্ক শাশুড়ি নয়মীকে সমর্থন করেছিলেন

    • যোহন ১৯:২৬, ২৭—যাতনাদণ্ডে মারা যাওয়ার আগে যিশু তাঁর প্রিয় প্রেরিত যোহনকে তাঁর বয়স্ক মায়ের যত্ন নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন

মণ্ডলীতে যে-বয়স্ক ব্যক্তিরা রয়েছে, তাদের সাহায্য করার জন্য আমরা কী করতে পারি?