সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যক্ষ

অধ্যক্ষ

খ্রিস্টান অধ্যক্ষদের কোন যোগ্যতাগুলো অর্জন করতে হবে?

মণ্ডলীর অধ্যক্ষদের কোন কোন উপায়ে ভালো উদাহরণ দেখাতে হবে?

পরিচারক দাসদের কোন যোগ্যতাগুলো অর্জন করতে হবে?

কেন আমরা বলতে পারি, অধ্যক্ষদের পবিত্র শক্তির মাধ্যমে নিযুক্ত করা হয়?

প্রেরিত ২০:২৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ১৩:২-৫; ১৪:২৩—ভ্রমণ অধ্যক্ষ পৌল ও বার্ণবা বিভিন্ন মণ্ডলীতে দায়িত্ববান পুরুষদের নিযুক্ত করেছিলেন; বর্তমানে সীমা অধ্যক্ষেরা একই বিষয় করে থাকে। মণ্ডলীতে কাউকে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করার আগে তারা পবিত্র শক্তি চেয়ে প্রার্থনা করে এবং বাইবেলে যে-যোগ্যতাগুলোর বিষয়ে বলা আছে, সেগুলো ভালোভাবে পরীক্ষা করে

    • তীত ১:১, ৫—তীতকে বিভিন্ন মণ্ডলীতে গিয়ে প্রাচীনদের নিযুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল

মণ্ডলী কার অধীনে রয়েছে আর এই মণ্ডলীর জন্য কোন মূল্য দেওয়া হয়েছে?

কেন বাইবেলে অধ্যক্ষদের সেবক অথবা দাস বলা হয়েছে?

কেন অধ্যক্ষদের নম্রতা দেখাতে হবে?

ফিলি ১:১; ২:৫-৮; ১থিষল ২:৬-৮; ১পিতর ৫:১-৩, ৫, ৬

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ২০:১৭, ৩১-৩৮—প্রেরিত পৌল ইফিষের প্রাচীনদের মনে করিয়ে দিয়েছিলেন, তিনি তাদের জন্য কী কী করেছেন। পৌল তাদের প্রতি ভালোবাসা ও স্নেহ দেখিয়েছিলেন বলে তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল

খ্রিস্টান অধ্যক্ষেরা যখন ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের’ কাছ থেকে নির্দেশনা পায়, তখন তারা সেটাকে কীভাবে দেখে থাকে?

প্রাচীনদের জন্য অন্যদের শিক্ষা দেওয়ার সবচেয়ে উত্তম উপায় কী?

১তীম ৪:১২; ১পিতর ৫:২, ৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • নহি ৫:১৪-১৬—যিহোবার প্রতি গভীর সম্মান ছিল বলে রাজ্যপাল নহিমিয় ঈশ্বরের লোকদের উপর তার কর্তৃত্বের অপব্যবহার করেননি। তিনি এমনকী তাদের কাছ থেকে ভাতাও চাননি, যা কিনা একজন রাজ্যপালের পাওয়ার অধিকার ছিল

    • যোহন ১৩:১২-১৫—যিশু নিজে নম্রতার উদাহরণ দেখিয়ে তাঁর অনুসারীদের শিক্ষা দিয়েছিলেন

কীভাবে একজন খ্রিস্টান পালক মণ্ডলীর প্রত্যেকের প্রতি প্রেমের সঙ্গে চিন্তা দেখাতে পারেন?

যিহোবার সঙ্গে যাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, তাদের সেই সম্পর্কে ঠিক করার জন্য প্রাচীনেরা কীভাবে তাদের সাহায্য করতে পারে?

শিক্ষা দেওয়ার সময় প্রাচীনদের কোন দায়িত্ব রয়েছে?

মণ্ডলীকে নৈতিকভাবে শুচি রাখার ব্যাপারে কেন প্রাচীনদের সতর্ক থাকতে হবে?

প্রাচীনেরা কাদের প্রশিক্ষণ দিয়ে থাকে?

২তীম ২:১, ২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ১০:৫-২০—প্রচার কাজে পাঠানোর আগে যিশু তাঁর ১২ জন প্রেরিতকে প্রশিক্ষণ দিয়েছিলেন

    • লূক ১০:১-১১—প্রচার কাজে পাঠানোর আগে যিশু ৭০ জন শিষ্যকে ভালোভাবে নির্দেশনা দিয়েছিলেন

কী প্রাচীনদের তাদের বিভিন্ন দায়িত্ব পালন করতে সাহায্য করবে?

১পিতর ৫:১, 

আরও দেখুন, হিতো ৩:৫, ৬

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১রাজা ৩:৯-১২—রাজা শলোমন যিহোবার লোকদের বিচার করার জন্য যিহোবার কাছে বুদ্ধি এবং বোঝার ক্ষমতা চেয়ে প্রার্থনা করেছিলেন

    • ২বংশা ১৯:৪-৭—রাজা যিহোশাফট যিহূদার বিভিন্ন নগরে বিচারকদের নিযুক্ত করেছিলেন এবং তাদের এটা মনে করিয়ে দিয়েছিলেন যে, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সময় যিহোবা তাদের সঙ্গে থাকবেন

বিশ্বস্ত অধ্যক্ষদের সঙ্গে মণ্ডলীর সদস্যদের কেমন আচরণ করা উচিত?

১থিষল ৫:১২, ১৩; ১তীম ৫:১৭; ইব্রীয় ১৩:৭, ১৭

আরও দেখুন, ইফি ৪:৮, ১১, ১২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ২০:৩৭—ইফিষের মণ্ডলীর প্রাচীনেরা প্রেরিত পৌলের প্রতি ভালোবাসা দেখাতে দ্বিধা করেনি

    • প্রেরিত ২৮:১৪-১৬—প্রেরিত পৌল যখন রোমে যাচ্ছিলেন, তখন ভাইয়েরা তার সঙ্গে দেখা করার জন্য ৬৫ কিলোমিটার পথ যাত্রা করে অপ্পিয়ের হাটে এসেছিল এবং তাকে অনেক উৎসাহ দিয়েছিল