সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাবা-মা

বাবা-মা

যিহোবা যে বিয়ের ব্যবস্থা করেছেন, সেটার কিছু কারণ কী?

আদি ১:২৭, ২৮; ২:১৮, ২০-২৪

বাবা-মায়েদের তাদের সন্তানদের কীভাবে দেখা উচিত?

গীত ১২৭:৩-৫; ১২৮:৩

আরও দেখুন, “সন্তান; অল্পবয়সি

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৩৩:৪, ৫—যাকোব তার সন্তানদের যিহোবার কাছ থেকে পাওয়া আশীর্বাদ হিসেবে দেখেছিলেন

    • যাত্রা ১:১৫, ১৬, ২২; ২:১-৪; ৬:২০—মোশির বাবা-মা অম্রম ও যোকেবদ তাকে রক্ষা করার জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিলেন

সন্তানদের প্রতি বাবা-মায়ের দায়িত্ব কী?

দ্বিতীয় ৬:৬, ৭; ১১:১৮, ১৯; হিতো ২২:৬; ২করি ১২:১৪; ১তীম ৫:৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১:১-৪—যিহোবার উপাসনা করার জন্য ইল্‌কানা পুরো পরিবারকে নিয়ে শীলোতে যেতেন, যাতে তার প্রত্যেক সন্তান সেই উপাসনায় যোগ দিতে পারে

    • লূক ২:৩৯, ৪১—নিস্তারপর্বের উৎসব পালন করার জন্য যোষেফ ও মরিয়ম নিয়মিতভাবে তাদের সন্তানদের নিয়ে নাসরৎ থেকে জেরুসালেমে যেতেন

কেন সন্তানদের যিহোবার বাধ্য হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া উপকারজনক?

হিতো ১:৮, ৯; ২২:৬

আরও দেখুন, ২তীম ৩:১৪, ১৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ২:১৮-২১, ২৬; ৩:১৯—শমূয়েলের বাবা-মা তাকে আবাসে সেবা করার জন্য দিয়েছিলেন। তবে, তারা নিয়মিতভাবে তাদের ছেলেকে দেখতে যেতেন এবং তার প্রয়োজনীয় বিষয়গুলো জোগানোর জন্য সাহায্য করতেন; পরে শমূয়েল এমন একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন, যিনি যিহোবাকে ভালোবাসতেন এবং বিশ্বস্তভাবে তাঁর সেবা করতেন

    • লূক ২:৫১, ৫২—যিশু তাঁর বাবা-মায়ের বাধ্য ছিলেন, যদিও তারা নিখুঁত ছিলেন না

সন্তান মানুষ করে তোলার জন্য বাবা-মায়েরা কোথায় নির্দেশনা খুঁজতে পারে?

দ্বিতীয় ৬:৪-৯; ইফি ৬:৪; ২তীম ৩:১৪-১৭

আরও দেখুন, গীত ১২৭:১; হিতো ১৬:৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • বিচার ১৩:২-৮—একজন স্বর্গদূত যখন মানোহকে বলেছিলেন, যিহোবা তাকে আশীর্বাদ করবেন আর তার স্ত্রী একটা ছেলের জন্ম দেবেন, তখন মানোহ সেই ছেলেকে মানুষ করে তোলার জন্য যিহোবার কাছে নির্দেশনা চেয়েছিলেন

    • গীত ৭৮:৩-৮—যিহোবা চান, বাবা-মায়েরা বাইবেল থেকে যা শিখেছে, তা যেন তাদের সন্তানদের শিক্ষা দেয়

সাক্ষি পরিবারে বড়ো হওয়া সত্ত্বেও কেন একজন সন্তান হয়তো যিহোবার সেবা করা বেছে না-ও নিতে পারে?

যিহি ১৮:১-১৩, ২০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৬:১-৫; যিহূদা ৬—অনেক অনেক বছর ধরে স্বর্গে যিহোবার সঙ্গে থাকা সত্ত্বেও কিছু স্বর্গদূত তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল

    • ১শমূ ৮:১-৩—যদিও শমূয়েল একজন বিশ্বস্ত ভাববাদী ছিলেন এবং যিহোবাকে ভালোবাসতেন, তবুও তার ছেলেরা সৎ ছিল না এবং খারাপ কাজ করত

সন্তানদের কাছ থেকে ঈশ্বর কী চান, সেই বিষয়ে বাবা-মায়েরা কখন থেকে তাদের শিক্ষা দিতে শুরু করবে?

২তীম ৩:১৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • দ্বিতীয় ২৯:১০-১২, ২৯; ৩১:১২; ইষ্রা ১০:১—ইজরায়েলীয়েরা যখন যিহোবা সম্বন্ধে জানার জন্য একত্রিত হয়েছিল, তখন তারা তাদের সন্তানদেরও সেখানে নিয়ে এসেছিল, যাতে তারাও যিহোবা সম্বন্ধে জানতে পারে

    • লূক ২:৪১-৫২—নিস্তারপর্বের উৎসব পালন করার জন্য যোষেফ ও মরিয়ম প্রতি বছর যিশু এবং তাদের অন্য সন্তানদের জেরুসালেমের মন্দিরে নিয়ে যেতেন

সন্তানদের ক্ষতি করতে পারে এমন লোকদের কাছ থেকে সন্তানদের সুরক্ষিত রাখার জন্য বাবা-মায়েরা কোন উদাহরণগুলো অনুসরণ করতে পারে?

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যাত্রা ১৯:৪; দ্বিতীয় ৩২:১১, ১২—যিহোবা নিজেকে একটা ঈগল পাখির সঙ্গে তুলনা করেছিলেন, যেটা তার ছানাদের নিজের ডানায় বহন করে থাকে, তাদের সুরক্ষা জোগায় এবং যত্ন নেয়

    • যিশা ৪৯:১৫—একজন স্তন্যদাত্রী মা তার সন্তানকে অনেক ভালোবাসেন এবং তার যত্ন নেন; তবে, যিহোবা তাঁর দাসদের কাছে প্রতিজ্ঞা করেছেন, তিনি তাদের সেই মায়ের চেয়ে বেশি যত্ন নেবেন এবং সুরক্ষা জোগাবেন

    • মথি ২:১-১৬—শয়তান জ্যোতিষীদের দুষ্ট রাজা হেরোদের কাছে যাওয়ার জন্য পরিচালিত করার মাধ্যমে শিশু যিশুকে হত্যা করার চেষ্টা করেছিল; কিন্তু, যিহোবা যোষেফকে তার পরিবার নিয়ে মিশরে যেতে বলেছিলেন আর এভাবে যিহোবা তাঁর পুত্রকে রক্ষা করেছিলেন

    • মথি ২৩:৩৭—একটা মুরগি ডানার নীচে এর বাচ্চাদের একত্রিত করে এবং তাদের সুরক্ষা জোগায়; যিশু বলেছিলেন, তিনি ঠিক এভাবে তাঁর লোকদের সাহায্য করতে চান

কেন বাবা-মায়েদের তাদের সন্তানদের যৌনতার বিষয়ে শিক্ষা দেওয়া উচিত?

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লেবীয় ১৫:২, ৩, ১৬, ১৮, ১৯; দ্বিতীয় ৩১:১০-১৩—মোশির ব্যবস্থায় যৌনতার বিষয়ে খোলাখুলিভাবে বলা হয়েছিল। যিহোবা বলেছিলেন, সেই ব্যবস্থা জোরে পড়ে শোনানোর সময় যেন সন্তানদেরও সেখানে আনা হয়

    • গীত ১৩৯:১৩-১৬—গীতরচক দায়ূদ যিহোবার প্রশংসা করেছিলেন, কারণ তিনি মানুষের দেহ অপূর্ব উপায়ে তৈরি করেছেন, যার মধ্যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও রয়েছে

    • হিতো ২:১০-১৫—যিহোবার কাছ থেকে আসা জ্ঞান ও প্রজ্ঞা আমাদের এমন ব্যক্তিদের হাত থেকে রক্ষা করে, যারা খারাপ কাজ করে এবং প্রতারণা করে

কেন প্রেমের সঙ্গে শাসন করা উচিত?

হিতো ১৩:২৪; ২৯:১৭; যির ৩০:১১; ইফি ৬:৪

আরও দেখুন, গীত ২৫:৮; ১৪৫:৯; কল ৩:২১

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গীত ৩২:১-৫—রাজা দায়ূদ পাপ করেছিলেন বলে যিহোবা তাকে শাস্তি দিয়েছিলেন। কিন্তু, দায়ূদ এই বিষয়টা জেনে সান্ত্বনা লাভ করেছিলেন যে, যিহোবা সেই ব্যক্তিদের ক্ষমা করেন, যারা তাদের পাপের জন্য সত্যিই অনুতপ্ত হয়

    • যোনা ৪:১-১১—ভাববাদী যোনা যিহোবার সঙ্গে রেগে গিয়েছিলেন এবং অসম্মানের সঙ্গে কথা বলেছিলেন; কিন্তু, যিহোবা ধৈর্য ধরে তাকে করুণার বিষয়ে শিক্ষা দিয়েছিলেন

কেন আমরা বলতে পারি, শাসন প্রেমের প্রকাশ?