সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সুসমাচার প্রচার করা

সুসমাচার প্রচার করা

কেন সমস্ত সত্য খ্রিস্টান তাদের বিশ্বাস সম্বন্ধে অন্যদের জানিয়ে থাকে?

যিশুর কাছে সুসমাচার প্রচার করা কতটা গুরুত্বপূর্ণ ছিল?

লূক ৮:১; যোহন ১৮:৩৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ৪:৪২-৪৪—যিশু বলেছিলেন, যিহোবা তাঁকে প্রচার করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন

    • যোহন ৪:৩১-৩৪—যিশু বলেছিলেন, সুসমাচার প্রচার করা তাঁর কাছে খাবারের মতো

মণ্ডলীতে যে-পুরুষেরা নেতৃত্ব নেয়, কেবল তাদেরই কি সুসমাচার প্রচার করতে হবে?

গীত ৬৮:১১; ১৪৮:১২, ১৩; প্রেরিত ২:১৭, ১৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২রাজা ৫:১-৪, ১৩, ১৪, ১৭—একজন অল্পবয়সি ইজরায়েলীয় মেয়ে নামানের স্ত্রীকে যিহোবার ভাববাদী ইলীশায় সম্বন্ধে বলেছিল

    • মথি ২১:১৫, ১৬—ছোটো ছেলেরা যখন যিশুর প্রশংসা করছিল, তখন প্রধান যাজকেরা ও অধ্যাপকেরা অসন্তুষ্ট হয়েছিল; কিন্তু, যিশু তাদের সংশোধন করেছিলেন

কীভাবে অধ্যক্ষেরা মণ্ডলীর ভাই-বোনদের সুসমাচার প্রচার করার জন্য শিক্ষা দিতে পারে?

কীভাবে যিহোবা ও যিশু আমাদের প্রচার করার জন্য সাহায্য করেন?

২করি ৪:৭; ফিলি ৪:১৩; ২তীম ৪:১৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ১৬:১২, ২২-২৪; ১থিষল ২:১, ২—যদিও প্রেরিত পৌল এবং তার সঙ্গীদের মারধর করা হয়েছিল, তবুও তারা ঈশ্বরের সাহায্যে সাহসের সঙ্গে প্রচার চালিয়ে গিয়েছিল

    • ২করি ১২:৭-৯—প্রেরিত পৌলের “মাংসে একটা কাঁটা,” হতে পারে শারীরিক কোনো সমস্যা ছিল; তা সত্ত্বেও, তিনি একজন উদ্যোগী প্রচারক ছিলেন, কারণ যিহোবা তাকে সেই কাজ চালিয়ে যাওয়ার জন্য শক্তি দিয়েছিলেন

কে বা কী খ্রিস্টানদের প্রচার করার অধিকার দিয়েছে?

১করি ১:২৬-২৮; ২করি ৩:৫; ৪:১৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যোহন ৭:১৫—রব্বিদের বিদ্যালয়ে না যাওয়া সত্ত্বেও যিশুর অসাধারণ জ্ঞান ছিল; আর লোকেরা তা দেখে অবাক হয়ে গিয়েছিল

    • প্রেরিত ৪:১৩—যিশুর প্রেরিতদের সাধারণ ও অশিক্ষিত বলে মনে করা হত; তা সত্ত্বেও, তারা সাহসের সঙ্গে প্রচার করতে ভয় পায়নি

কীভাবে আমরা বলতে পারি, যিহোবা চান যেন আমরা অন্যদের প্রচার করার এবং শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ দিই?

মার্ক ১:১৭; লূক ৮:১; ইফি ৪:১১, ১২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যিশা ৫০:৪, ৫—পৃথিবীতে আসার আগে, মশীহ ব্যক্তিগতভাবে যিহোবা ঈশ্বরের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছিলেন

    • মথি ১০:৫-৭—যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি তাঁর শিষ্যদের প্রচার কাজ চালিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরে প্রশিক্ষণ দিয়েছিলেন

সুসমাচার প্রচার করার দায়িত্বকে আমাদের কীভাবে দেখা উচিত?

আমরা যখন প্রচার করি, তখন আমাদের কেমন লাগে?

প্রচার করার সময় আমরা কোন বিষয়গুলো নিয়ে কথা বলি?

কেন আমরা মিথ্যা শিক্ষাগুলো প্রকাশ করে দিই?

২করি ১০:৪, ৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মার্ক ১২:১৮-২৭—সদ্দূকীরা পুনরুত্থানে বিশ্বাস করত না; তারা যে ভুল, তা দেখানোর জন্য যিশু তাদের সঙ্গে শাস্ত্র থেকে যুক্তি করেছিলেন

    • প্রেরিত ১৭:১৬, ১৭, ২৯, ৩০—প্রতিমাপূজা যে ভুল, তা দেখানোর জন্য প্রেরিত পৌল এথেন্সের লোকদের সঙ্গে যুক্তি করেছিলেন

কীভাবে আমরা প্রচার কাজ করি?

সাধারণত লোকেরা যেখানে থাকে, সেখানে আমরা কেন প্রচার করি?

প্রচার করার সময় কেন আমাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে?

যিশা ৬:৯-১১; ২পিতর ৩:৯

প্রচার করার ভালো ফল কী?

কেন প্রতিটা সুযোগে প্রচার করা উচিত?

১করি ৯:২৩; ১তীম ২:৪; ১পিতর ৩:১৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যোহন ৪:৬, ৭, ১৩, ১৪—যদিও যিশু খুব ক্লান্ত ছিলেন, তবুও তিনি একটা কুয়োর কাছে আসা শমরিয়ার একজন মহিলাকে সুসমাচার জানিয়েছিলেন

    • ফিলি ১:১২-১৪—যদিও প্রেরিত পৌল কারাগারে ছিলেন, তবুও তিনি সাক্ষ্য দেওয়ার এবং অন্যদের উৎসাহিত করার জন্য তার যথাসাধ্য করেছিলেন

আমাদের কি এইরকম আশা করা উচিত যে, সবাই আমাদের কথা শুনবে?

যোহন ১০:২৫, ২৬; ১৫:১৮-২০; প্রেরিত ২৮:২৩-২৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যির ৭:২৩-২৬—যিরমিয়ের মাধ্যমে যিহোবা বলেছিলেন, তাঁর ভাববাদীরা বার বার তাঁর লোকদের যিহোবার আজ্ঞা সম্বন্ধে বলা সত্ত্বেও তারা তা শোনেনি

    • মথি ১৩:১০-১৬—যিশু বলেছিলেন, যিশাইয়ের দিনের মতো অনেকে সুসমাচার শুনবে, তবে তা গ্রহণ করবে না

অনেকে ব্যস্ততার কারণে আমাদের কথা শোনে না বলে কেন আমরা অবাক হই না?

কীভাবে আমরা বলতে পারি, কেউ কেউ শুরুতে আমাদের কথা শুনবে ঠিকই কিন্তু পরে আর তাতে মনোযোগ দেবে না?

কেউ কেউ যখন সরাসরি আমাদের প্রচার কাজে বাধা দেয়, তখন কোন উদাহরণগুলো আমাদের সাহায্য করে?

লোকেরা যখন আমাদের প্রচার কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তখন আমরা কী করি?

কেন আমরা নিশ্চিত থাকতে পারি, কেউ কেউ আমাদের কথা শুনবে এবং সেই অনুযায়ী কাজ করবে?

যারা সুসমাচার সম্বন্ধে জানে, তাদের কাছ থেকে ঈশ্বর কী চান?

কেন আমরা সমস্ত ধরনের লোকের কাছে প্রচার করি?

আমরা কি সপ্তাহের যেকোনো দিনে, এমনকী বিশ্রামবারেও প্রচার করতে পারি?

কোন উদাহরণগুলো দেখায় যে, আমাদের সবার কাছে প্রচার করা উচিত, এমনকী যদিও তাদের কাছে বাইবেল রয়েছে এবং তারা কোনো ধর্ম পালন করে থাকে?