সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অন্যদের সঙ্গে সমস্যা মিটমাট করা

অন্যদের সঙ্গে সমস্যা মিটমাট করা

যখন কেউ আমাদের অসন্তুষ্ট করে, তখন কেন আমাদের রাগ করা অথবা প্রতিশোধ নেওয়া উচিত নয়?

হিতো ২০:২২; ২৪:২৯; রোমীয় ১২:১৭, ১৮; যাকোব ১:১৯, ২০; ১পিতর ৩:৮, ৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ২৫:৯-১৩, ২৩-৩৫—দায়ূদ যখন নাবলের কাছে সাহায্য চেয়েছিলেন, তখন নাবল দায়ূদকে এবং তার লোকদের অপমান করেছিলেন। এই কারণে, দায়ূদ সঙ্গেসঙ্গে নাবলকে এবং তার লোকদের হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু অবীগলের পরামর্শ শুনে দায়ূদ আর প্রতিশোধ নেননি

    • হিতো ২৪:১৭-২০—রাজা শলোমন ঈশ্বরের লোকদের বলেছিলেন, যিহোবা চান না শত্রুদের কষ্ট দেখে তাঁর লোকেরা আনন্দিত হোক; আমরা বিশ্বাস করি, যিহোবা দুষ্টদের বিচার করবেন

একজন খ্রিস্টানের যদি কারো সঙ্গে ঝগড়া হয়, তা হলে তার কি সেই ব্যক্তির সঙ্গে কথা বন্ধ করে দেওয়া উচিত অথবা সেই ব্যক্তির প্রতি রাগ পুষে রাখা উচিত?

লেবীয় ১৯:১৭, ১৮; ১করি ১৩:৪, ৫; ইফি ৪:২৬

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ৫:২৩, ২৪—যিশু বলেছিলেন, আমাদের বিরুদ্ধে যদি কোনো ভাইয়ের কথা থাকে, তা হলে তার সঙ্গে শান্তি স্থাপন করার জন্য আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করতে হবে

কারো কথায় অথবা কাজে আমরা যদি কষ্ট পাই, তা হলে আমাদের কী করা উচিত?

কেন আমাদের এমনকী সেই ব্যক্তিদেরও ক্ষমা করা উচিত, যারা আমাদের বিরুদ্ধে বার বার পাপ করে এবং পরে আন্তরিকভাবে অনুতপ্ত হয়?

কোনো ভাই বা বোন যদি আমাদের বিরুদ্ধে এমন পাপ করেন, যেটা আমরা উপেক্ষা করতে পারি না—যেমন, আমাদের অপবাদ দেন অথবা আমাদের ঠকান—তা হলে তার সঙ্গে কার কথা বলা উচিত এবং কেন?

কোনো ভাই বা বোন যদি আমাদের অপবাদ দেন অথবা ঠকান অথবা আমরা তার সঙ্গে একা কথা বলার পর যদি তিনি অনুতপ্ত না হন, তা হলে আমাদের কী করা উচিত?