সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অবিবাহিত থাকা

অবিবাহিত থাকা

অবিবাহিত থাকাকে কেন একটা দান হিসেবে উল্লেখ করা হয়েছে?

কেন একজন অবিবাহিত খ্রিস্টানকে বিয়ে করার জন্য চাপ দেওয়া ভুল হবে?

১করি ৭:২৮, ৩২-৩৫; ১থিষল ৪:১১

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • রোমীয় ১৪:১০-১২—প্রেরিত পৌল বলেছিলেন, একজন সহখ্রিস্টানের বিচার করা সঠিক নয়

    • ১করি ৯:৩-৫—প্রেরিত পৌলের বিয়ে করার অধিকার ছিল; কিন্তু, তিনি অবিবাহিত ছিলেন বলে আরও বেশি করে যিহোবার জন্য কাজ করতে পেরেছিলেন

অবিবাহিত খ্রিস্টানদের কি এমনটা চিন্তা করা উচিত যে, সুখী জীবন লাভ করার জন্য তাদের বিয়ে করতে হবে?

১করি ৭:৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • বিচার ১১:৩০-৪০—যিপ্তহের মেয়ে অবিবাহিত ছিলেন বলে তিনি তার বাকি জীবন আবাসে সেবা করতে পেরেছিলেন

    • প্রেরিত ২০:৩৫—যিশু বিয়ে করেননি; কিন্তু, তাঁর এই কথাগুলো দেখায় যে, তিনি অন্যদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন বলে সুখী ছিলেন

    • ১থিষল ১:২-৯; ২:১২—প্রেরিত পৌল অবিবাহিত ছিলেন; তিনি বলেছিলেন, প্রচার কাজ তার জন্য অনেক আনন্দের বিষয় ছিল, কারণ তিনি অনেক লোককে যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করেছেন

ঈশ্বরের সমস্ত দাসের মতো কেন অবিবাহিত খ্রিস্টানদেরও নৈতিক দিক দিয়ে শুচি থাকতে হবে?

১করি ৬:১৮; গালা ৫:১৯-২১; ইফি ৫:৩, ৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • হিতো ৭:৭-২৩—রাজা শলোমন বলেছিলেন, একজন চরিত্রহীন মহিলার প্রলোভনে পড়ে একজন যুবকের পরিণতি খারাপ হয়েছিল

    • পরম ৪:১২; ৮:৮-১০—একজন শূলেম্মীয়া মেয়ে বিশুদ্ধ আচরণ বজায় রেখেছিলেন বলে তার প্রশংসা করা হয়েছিল

একজন অবিবাহিত খ্রিস্টান কখন বিয়ে করার কথা চিন্তা করলে বুদ্ধিমানের কাজ হবে?