সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন করা

অধ্যয়ন করা

কেন একজন খ্রিস্টানকে নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে?

গীত ১:১-৩; হিতো ১৮:১৫; ১তীম ৪:৬; ২তীম ২:১৫

আরও দেখুন, প্রেরিত ১৭:১১

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গীত ১১৯:৯৭-১০১—গীতরচক বলেছিলেন, তিনি ঈশ্বরের ব্যবস্থা ভালোবাসেন; তিনি সেই ব্যবস্থা অনুযায়ী চলার মাধ্যমে জীবনে অনেক উপকার লাভ করেছিলেন

    • দানি ৯:১-৩—পবিত্র গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে ভাববাদী দানিয়েল বুঝতে পেরেছিলেন যে, ইজরায়েলের ৭০ বছরের বন্দিত্ব খুব শীঘ্রই শেষ হতে চলেছে

কেন আমাদের ক্রমাগত জ্ঞান লাভ করতে হবে?

ইব্রীয় ৬:১-৩; ২পিতর ৩:১৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • হিতো ৪:১৮—ঠিক যেমন ভোরের আলো ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকে, তেমনই যিহোবা ধীরে ধীরে সেই ব্যক্তিদের কাছে সত্য আরও স্পষ্ট করেন, যারা তাঁকে ভালোবাসে

    • মথি ২৪:৪৫-৪৭—যিশু বলেছিলেন, তিনি একজন ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে’ নিযুক্ত করবেন, যে-দাস শেষকালে তাঁর অনুসারীদের জন্য উপযুক্ত খাবার জোগাবেন, যাতে তারা যিহোবার সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে

বাইবেলের প্রজ্ঞা কেন মানুষের লেখা বইগুলোর প্রজ্ঞার চেয়ে আরও শ্রেষ্ঠ?

যিহোবা সেই ব্যক্তিদের কী দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, যারা মন দিয়ে বাইবেল অধ্যয়ন করে?

আমরা যদি বাইবেল অধ্যয়ন করে উপকার পেতে চাই, তা হলে আমাদের কীসের জন্য প্রার্থনা করতে হবে?

‘বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের’ মাধ্যমে যিহোবা আমাদের জন্য যে-খাবার জোগান, তা থেকে কেন আমাদের পুরোপুরিভাবে উপকার লাভ করা উচিত?

কেন আমাদের বাইবেল থেকে সঠিক জ্ঞান লাভ করা উচিত এবং এটিতে লেখা প্রতিটা কথার উপর খুব ভালোভাবে মনোযোগ দেওয়া উচিত?

প্রজ্ঞা এবং বোঝার ক্ষমতা লাভ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

পড়ার সময় কেন আমাদের ধীরে ধীরে পড়া উচিত এবং সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত?

বাইবেলের কথাগুলো আমরা আমাদের জীবনে কীভাবে কাজে লাগাব, সেটা নিয়ে কেন আমাদের চিন্তা করা উচিত?

আমরা যা শিখেছি, সেগুলো কীভাবে অন্যদের জানাতে পারি, সেটা নিয়ে কেন আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত?

আমরা যদি গুরুত্বপূর্ণ সত্যগুলো নিয়ে বার বার অধ্যয়ন করি, তা হলে কীভাবে আমরা উপকার লাভ করতে পারব?

২পিতর ১:১৩; ৩:১, ২

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • দ্বিতীয় ৬:৬, ৭; ১১:১৮-২০—যিহোবা তাঁর লোকদের আজ্ঞা দিয়েছিলেন, তারা যেন তাদের সন্তানদের হৃদয়ে তাঁর বাক্য গেঁথে দেয় এবং প্রতিটা সুযোগে তাঁর বাক্য সম্বন্ধে তাদের শিক্ষা দেয়

পরিবারগতভাবে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করলে কোন কোন উপকার লাভ করা যায়?

ইফি ৬:৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ১৮:১৭-১৯—যিহোবা চেয়েছিলেন যেন অব্রাহাম তার পরিবারের লোকদের ঈশ্বরের বাধ্য থাকার এবং যা সঠিক, তা করার জন্য শিক্ষা দেন

    • গীত ৭৮:৫-৭—ইজরায়েলে প্রত্যেক প্রজন্মকে তাদের সন্তানদের যিহোবা সম্বন্ধে শিক্ষা দিতে হত, যাতে পরের প্রজন্ম তাঁর উপর নির্ভর করতে পারে

মণ্ডলীর সভাগুলোতে একসঙ্গে অধ্যয়ন করার মাধ্যমে কীভাবে আমরা উপকার লাভ করি?