সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যুদ্ধ

যুদ্ধ

কীভাবে আমরা জানি যে, আমাদের সময়ে জায়গায় জায়গায় অনেক যুদ্ধ হবে?

মথি ২৪:৩, ৪, ৭, ৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • দানি ১১:৪০—ভাববাদী দানিয়েল ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, শেষকালে দুটো শক্তিশালী জাতি সবসময় একে অন্যের বিরুদ্ধে লড়াই করবে

    • প্রকা ৬:১-৪—প্রেরিত যোহন একটা দর্শনে আগুনের মতো লাল একটা ঘোড়া দেখেছিলেন, যেটা যুদ্ধকে বোঝায়; আর ঘোড়ার উপর যে বসে আছে, সে “পৃথিবী থেকে শান্তি কেড়ে” নেবে

মানুষের যুদ্ধগুলোকে যিহোবা কী করবেন?

গীত ৪৬:৮, ৯; যিশা ৯:৬, ৭; মীখা ৪:৩

কেন আমরা যুদ্ধে অংশ নিই না?

যিশা ২:২, 

আরও দেখুন, “সরকার—খ্রিস্টানেরা নিরপেক্ষ থাকে

যিহোবা ও যিশু কোন ধরনের যুদ্ধ করবেন?

সত্য খ্রিস্টানেরা একমাত্র কোন ধরনের যুদ্ধে অংশ নিয়ে থাকে?

মণ্ডলীতে কীভাবে আমরা যুদ্ধ করার মতো মনোভাব এড়িয়ে চলতে পারি, যেমন ঝগড়াঝাঁটি করা অথবা প্রতিশোধ নেওয়া?