সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

উপাসনা

উপাসনা

একমাত্র কাকে আমাদের উপাসনা করতে হবে?

যাত্রা ৩৪:১৪; দ্বিতীয় ৫:৮-১০; যিশা ৪২:৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ৪:৮-১০—শয়তান বলেছিল যে, যিশু যদি এক বার তাকে উপাসনা করেন, তা হলে সে এই জগতের সমস্ত রাজ্য তাঁকে দিয়ে দেবে; যিশু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি কেবল যিহোবারই উপাসনা করতে চেয়েছিলেন

    • প্রকা ১৯:৯, ১০—একজন শক্তিশালী স্বর্গদূত প্রেরিত যোহনের কাছ থেকে উপাসনা গ্রহণ করেননি

যিহোবা আমাদের কাছ থেকে কেমন উপাসনা চান?

যোহন ৪:২৪; যাকোব ১:২৬, ২৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যিশা ১:১০-১৭—যিহোবা সেই ব্যক্তিদের উপাসনা গ্রহণ করেন না, যারা আন্তরিকভাবে তাঁর উপাসনা করে না এবং তাঁর বাধ্য হয় না

    • মথি ১৫:১-১১—যিশুর কথাগুলো দেখায়, যিহোবা চান না যে, আমরা মানুষের রীতিনীতি অনুযায়ী তাঁকে উপাসনা করি; বরং, আমরা যেন ঈশ্বরের আইন অনুযায়ী তাঁকে উপাসনা করি

কাদের সঙ্গে আমাদের উপাসনা করা উচিত?

ইব্রীয় ১০:২৪, ২৫

আরও দেখুন, গীত ১৩৩:১-৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ২:৪০-৪২—প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা একসঙ্গে মিলিত হয়ে প্রার্থনা করত, একসঙ্গে সময় কাটাত এবং ঈশ্বরের বাক্য নিয়ে অধ্যয়ন করত

    • ১করি ১৪:২৬-৪০—সবাই যেন সভাগুলো থেকে শিক্ষা লাভ করতে এবং সেখানে যে-শিক্ষা দেওয়া হয়, তা বুঝতে পারে, তাই প্রেরিত পৌল নির্দেশনা দিয়েছিলেন, মণ্ডলীর সভাগুলো যেন সুশৃঙ্খলভাবে হয় আর সবাই সেখান থেকে উৎসাহ পায়

আমরা যদি চাই, যিহোবা আমাদের উপাসনা গ্রহণ করুক, তা হলে আমাদের কী করতে হবে?

মথি ৭:২১-২৪; ১যোহন ২:১৭; ৫:৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ইব্রীয় ১১:৬—আমরা যদি চাই, যিহোবা আমাদের উপাসনা গ্রহণ করুক, তা হলে আমাদের বিশ্বাস থাকতে হবে

    • যাকোব ২:১৪-১৭, ২৪-২৬—যিশুর সৎভাই যাকোব বলেছিলেন, বিশ্বাসের সঙ্গে কাজ জড়িত; আমাদের কাজের মাধ্যমে বিশ্বাস দেখাতে হবে