গান ১৫৪
অনন্ত প্রেম
১. দে-খো তা-কি-য়ে,
চা-রি-দি-কে তো-মার—
উ-ষ্ণ প্রে-ম-ময় মুখ স-বার।
ভাই-বোন-দের পে-য়ে
আম-রা ত্যাগ ক-রে-ছি
জ-গ-তের নি-ষ্ঠুর অ-ন্ধ-কার।
(কোরাস-এর আগের লাইন)
যাই ঘ-টুক না কে-ন,
প্রেম থাক-বে সব-স-ময়।
(কোরাস)
প্রেম, যি-হো-বার প্রেম
হয় না শেষ ক-খ-নো,
তাঁ-রই ম-তো।
প্রেম, অ-ন-ন্ত প্রেম
এ-কে অ-ন্যের জ-ন্য,
এই প্রেম র-য়ে-ছে আজ,
কর-বে চি-র বি-রাজ:
অ-ন-ন্ত প্রেম।
২. প্র-তি-কূল স্রো-তে
ক্লা-ন্ত হ-য়ে প-ড়ে
য-খন বোধ হয় আর পার-ব না,
ত-খন ভাই-বোন-দের
প্রেম থে-কেই দেখ-তে পাই
ঈ-শ্ব-রের কো-মল সা-ন্ত্ব-না।
(কোরাস-এর আগের লাইন)
যা-ই ঘ-টুক না কে-ন
প্রেম থাক-বে সব-স-ময়।
(কোরাস)
প্রেম, যি-হো-বার প্রেম
হয় না শেষ ক-খ-নো
তাঁ-রই ম-তো।
প্রেম, অ-ন-ন্ত প্রেম
এ-কে অ-ন্যের জ-ন্য,
এই প্রেম র-য়ে-ছে আজ,
কর-বে চি-র বি-রাজ:
(কোরাস)
প্রেম, যি-হো-বার প্রেম
হয় না শেষ ক-খ-নো।
তাঁ-রই ম-তো।
প্রেম, অ-ন-ন্ত প্রেম
এ-কে অ-ন্যের জ-ন্য,
এই প্রেম র-য়ে-ছে আজ,
কর-বে চি-র বি-রাজ:
অ-ন-ন্ত প্রেম
অ-ন-ন্ত প্রেম
অ-ন-ন্ত প্রেম।