সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

প্রিয় ভাই ও বোনেরা:

আমরা ঈশ্বরকে ও লোকদের ভালোবাসি। তাই, আমরা এই আদেশ অনুযায়ী কাজ করি, “যাও, তোমরা সমস্ত জাতির লোকদের শিষ্য করো এবং . . . তাদের বাপ্তিস্ম দাও।” (মথি ২৮:​১৯, ২০; মার্ক ১২:​২৮-৩১) আমরা যখন লোকদের প্রতি নিঃস্বার্থ প্রেম দেখাই, তখন সেই লোকেরা উৎসাহিত হয়, যাদের “অনন্তজীবন লাভ করার জন্য সঠিক মনোভাব” রয়েছে।​—⁠প্রেরিত ১৩:⁠৪৮.

আগে আমরা উপস্থাপনা মুখস্থ করতাম এবং লোকদের প্রকাশনা দিয়ে আসতাম। তবে, এখন আমাদের কথা বলার দক্ষতা বাড়াতে হবে। আমরা যে লোকদের ভালোবাসি, তা দেখানোর জন্য আমাদের এমন বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, যেগুলোর প্রতি তাদের আগ্রহ রয়েছে। প্রত্যেকের চিন্তা আলাদা এবং একেক জন একেকটা বিষয়ে আগ্রহী। তাদের সঙ্গে কথা বলার সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী কথা বলতে হবে। এই বিষয়ে এই ব্রোশার কীভাবে আমাদের সাহায্য করবে?

এই ব্রোশারে ১২টা পাঠ রয়েছে। আর এই পাঠগুলোতে সেইসমস্ত গুণ নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো লোকদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য এবং তাদের শিষ্য করার জন্য আমাদের গড়ে তুলতে হবে। প্রতিটা পাঠে বাইবেলের একটা ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে, যিশু অথবা প্রথম শতাব্দীর কোনো খ্রিস্টান প্রচার করার সময় কীভাবে একটা গুণ দেখিয়েছিল। এই ব্রোশারের লক্ষ্য হল, লোকদের প্রতি আমাদের ভালোবাসা দেখানোর বিভিন্ন উপায় খুঁজে বের করা, উপস্থাপনা মুখস্থ করা নয়। এটা ঠিক, বিভিন্ন উপায়ে প্রচার করার সময় আমাদের প্রতিটা গুণ দেখানো প্রয়োজন। তবে আমরা লক্ষ করব, কথাবার্তা শুরু করার জন্য, পুনর্সাক্ষাৎ করার সময় অথবা বাইবেল অধ্যয়ন করানোর সময় কীভাবে বিশেষ করে আমাদের নির্দিষ্ট কোনো গুণ দেখানো প্রয়োজন।

প্রতিটা পাঠ পড়ার সময় ভালোভাবে চিন্তা করুন, আপনার এলাকার লোকদের সঙ্গে কথা বলার সময় আপনি কীভাবে সেই গুণ দেখাতে পারেন। যিহোবা ও লোকদের প্রতি আপনার ভালোবাসা আরও বাড়ানোর চেষ্টা করুন। লোকদের শিক্ষা দেওয়ার জন্য অন্য সমস্ত পদ্ধতির চেয়ে এই ভালোবাসা আরও বেশি কার্যকরী। এই ভালোবাসার কারণে আমরা লোকদের ভালোভাবে শিক্ষা দিতে পারব আর তারা যিশুর শিষ্য হতে পারবে।

আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পেরে অনেক আনন্দিত। (সফ. ৩:⁠৯) আমরা চাই যেন যিহোবা আপনাদের প্রচুর আশীর্বাদ করেন এবং আপনারা যেন লোকদের প্রতি ভালোবাসা দেখিয়ে চলতে এবং তাদের শিষ্য করার চেষ্টা চালিয়ে যেতে পারেন!

আপনাদের ভাইয়েরা,

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী