সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কথাবার্তা শুরু করার জন্য

পাঠ ১

অন্যদের বিষয়ে চিন্তা করুন

অন্যদের বিষয়ে চিন্তা করুন

নীতি: “কেবল নিজেদের বিষয়ে চিন্তা কোরো না, কিন্তু অন্যের প্রতিও চিন্তা দেখাও।”—ফিলি. ২:৪.

যিশু কী করেছিলেন?

১. ভিডিওটা দেখুন অথবা যোহন ৪:৬-৯ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:

  1.   ক. সেই মহিলার সঙ্গে কথা শুরু করার আগে যিশু কী লক্ষ করেছিলেন?

  2.  খ. যিশু বলেছিলেন: “আমাকে একটু জল খেতে দাও।” কেন বলা যেতে পারে, কথা শুরু করার জন্য এটা খুব ভালো একটা উপায় ছিল?

যিশুর কাছ থেকে আমরা কী শিখতে পারি?

২. আমরা যদি এমন বিষয় নিয়ে কথা শুরু করি, যে-বিষয়ের প্রতি সেই ব্যক্তির আগ্রহ রয়েছে, তা হলে আমাদের আলোচনা ভালো হতে পারে।

আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

৩. বিষয়বস্তু পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকুন। এইরকম মনে করবেন না যে, আপনি যে-বিষয় নিয়ে কথা বলবেন বলে ঠিক করেছেন, আপনাকে ঠিক সেটাই বলতে হবে। বরং, এমন বিষয় নিয়ে কথা বলুন, যা নিয়ে অন্যেরা চিন্তা করছে। নিজেকে জিজ্ঞেস করুন:

  1.   ক. ‘খবরে কী নিয়ে আলোচনা করা হচ্ছে?’

  2.  খ. ‘আমার প্রতিবেশীরা, কাজের জায়গার লোকেরা অথবা স্কুলের ছাত্র-ছাত্রীরা কী নিয়ে কথা বলছে?’

৪. ভালো করে লক্ষ করুন। নিজেকে জিজ্ঞেস করুন:

  1.   ক. ‘সেই ব্যক্তি এখন কী করছেন? তিনি হয়তো কোন বিষয় নিয়ে চিন্তা করছেন?’

  2.  খ. ‘সেই ব্যক্তির কাপড়চোপড়, সাজগোজ অথবা বাড়ি দেখে কী বোঝা যায়? তার ধর্ম কী কিংবা তিনি কোন সংস্কৃতি থেকে এসেছেন?’

  3.  গ. ‘এখন কি তার সঙ্গে কথা বলা ঠিক হবে?’

৫. মনোযোগ দিয়ে শুনুন।

  1.   ক. নিজেই বেশি কথা বলবেন না।

  2.  খ. সেই ব্যক্তিকে তার চিন্তাভাবনা প্রকাশ করার সুযোগ দিন। যদি উপযুক্ত বলে মনে হয়, তা হলে প্রশ্ন জিজ্ঞেস করুন।