সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কথাবার্তা শুরু করার জন্য

পাঠ ৩

সদয়ভাবে কথা বলুন

সদয়ভাবে কথা বলুন

নীতি: “প্রেম . . . দয়া দেখায়।”—১ করি. ১৩:৪.

যিশু কী করেছিলেন?

১. ভিডিওটা দেখুন অথবা যোহন ৯:১-৭ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:

  1.   ক. যিশু প্রথমে কী করেছিলেন—সেই অন্ধ ব্যক্তিকে সুসমাচার জানিয়েছিলেন, না কি তাকে সুস্থ করেছিলেন?—যোহন ৯:৩৫-৩৮ পদ দেখুন।

  2.  খ. আপনার কী মনে হয়, কেন সেই ব্যক্তি যিশুর কথা শুনতে চেয়েছিলেন?

যিশুর কাছ থেকে আমরা কী শিখতে পারি?

২. একজন ব্যক্তি যদি বুঝতে পারেন যে, আমরা তার জন্য চিন্তা করি, তা হলে তিনি হয়তো আমাদের কথা শুনতে চাইবেন।

আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

৩. সেই ব্যক্তির অনুভূতি বোঝার চেষ্টা করুন। কল্পনা করুন, তার জায়গায় থাকলে আপনি কী করতেন?

  1.   ক. নিজেকে জিজ্ঞেস করুন: ‘তিনি কোন বিষয়ে চিন্তিত আছেন? কী বললে তিনি সান্ত্বনা পাবেন এবং তার ভালো লাগবে?’ আমরা যদি এইরকম প্রশ্ন নিয়ে চিন্তা করি, তা হলে আমরা সত্যিই তার প্রতি দয়া দেখাতে পারব।

  2.  খ. সেই ব্যক্তি যখন বলেন, তিনি কী নিয়ে চিন্তিত অথবা তিনি কোন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তখন মনোযোগ দিয়ে তার কথা শুনুন। তিনি যে-বিষয় নিয়ে কথা বলছেন, তা পরিবর্তন করার চেষ্টা করবেন না। এতে তিনি বুঝতে পারবেন, আপনি সত্যিই তার কথা চিন্তা করছেন।

৪. সদয়ভাবে এবং সম্মান দেখিয়ে কথা বলুন। আপনি যেভাবে কথা বলবেন, সেটা থেকে বোঝা যাবে, আপনি তার কথা চিন্তা করছেন এবং তাকে সত্যিই সাহায্য করতে চাইছেন। আপনি কী বলবেন এবং কীভাবে বলবেন, সেই বিষয়ে সতর্ক থাকুন। এমন কিছু বলবেন না, যা শুনে তার খারাপ লাগতে পারে।

৫. সাহায্য করুন। সেই ব্যক্তিকে আপনি কীভাবে সাহায্য করতে পারেন, তা বোঝার চেষ্টা করুন। তিনি যখন দেখবেন যে, আপনি তাকে সাহায্য করছেন, তখন তার সঙ্গে আলোচনা শুরু করার পথ খুলে যেতে পারে।