সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কথাবার্তা শুরু করার জন্য

পাঠ ৪

নম্রতা সহকারে কথা বলুন

নম্রতা সহকারে কথা বলুন

নীতি: “নম্রতা সহকারে অন্যকে নিজেদের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করো।”—ফিলি. ২:৩.

পৌল কী করেছিলেন?

১. ভিডিওটা দেখুন অথবা প্রেরিত ২৬:২, ৩ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:

  1.   ক. রাজা আগ্রিপ্পের সঙ্গে কথা বলার সময় কীভাবে পৌল নম্রতা দেখিয়েছিলেন?

  2.  খ. কীভাবে পৌল নিজের প্রতি নয় বরং যিহোবা ও শাস্ত্রের প্রতি মনোযোগ আকর্ষণ করিয়েছিলেন?—প্রেরিত ২৬:২২ পদ দেখুন।

পৌলের কাছ থেকে আমরা কী শিখতে পারি?

২. আমরা যখন নম্রতা সহকারে এবং সম্মান দেখিয়ে কথা বলি, তখন লোকেরা আরও বেশি আগ্রহ নিয়ে আমাদের কথা শুনে থাকে।

আমরা কীভাবে পৌলকে অনুকরণ করতে পারি?

৩. অন্যদের ছোটো করে কথা বলবেন না। সেই ব্যক্তির সঙ্গে এমনভাবে কথা বলবেন না, যেটা শুনে মনে হয় যে, আপনিই সমস্ত কিছু জানেন আর তিনি কিছুই জানেন না। বরং, তার প্রতি সম্মান দেখিয়ে কথা বলুন।

৪. এটা স্পষ্টভাবে বুঝতে সাহায্য করুন যে, আপনি বাইবেল থেকে শিক্ষা দিচ্ছেন। বাইবেলের সত্য লোকদের হৃদয় স্পর্শ করে থাকে। তাই, বাইবেল থেকে কোনো বিষয় তুলে ধরুন। এর ফলে, বাইবেলের প্রতি অন্যদের বিশ্বাস বাড়বে।

৫. শান্তভাবে কথা বলুন। লোকদের জোর করে বোঝানোর চেষ্টা করবেন না যে, আপনি যা বলছেন, সেটাই সঠিক। আমরা তর্ক করতে চাই না। এর পরিবর্তে, আমাদের শান্ত থাকতে হবে এবং কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসতে হবে। (হিতো. ১৭:১৪; তীত ৩:২) আপনি যদি শান্তভাবে কথা বলেন, তা হলে সেই ব্যক্তি হয়তো অন্য কোনো সময়ে আমাদের কথা শুনতে চাইবেন।