সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পুনর্সাক্ষাৎ করার সময়

পাঠ ৮

ধৈর্য হারাবেন না

ধৈর্য হারাবেন না

নীতি: “প্রেম ধৈর্য ধরে।”—১ করি. ১৩:৪.

যিশু কী করেছিলেন?

১. ভিডিওটা দেখুন অথবা যোহন ৭:৩-৫ এবং ১ করিন্থীয় ১৫:৩, ৪, পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:

  1.   ক. যিশুর ভাইয়েরা শুরুতে তাঁর বার্তার প্রতি কেমন মনোভাব দেখিয়েছিল?

  2.  খ. কী দেখায় যে, যিশু তাঁর ভাই যাকোবকে সাহায্য করার ব্যাপারে হাল ছেড়ে দেননি?

যিশুর কাছ থেকে আমরা কী শিখতে পারি?

২. আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ কারো কারো জন্য সুসমাচার গ্রহণ করতে সময় লাগে।

আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

৩. ভিন্ন পদ্ধতি কাজে লাগানোর চেষ্টা করুন। কোনো ব্যক্তি যদি সঙ্গেসঙ্গেই বাইবেল অধ্যয়ন করতে রাজি না হন, তা হলে তাকে জোর করবেন না। যদি উপযুক্ত বলে মনে হয়, তা হলে ভিডিও দেখিয়ে অথবা প্রবন্ধ থেকে কোনো বিষয়বস্তু তুলে ধরে তাকে এটা বুঝতে সাহায্য করুন, বাইবেল অধ্যয়নে কী হয় এবং কীভাবে তিনি তা থেকে উপকার লাভ করতে পারেন।

৪. তুলনা করবেন না। প্রত্যেক ব্যক্তি আলাদা। হতে পারে পরিবারের কোনো সদস্য অথবা কোনো ব্যক্তি বাইবেল অধ্যয়ন শুরু করতে চাইছেন না অথবা বাইবেলের কোনো শিক্ষা মেনে নিতে পারছেন না। সেইসময় বোঝার চেষ্টা করুন, এর কারণ কী হতে পারে। তিনি কি তার ধর্মের নির্দিষ্ট কোনো শিক্ষাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন? কিংবা তার আত্মীয়স্বজন অথবা প্রতিবেশীরা কি তাকে বাধা দিচ্ছে? বাইবেলের সত্য বোঝার জন্য এবং সেটাকে মূল্যবান হিসেবে দেখার জন্য তার সময় লাগতে পারে। তাই, ধৈর্য হারাবেন না।

৫. আগ্রহী ব্যক্তির জন্য প্রার্থনা করুন। যিহোবার কাছে সাহায্য চান, যেন আপনি আশা হারিয়ে না ফেলেন আর সেই ব্যক্তির সঙ্গে কৌশলতা সহকারে কথা চালিয়ে যেতে পারেন। তিনি যদি কোনো আগ্রহ না দেখান, তা হলে যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন, যাতে তিনি আপনাকে বুঝতে সাহায্য করেন যে, কখন তার কাছে যাওয়া বন্ধ করা উচিত।—১ করি. ৯:২৬.