সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পুনর্সাক্ষাৎ করার সময়

পাঠ ৯

সহানুভূতি দেখান

সহানুভূতি দেখান

নীতি: “যারা আনন্দ করে, তাদের সঙ্গে আনন্দ করো; যারা কাঁদে, তাদের সঙ্গে কাঁদো।”—রোমীয় ১২:১৫.

যিশু কী করেছিলেন?

১. ভিডিওটা দেখুন অথবা মার্ক ৬:৩০-৩৪ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:

  1.   ক. কেন যিশু এবং তাঁর প্রেরিতেরা “একটা নির্জন স্থানে” যেতে চেয়েছিলেন?

  2.  খ. কেন যিশু লোকদের শিক্ষা দিয়েছিলেন?

যিশুর কাছ থেকে আমরা কী শিখতে পারি?

২. আমরা লোকদের কাছে সুসমাচার প্রচার করি, কারণ আমরা তাদের জন্য সত্যিই চিন্তা করি।

আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

৩. মন দিয়ে শুনুন। সেই ব্যক্তিকে মন খুলে কথা বলার সুযোগ দিন। কথা বলার সময় তাকে বাধা দেবেন না। তিনি যখন তার অনুভূতি, তার চিন্তা অথবা তার মতামত প্রকাশ করেন, তখন সেই বিষয়গুলোকে উপেক্ষা করবেন না। আপনি যদি মন দিয়ে তার কথা শোনেন, তা হলে তিনি বুঝতে পারবেন, আপনি তার জন্য চিন্তা করেন।

৪. আগ্রহী ব্যক্তি সম্বন্ধে চিন্তা করুন। তার সঙ্গে যে-কথাবার্তা হয়েছে, সেটা মাথায় রেখে নিজেকে জিজ্ঞেস করুন:

  1.   ক. ‘কেন তার সত্য জানা প্রয়োজন?’

  2.  খ. ‘বাইবেল অধ্যয়ন করার ফলে কীভাবে তার জীবন এখন ও সেইসঙ্গে ভবিষ্যতে আরও ভালো হবে?’

৫. এমন বিষয় নিয়ে কথা বলুন, যেটা তাকে সাহায্য করবে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে দেখান যে, বাইবেল অধ্যয়নের মাধ্যমে কীভাবে তিনি তার প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন এবং প্রয়োজনীয় সাহায্য লাভ করবেন।