সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

শিষ্য করার সময়

পাঠ ১১

সহজ উপায়ে শিক্ষা দিন

সহজ উপায়ে শিক্ষা দিন

নীতি: “এমনভাবে কথা . . . বল, যা সহজে বোঝা যায়।”—১ করি. ১৪:৯.

যিশু কী করেছিলেন?

১. ভিডিওটা দেখুন অথবা মথি ৬:২৫-২৭ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:

  1.   ক. যিহোবা যে আমাদের জন্য চিন্তা করেন, সেই বিষয়ে যিশু কীভাবে শিক্ষা দিয়েছিলেন?

  2.  খ. যদিও যিশু পাখি সম্বন্ধে অনেক কিছু জানতেন, তবে তিনি পাখির কোন সাধারণ বিষয় তুলে ধরেছিলেন? কেন আমরা বলতে পারি, এটা শিক্ষা দেওয়ার একটা ভালো উপায় ছিল?

যিশুর কাছ থেকে আমরা কী শিখতে পারি?

২. আমরা যখন সহজ উপায়ে শিক্ষা দেব, তখন সেই শিক্ষা লোকদের হৃদয়ের গভীরে ঢুকবে আর তারা তা মনে রাখতে পারবে।

আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

৩. খুব বেশি কথা বলবেন না। হতে পারে কোনো একটা বিষয়ে আপনি অনেক কিছু জানেন। সেগুলোর সবই বলার পরিবর্তে আপনি যে-প্রকাশনা দিয়ে অধ্যয়ন করাচ্ছেন, সেখানে দেওয়া বিষয়বস্তু তুলে ধরুন। প্রশ্ন করার পর, আপনার ছাত্রের উত্তরের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। তিনি যদি উত্তর দিতে না পারেন অথবা এমন কিছু বলেন, যেটার সঙ্গে বাইবেলের কোনো মিল নেই, তা হলে তাকে যুক্তি করার জন্য অতিরিক্ত কিছু প্রশ্ন করুন। একবার যদি আপনার ছাত্র মূল বিষয়টা বুঝে যান, তা হলে পরের বিষয়ে চলে যান।

৪. ছাত্র ইতিমধ্যে যা জানেন, তা ব্যবহার করে নতুন বিষয়গুলো বুঝতে সাহায্য করুন। যেমন, পুনরুত্থানের বিষয়ে শিক্ষা দেওয়ার আগে আপনি হয়তো এই বিষয়ে তার সঙ্গে সংক্ষেপে আলোচনা করতে পারেন যে, মৃতদের অবস্থা সম্বন্ধে তিনি ইতিমধ্যে কী শিখেছেন।

৫. ভালোভাবে চিন্তা করে উদাহরণ ব্যবহার করুন। কোনো উদাহরণ তুলে ধরার আগে নিজেকে জিজ্ঞেস করুন:

  1.   ক. ‘উদাহরণটা কি সহজে বোঝা যাবে?’

  2.  খ. ‘আমার ছাত্র কি সঙ্গেসঙ্গেই তা বুঝতে পারবেন?’

  3.  গ. ‘এই উদাহরণ ব্যবহার করলে আমার ছাত্র কি মূল বিষয়টা মনে রাখতে পারবেন, না কি শুধু উদাহরণই মনে রাখবেন?’