সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘সদাপ্রভু আমার পরিত্রাণ হইলেন’

‘সদাপ্রভু আমার পরিত্রাণ হইলেন’

“মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে”

‘সদাপ্রভু আমার পরিত্রাণ হইলেন’

 যিহোবার লোকেরা একটা বাছাইয়ের মুখোমুখি হয়েছিল। তারা কি প্রাচীন মিশরের দুষ্ট শাসকের কথা মেনে চলবে? নাকি তারা যিহোবার বাধ্য হবে, দাসত্বের সেই স্থান ত্যাগ করবে এবং প্রতিজ্ঞাত দেশ অধিকার করবে?

যেহেতু মিশরের উদ্ধত ফরৌণ যিহোবার লোকেদের মুক্ত করে দিতে রাজি হননি, তাই ঈশ্বর সেই দেশের ওপর দশটা আঘাত নিয়ে এসেছিলেন। এটা তাঁর ক্ষমতার কী এক প্রকাশই না ছিল! সেই আঘাতগুলোকে ঠেকানোর জন্য মিশরের দেবদেবীরা কিছুই করতে পারেনি।

ফরৌণকে যখন ঈশ্বরের লোকেদের ছেড়ে দিতে বলা হয়েছিল, তখন তিনি তাচ্ছিল্যের সঙ্গে বলেছিলেন: “সদাপ্রভু কে, যে আমি তাহার কথা শুনিয়া ইস্রায়েলকে ছাড়িয়া দিব? আমি সদাপ্রভুকে জানি না, ইস্রায়েলকেও ছাড়িয়া দিব না।” (যাত্রাপুস্তক ৫:২) এর ফলে, মিশরের ওপর এই আঘাতগুলো এসেছিল: (১) জল রক্তে পরিণত হয়ে গিয়েছিল, (২) ভেক, (৩) পিশু, (৪) দংশকের ঝাঁক, (৫) পশুপালের ওপর মহামারী, (৬) মানুষ ও পশুর গায়ে স্ফোটক, (৭) শিলাবৃষ্টি, (৮) পঙ্গপাল, (৯) অন্ধকার এবং (১০) ফরৌণের পুত্রসহ মিশরের প্রথমজাতকের মৃত্যু। অবশেষে, ফরৌণ ইব্রীয়দের যেতে দিয়েছিলেন। তিনি এমনকি তাদেরকে যাওয়ার জন্য তাড়া দিয়েছিলেন।—যাত্রাপুস্তক ১২:৩১, ৩২.

প্রায় ত্রিশ লক্ষ লোক—ইস্রায়েলীয় নারী, পুরুষ এবং ছেলেমেয়ে ও সেইসঙ্গে মিশ্রিত লোকেদের মহাজনতা—দ্রুত যাত্রা শুরু করেছিল। (যাত্রাপুস্তক ১২:৩৭, ৩৮) কিন্তু, শীঘ্রই ফরৌণ তার দুর্দান্ত সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করেছিলেন। ইস্রায়েলীয়রা লোহিত সাগর (সূফ সাগর), নির্দয় মরুভূমি এবং ফরৌণের সৈন্যবাহিনীর মাঝখানে আটকা পড়ে গিয়েছিল বলে মনে হয়েছিল। তা সত্ত্বেও, মোশি লোকেদের বলেছিলেন: “ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন, তাহা দেখ।”—যাত্রাপুস্তক ১৪:৮-১৪.

যিহোবা অলৌকিকভাবে লোহিত সাগরের জল দুভাগ করে দিয়েছিলেন, যাতে ইস্রায়েলীয়রা পালিয়ে যেতে পারে। কিন্তু, মিশরীয়রা যখন তাদের পিছন পিছন এসেছিল, তখন ঈশ্বর পুনরায় সেই জল স্বস্থানে নিয়ে এসেছিলেন। “[সদাপ্রভু] ফরৌণের রথসমূহ ও সৈন্যদলকে সমুদ্রে নিক্ষেপ করিলেন।” (যাত্রাপুস্তক ১৪:২৬-২৮; ১৫:৪) যিহোবাকে সম্মান করতে প্রত্যাখ্যান করায় অহংকারী ফরৌণকে মারাত্মক পরিণতি ভোগ করতে হয়েছিল।

লোহিত সাগরে যিহোবা “যুদ্ধবীর” বলে প্রমাণিত হয়েছিলেন। (যাত্রাপুস্তক ১৫:৩) অনুপ্রাণিত বিবরণ বলে, “আর ইস্রায়েল মিস্রীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কর্ম্ম দেখিল; তাহাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করিল, এবং সদাপ্রভুতে ও তাঁহার দাস মোশিতে বিশ্বাস করিল।” (যাত্রাপুস্তক ১৪:৩১; গীতসংহিতা ১৩৬:১০-১৫) লোকেরা যখন মোশির সঙ্গে বিজয় সংগীতে যোগ দিয়েছিল এবং তার বোন মরিয়ম অন্যান্য মহিলাদের নাচতে পরিচালিত করেছিলেন, তখন তারা তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। *

এখনও যিহোবা একজন উদ্ধারকর্তা

যিহোবার আধুনিক দিনের দাসেরা ঐশিক উদ্ধারের এই উল্লেখযোগ্য কাজ থেকে তাদের বিশ্বাসকে শক্তিশালী করার মতো শিক্ষাগুলো পেতে পারে। একটা শিক্ষা হল, যিহোবার অসীম বল বা ক্ষমতা রয়েছে এবং তিনি তাঁর লোকেদের সম্পূর্ণভাবে সমর্থন জোগাতে পারেন। বিজয় সংগীত গাওয়ার সময় মোশি এবং ইস্রায়েলীয়রা উল্লাসে গেয়েছিল: “হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত বলে গৌরবান্বিত; হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত শত্রু চূর্ণকারী।”—যাত্রাপুস্তক ১৫:৬.

আরেকটা শিক্ষা হল, সর্বশক্তিমান তাঁর লোকেদের সুরক্ষা করার জন্য গভীরভাবে আকাঙ্ক্ষী। ইস্রায়েলীয়রা গেয়েছিল: “সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন।” এ ছাড়া, আরও একটা শিক্ষা হল, যিহোবা ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা করে কেউই সফল হতে পারে না। তাদের বিজয় সংগীতের সময়ে, ঈশ্বরের উদ্ধারপ্রাপ্ত লোকেরা গেয়েছিল: “হে সদাপ্রভু, দেবগণের মধ্যে কে তোমার তুল্য? কে তোমার ন্যায় পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় ভয়ার্হ, আশ্চর্য্য ক্রিয়াকারী?”—যাত্রাপুস্তক ১৫:২, ১১.

প্রাচীন মিশরের ফরৌণের মতো, আজকের জগতের নেতারা যিহোবার লোকেদের তাড়না করে। উদ্ধত নেতারা হয়তো ‘পরাৎপরের বিপরীতে কথা কহিতে, পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিতে’ পারে। (দানিয়েল ৭:২৫; ১১:৩৬) কিন্তু, যিহোবা তাঁর লোকেদের নিশ্চয়তা দিয়েছেন: “যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না; যে কোন জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার।”—যিশাইয় ৫৪:১৭.

ঈশ্বরের বিরোধীরা ব্যর্থ হবে, ঠিক যেমন ফরৌণ এবং তার সৈন্যবাহিনী হয়েছিল। যিহোবার উদ্ধার করার কাজগুলো যেমন মিশর থেকে যাত্রা, প্রমাণ দেয় যে যিশুর প্রেরিতদের দ্বারা ঘোষিত এই নীতি অনুসরণ করা সঠিক কাজ: “মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে।”—প্রেরিত ৫:২৯.

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের ২০০৬ সালের ক্যালেন্ডার (ইংরেজি), জানুয়ারি/ফেব্রুয়ারি দেখুন।

[৯ পৃষ্ঠার বাক্স/চিত্র]

আপনি কি জানতেন?

যিহোবা সারারাত প্রবল বায়ু বইয়েছিলেন, যাতে ইস্রায়েলীয়রা শুষ্ক ভূমির মধ্যে দিয়ে লোহিত সাগর পার হতে পারে।—যাত্রাপুস্তক ১৪:২১, ২২.

লক্ষ লক্ষ ইস্রায়েলীয়ের অল্প সময়ের মধ্যে লোহিত সাগর পার হওয়ার জন্য দেড় কিলোমিটার অথবা তারও বেশি প্রস্থের একটা প্রণালীর প্রয়োজন হয়েছিল।

[৯ পৃষ্ঠার চিত্রগুলো]

মিশরের মিথ্যা দেবদেবীরা যিহোবার কাছ থেকে আসা দশটা আঘাত ঠেকাতে অসমর্থ হয়েছিল

[সৌজন্যে]

তিনটে প্রস্তরমূর্তিই: Photograph taken by courtesy of the British Museum