সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যে-গঠনমূলক বিনোদন সতেজ করে

যে-গঠনমূলক বিনোদন সতেজ করে

যে-গঠনমূলক বিনোদন সতেজ করে

“তোমরা ভোজন, কি পান, কি যাহা কিছু কর, সকলই ঈশ্বরের গৌরবার্থে কর।”—১ করিন্থীয় ১০:৩১.

১, ২. কেন আনন্দদায়ক কার্যকলাপকে “ঈশ্বরের দান” হিসেবে দেখা যেতে পারে কিন্তু বাইবেল কোন স্পষ্ট সতর্কবাণী দেয়?

 আনন্দ নিয়ে আসে এমন কার্যকলাপে রত হতে চাওয়া খুবই স্বাভাবিক। আমাদের সুখী ঈশ্বর যিহোবা চান যেন আমরা জীবন উপভোগ করি আর তা সম্ভবপর করার জন্য তিনি প্রচুর ব্যবস্থা জুগিয়েছেন। (১ তীমথিয় ১:১১, NW; ৬:১৭) জ্ঞানী রাজা শলোমন লিখেছিলেন: ‘আমি জানি, আনন্দ করণ ব্যতীত আর মঙ্গল হয় না। আর প্রত্যেক মনুষ্য যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করে, ইহাও ঈশ্বরের দান।’—উপদেশক ৩:১২, ১৩.

কোনো ব্যক্তি যখন একটু সময় নিয়ে তার সম্পাদিত উত্তম কাজের বিষয়ে চিন্তা করেন, তখন সেই কাজ থেকে পাওয়া আনন্দ সত্যিই সতেজতাদায়ক হয়, বিশেষ করে যখন তা পরিবার বা বন্ধুবান্ধবদের মনোরম মেলামেশায় করা হয়ে থাকে। এই আনন্দকে উপযুক্তভাবেই “ঈশ্বরের দান” হিসেবে দেখা যেতে পারে। অবশ্য, সৃষ্টিকর্তা যে প্রচুররূপে জুগিয়েছেন, তার মানে এই নয় যে আমাদের অসংযত আনন্দফূর্তি করার অনুমতি রয়েছে। বাইবেল মাতাল হওয়া, পেটুকতা এবং অনৈতিকতাকে নিন্দা করে এবং এই সতর্কবাণী দেয় যে, যারা এই ধরনের বিষয় করে চলে, তারা “ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না।”—১ করিন্থীয় ৬:৯, ১০; হিতোপদেশ ২৩:২০, ২১; ১ পিতর ৪:১-৪.

৩. কী আমাদেরকে আধ্যাত্মিকভাবে জেগে থাকতে এবং যিহোবার মহাদিনের কথা মনে রাখতে সাহায্য করবে?

এই সংকটপূর্ণ শেষকালে, যা আগে কখনো হয়নি, খ্রিস্টানরা এক কলুষিত জগতের মধ্যে এর অভ্যাসগুলো গ্রহণ না করে অত্যন্ত সতর্কতার সঙ্গে জীবনযাপন করার প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে। (যোহন ১৭:১৫, ১৬) ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বর্তমান প্রজন্মের লোকেরা “ঈশ্বরপ্রিয় নয়, বরং” এতটাই “বিলাসপ্রিয়” হয়েছে যে, “মহাক্লেশ” যে একেবারে কাছেই, তার প্রমাণ তারা ‘বুঝিতে পারে না।’ (২ তীমথিয় ৩:৪, ৫; মথি ২৪:২১, ৩৭-৩৯) যিশু তাঁর অনুসারীদের সতর্ক করেছিলেন: “আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগপীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে।” (লূক ২১:৩৪, ৩৫) ঈশ্বরের দাস হিসেবে, আমরা যিশুর সতর্কবাণীতে মনোযোগ দিতে দৃঢ়সংকল্পবদ্ধ। আমাদের চারপাশের অধার্মিক জগতের বিপরীতে, আমরা আধ্যাত্মিকভাবে জেগে থাকার এবং যিহোবার মহাদিনের কথা মনে রাখার আপ্রাণ চেষ্টা করি।—সফনিয় ৩:৮; লূক ২১:৩৬.

৪. (ক) উপযুক্ত বিনোদন খুঁজে পাওয়া কেন কঠিন? (খ) ইফিষীয় ৫:১৫, ১৬ পদে পাওয়া কোন পরামর্শ আমরা কাজে লাগাতে চাই?

জগতের কলুষিত অভ্যাসগুলো থেকে মুক্ত থাকা সহজ নয় কারণ দিয়াবল সেগুলোকে অত্যন্ত আকর্ষণীয় এবং সহজলভ্য করে তুলেছে। এটা বিশেষ করে সেই সময়ে কঠিন হয়ে থাকে, যখন আমরা আমোদপ্রমোদ এবং বিনোদনমূলক কিছু করার চেষ্টা করি। জগৎ যা কিছু তুলে ধরে, সেগুলোর অধিকাংশই ‘মাংসিক অভিলাষের’ কাছে আবেদনময় করে তৈরি করা হয়েছে। (১ পিতর ২:১১) ক্ষতিকর আমোদপ্রমোদ শুধু বাইরেই নয় কিন্তু ছাপানো বিষয়বস্তু, টেলিভিশন, ইন্টারনেট এবং ভিডিওর মাধ্যমে ঘরেও সহজেই পাওয়া যায়। তাই, ঈশ্বরের বাক্য বিজ্ঞতার সঙ্গে খ্রিস্টানদের পরামর্শ দেয়: “তোমরা ভাল করিয়া দেখ, কিরূপে চলিতেছ; অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চল। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ।” (ইফিষীয় ৫:১৫, ১৬) আমরা যদি এই পরামর্শ যথাসম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি, একমাত্র তা হলেই আমরা নিশ্চিত হতে পারি যে, ক্ষতিকর আমোদপ্রমোদ আমাদেরকে প্ররোচিত করবে না, আমাদের নিমগ্ন করে ফেলবে না, হ্যাঁ, এমনকি যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ককে নষ্ট করে দেবে না, যার পরিণতি হচ্ছে ধ্বংস!—যাকোব ১:১৪, ১৫.

৫. কীসের মাধ্যমে আমরা সর্বোত্তম সতেজতা লাভ করি?

যেহেতু খ্রিস্টানরা ব্যস্ত জীবনযাপন করে, তাই স্বাভাবিকভাবেই তারা মাঝেমধ্যে কিছু বিনোদনমূলক কার্যকলাপ উপভোগ করার প্রয়োজনীয়তা বোধ করে। বস্তুতপক্ষে, উপদেশক ৩:৪ পদ বলে যে, “হাস্য করিবার কাল” এবং “নৃত্য করিবার কাল” আছে। তাই, বাইবেল বিনোদনকে সময়ের অপচয় হিসেবে দেখে না। কিন্তু, বিনোদনের দ্বারা আমাদের সতেজ হওয়া উচিত, এর দ্বারা আমাদের আধ্যাত্মিকতাকে বিপন্ন হতে দেওয়া অথবা এটাকে আধ্যাত্মিক কার্যকলাপে হস্তক্ষেপ করতে দেওয়া উচিত নয়। পরিপক্ব খ্রিস্টানরা অভিজ্ঞতার আলোকে জানে যে, দান করার মাধ্যমে প্রচুর সুখ আসে। তারা যিহোবার ইচ্ছাকে তাদের জীবনে সর্বাগ্রে রাখে এবং যিশুর সহজ জোয়ালি গ্রহণ করার মাধ্যমে “আপন আপন প্রাণের জন্য বিশ্রাম” বা সতেজতা লাভ করে।—মথি ১১:২৯, ৩০; প্রেরিত ২০:৩৫, NW.

উপযুক্ত বিনোদন বাছাই করা

৬, ৭. কোনটা উপযুক্ত অথবা কোনটা অনুপযুক্ত আমোদপ্রমোদ, তা নির্ণয় করতে কী আপনাকে সাহায্য করতে পারে?

কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, কোনো একটা বিনোদন একজন খ্রিস্টানের জন্য উপযুক্ত কি না? বাবামারা এই ক্ষেত্রে তাদের সন্তানদেরকে নির্দেশনা দিয়ে থাকে এবং প্রয়োজন হলে প্রাচীনরাও সাহায্য করে থাকে। তবে, কোনো একটা বই, চলচ্চিত্র, খেলাধুলা, নাচ অথবা গান অনুপযুক্ত কি না, তা অন্যেরা আমাদের বলে দেবে না। পৌল বলেছিলেন যে, পরিপক্ব বা ‘সিদ্ধবয়স্কদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সদসৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে।’ (ইব্রীয় ৫:১৪; ১ করিন্থীয় ১৪:২০) বাইবেলে পরিচালনাকারী নীতি রয়েছে। ঈশ্বরের বাক্যের দ্বারা পটু বা প্রশিক্ষিত বিবেক আপনাকে সাহায্য করবে, যদি আপনি এই বিবেকের কথা শুনতে চান।—১ তীমথিয় ১:১৯.

যিশু বলেছিলেন যে, “ফল দ্বারাই গাছ চেনা যায়।” (মথি ১২:৩৩) কোনো বিনোদনমূলক বিষয় যদি দৌরাত্ম্য, অনৈতিকতা অথবা প্রেতচর্চার প্রতি আকর্ষণের ফলে মন্দ ফল উৎপন্ন করে, তা হলে সেটা পরিত্যাগ করা উচিত। এ ছাড়া, এটা যদি একজন ব্যক্তির জীবন অথবা স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে, আর্থিক সমস্যা অথবা নিরুৎসাহিত হওয়ার কারণ হয় অথবা অন্যদের বিঘ্ন জন্মায়, তা হলেও সেটা অনুপযুক্ত। প্রেরিত পৌল আমাদেরকে সতর্ক করেছিলেন যে, আমরা যদি আমাদের ভাইদের বিবেকে আঘাত করি, তা হলে আমরা পাপ করছি। পৌল লিখেছিলেন: “ভ্রাতৃগণের বিরুদ্ধে পাপ করিলে, ও তাহাদের দুর্ব্বল সংবেদে আঘাত করিলে, তোমরা খ্রীষ্টের বিরুদ্ধে পাপ কর। অতএব খাদ্য দ্রব্য যদি আমার ভ্রাতার বিঘ্ন জন্মায়, তবে আমি কখনও মাংস ভোজন করিব না, পাছে আমার ভ্রাতার বিঘ্ন জন্মাই।”—১ করিন্থীয় ৮:১২, ১৩.

৮. ইলেকট্রনিকস গেমস্‌ এবং ভিডিওগুলো ব্যবহারের মধ্যে কোন বিপদগুলো রয়েছে?

ইলেকট্রনিকস গেমস্‌ এবং ভিডিওতে বাজার ছেয়ে গিয়েছে। কোনো কোনোটার মধ্যে হয়তো অক্ষতিকর আনন্দ এবং বিনোদন থাকতে পারে কিন্তু এই ধরনের আমোদপ্রমোদ ক্রমান্বয়ে সেই বিষয়গুলোই তুলে ধরে, যেগুলোকে বাইবেল নিন্দা করে। নিশ্চিতভাবেই এটা নিছক মজা নয়, যখন কোনো একটা গেমে এর খেলোয়াড়দের আহত এবং হত্যা করতে হয় অথবা অত্যন্ত অনৈতিক উপায়ে কাজ করতে হয়! যারা “দৌরাত্ম্যপ্রিয়,” তাদেরকে যিহোবা ঘৃণা করেন। (গীতসংহিতা ১১:৫; হিতোপদেশ ৩:৩১; কলসীয় ৩:৫, ৬) আর কোনো গেম খেলা যদি আপনার মধ্যে লোভ অথবা আক্রমণাত্মক মনোভাব জাগিয়ে তোলে, আপনাকে আবেগহীন করে তোলে অথবা আপনার মূল্যবান সময় নষ্ট করে, তা হলে এটা যে-আধ্যাত্মিক ক্ষতি করতে পারে সেই সম্বন্ধে সতর্ক হোন এবং সঙ্গে সঙ্গে রদবদল করুন।—মথি ১৮:৮, ৯.

বিভিন্ন গঠনমূলক উপায়ে বিনোদনের চাহিদা পূরণ করা

৯, ১০. বিচক্ষণ ব্যক্তিরা তাদের বিনোদনের চাহিদা পূরণ করার জন্য কী করতে পারে?

কখনো কখনো খ্রিস্টানরা জিজ্ঞেস করে: “উপযুক্ত বিনোদন কী? জগৎ যা কিছুই তুলে ধরে, সেগুলোর অধিকাংশই বাইবেলের মানগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” নিশ্চিত থাকুন যে, পরিতৃপ্তিদায়ক বিনোদন পাওয়া যেতে পারে কিন্তু এর জন্য প্রচেষ্টার প্রয়োজন। এর জন্য পূর্বপরিকল্পনার প্রয়োজন আর বিশেষ করে বাবামাদের তা করা দরকার। অনেকে পারিবারিক বৃত্তে এবং মণ্ডলীতে পরিতৃপ্তিদায়ক বিনোদন খুঁজে পায়। দিনের বিভিন্ন ঘটনা অথবা বাইবেলের কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে করতে ধীরেসুস্থে খাওয়াদাওয়া করা মনোরম এবং গঠনমূলক। বনভোজন করা, চিড়িয়াখানায় বা জাদুঘরে যাওয়া, লুডো অথবা এইরকম অন্যান্য খেলাধুলার ব্যবস্থা করা যেতে পারে। এই ধরনের গঠনমূলক বিনোদন মজার এবং পরিতৃপ্তিদায়ক হতে পারে।

১০ তিন সন্তানকে মানুষ করে তুলেছে এমন একজন প্রাচীন ও তার স্ত্রী বলে: “একেবারে ছোটবেলা থেকেই আমাদের সন্তানরা আমরা কোথায় ছুটি কাটাতে যাব, তা বাছাই করার ক্ষেত্রে অংশ নিত। মাঝেমধ্যে আমরা প্রত্যেক সন্তানকে তার এক ভাল বন্ধুকে আমন্ত্রণ জানাতে বলতাম, যা ছুটিকে আরও উপভোগ্য করে তুলত। আমাদের সন্তানদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণীয় হয়ে ছিল। কিছুদিন পর পর আমরা আমাদের বাড়িতে মণ্ডলীর কোনো পরিবার এবং বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানাতাম। আমরা বাইরে রান্না করে খেতাম এবং খেলাধুলা করতাম। আমরা গাড়ি চালিয়ে পাহাড়ে গিয়ে সেখানে হাঁটতাম এবং এই সময়গুলোকে যিহোবার সৃষ্টি সম্বন্ধে জানার জন্য কাজে লাগাতাম।”

১১, ১২. (ক) মাঝেমধ্যে বিনোদনের পরিকল্পনা করার সময় অন্যদেরকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আপনি কী করতে পারেন? (খ) কোন ধরনের মেলামেশা অনেকের জন্য স্মরণীয় হয়ে রয়েছে?

১১ মাঝেমধ্যে বিনোদনের পরিকল্পনা করার সময় অন্যদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আপনি কি ব্যক্তিগতভাবে অথবা পরিবারগতভাবে প্রশস্ত হতে পারেন? কারো কারো হয়তো উৎসাহের প্রয়োজন হতে পারে, যেমন কোনো বিধবা, অবিবাহিত ব্যক্তি অথবা একক অভিভাবক রয়েছে এমন পরিবার। (লূক ১৪:১২-১৪) যারা নতুন মেলামেশা করছে, তাদের কয়েক জনকেও হয়তো অন্তর্ভুক্ত করতে পারেন, তবে অবশ্যই এই বিষয়ে সতর্ক থেকে যে অন্যেরা যেন কোনো ক্ষতিকর মেলামেশার দ্বারা প্রভাবিত না হয়। (২ তীমথিয় ২:২০, ২১) দুর্বল ব্যক্তিদের পক্ষে যদি বাইরে যাওয়া কঠিন বলে মনে হয়, তা হলে তাদের বাড়িতে খাবার নিয়ে এসে তাদের সঙ্গে খাওয়াদাওয়া করার ব্যবস্থা করা যেতে পারে।—ইব্রীয় ১৩:১, ২.

১২ যে-মেলামেশাগুলোতে অতিথিরা সাধারণ খাবারদাবার উপভোগ করে, সেখানে অন্যেরা কীভাবে খ্রিস্টান হয়েছে তা শোনা এবং কী তাদেরকে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে সাহায্য করেছে, তা জানা অনেকের জন্য স্মরণীয় হয়ে রয়েছে। ছেলেমেয়েসহ সকলের উপস্থিতিতে এবং সকলকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে বাইবেলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যেতে পারে। এই ধরনের আলোচনা পরস্পরকে উৎসাহ দেওয়ার এক উপকারজনক সুযোগ হতে পারে আর তা কাউকে অস্বস্তিতে ফেলে না অথবা অযোগ্য মনে করতে পরিচালিত করে না।

১৩. কীভাবে যিশু এবং পৌল আতিথেয়তা দেখানোর এবং তা গ্রহণ করার সঠিক উদাহরণ স্থাপন করেছিলেন?

১৩ যিশু আতিথেয়তা দেখানোর এবং তা গ্রহণ করার সঠিক উদাহরণ স্থাপন করেছিলেন। এই সময়গুলোকে তিনি সবসময় আধ্যাত্মিক আশীর্বাদ প্রদান করার জন্য ব্যবহার করতেন। (লূক ৫:২৭-৩৯; ১০:৪২; ১৯:১-১০; ২৪:২৮-৩২) তাঁর প্রাথমিক শিষ্যরা তাঁর উদাহরণ অনুকরণ করেছিল। (প্রেরিত ২:৪৬, ৪৭) প্রেরিত পৌল লিখেছিলেন: “আমি তোমাদিগকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন তোমাদিগকে এমন কোন আত্মিক বর প্রদান করি, যাহাতে তোমরা স্থিরীকৃত হও; অর্থাৎ যাহাতে তোমাদের ও আমার, উভয় পক্ষের, আন্তরিক বিশ্বাস দ্বারা তোমাদিগতে আমি আপনিও সঙ্গে সঙ্গে আশ্বাস পাই।” (রোমীয় ১:১১, ১২) একইভাবে, আমাদের মেলামেশাগুলোতে এমন পরিবেশ থাকা উচিত, যেখানে উভয় পক্ষের আশ্বাস বা উৎসাহ লাভ করা যায়।—রোমীয় ১২:১৩; ১৫:১, ২.

কিছু অনুস্মারক এবং সতর্কীকরণ

১৪. কেন বড় বড় সামাজিক মেলামেশার আয়োজন করার সুপারিশ করা হয় না?

১৪ সাধারণত বড় বড় সামাজিক মেলামেশার আয়োজন করার সুপারিশ করা হয় না, যেহেতু এর তত্ত্বাবধান করা প্রায়ই কঠিন হয়ে থাকে। আধ্যাত্মিক কার্যকলাপে বাধার সৃষ্টি করে না এমন এক সময়ে কিছু পরিবার একসঙ্গে বনভোজন করার অথবা এমন খেলাধুলা করার সিদ্ধান্ত নিতে পারে, যেগুলো অতিরিক্ত প্রতিযোগিতাপূর্ণ নয়। কোনো সামাজিক মেলামেশায় যখন কয়েক জন প্রাচীন, পরিচারক দাস অথবা অন্যান্য পরিপক্ব ব্যক্তি উপস্থিত থাকে, তখন তারা এক উত্তম প্রভাব ফেলতে পারে এবং সেই সময়গুলো এমনকি আরও সতেজতাদায়ক হতে পারে।

১৫. কোনো অনুষ্ঠানের আয়োজন করার সঙ্গে কেন উপযুক্ত তত্ত্বাবধান জড়িত থাকা উচিত?

১৫ যারা সামাজিক মেলামেশা করার ব্যবস্থা করে, তাদের এই সময়গুলোতে সঠিক তত্ত্বাবধানের বিষয়টা উপেক্ষা করা উচিত নয়। যদিও আপনি আতিথেয়তা দেখাতে পছন্দ করেন কিন্তু আপনি যদি জানতে পারেন যে, আপনার কিছু অবহেলার কারণে একজন অতিথি আপনার বাড়িতে ঘটা কোনো কারণের জন্য বিঘ্ন পেয়েছেন, তা হলে কি আপনার খারাপ লাগবে না? দ্বিতীয় বিবরণ ২২:৮ পদে বলা নীতির কথা বিবেচনা করুন। একজন ইস্রায়েলীয় যখন একটা নতুন বাড়ি নির্মাণ করতেন, তখন তাকে এর ছাদের চারপাশে আলিশা বা নিচু প্রাচীর নির্মাণ করতে হতো, যে-জায়গাটা প্রায়ই অতিথিদের আনন্দের জন্য ব্যবহৃত হতো। কেন? “পাছে তাহার উপর হইতে কোন মনুষ্য পড়িলে তুমি আপন গৃহে রক্তপাতের অপরাধ বর্ত্তাও।” একইভাবে, কোনো সামাজিক মেলামেশার সময় আপনার অতিথিদের সুরক্ষা করার জন্য—অযৌক্তিক বিধিনিষেধ চাপিয়ে না দিয়ে—আপনি যা করেন, তা তাদের দৈহিক ও আধ্যাত্মিক মঙ্গলের কথা বিবেচনায় রেখে করা উচিত।

১৬. কোনো সামাজিক মেলামেশার সময় যদি মদ পরিবেশন করা হয়, তা হলে কোন নির্দেশনা পালন করা উচিত?

১৬ সামাজিক মেলামেশার সময় যদি মদ পরিবেশন করা হয়, তা হলে সেটা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত। অনেক খ্রিস্টান নিমন্ত্রণকর্তা কেবলমাত্র তখনই মদ্যজাতীয় পানীয় পরিবেশন করার সিদ্ধান্ত নেয়, যদি তারা ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করতে পারে যে, তাদের অতিথিদের কী পরিবেশন করা হচ্ছে এবং তারা কতটা পান করছে। এমন কোনোকিছুই করতে দেওয়া উচিত নয়, যা অন্যদের বিঘ্ন সৃষ্টি করে অথবা কাউকে অতিরিক্ত পান করতে প্রলোভিত করতে পারে। (ইফিষীয় ৫:১৮, ১৯) বিভিন্ন কারণে, কোনো কোনো অতিথি হয়তো মদ পান করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে পারে। অনেক দেশে পান করার নূন্যতম বয়স আইনগতভাবে ধার্য করা আছে এবং খ্রিস্টানরা কৈসরের আইনগুলোর প্রতি বাধ্য থাকবে, এমনকি যদিও এই বিধিনিষেধগুলোকে অতিরিক্ত কড়াকড়ি বলে মনে হয়।—রোমীয় ১৩:৫.

১৭. (ক) কোনো সামাজিক অনুষ্ঠানে যদি গানবাজনা বাজানো হয়, তা হলে নিমন্ত্রণকর্তার কেন খুবই সতর্কতার সঙ্গে বাছাই করা গুরুত্বপূর্ণ? (খ) কোনো মেলামেশায় যখন নাচের বিষয়টা থাকে, তখন কীভাবে সংযম দেখানো উচিত?

১৭ নিমন্ত্রণকর্তার নিশ্চিত হওয়া উচিত যে, যেকোনো ধরনের গানবাজনা, নাচ অথবা অন্যান্য আমোদপ্রমোদ যেন খ্রিস্টীয় নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। গানবাজনার ক্ষেত্রে একেকজনের পছন্দ একেকরকম এবং অনেক রকমের গানবাজনা পাওয়া যায়। কিন্তু, বর্তমানে বেশির ভাগ গানবাজনাই বিদ্রোহ, অনৈতিকতা এবং দৌরাত্ম্যের মনোভাব তুলে ধরে। তাই, সতর্কতার সঙ্গে বাছাই করা প্রয়োজন। উপযুক্ত গানবাজনা বলতে যে সেগুলো ধীর লয়েরই হতে হবে এমন নয় কিংবা সেগুলো প্রচণ্ড জোরে এবং উচ্চতালবিশিষ্ট কামোদ্দীপক অথবা কুরুচিপূর্ণও হওয়া উচিত নয়। এমন কারো ওপর গানবাজনা বাছাইয়ের বিষয়টা ছেড়ে না দেওয়ার ব্যাপারে সতর্ক হোন, যিনি আওয়াজকে পরিমিত মাত্রায় রাখার প্রয়োজনীয়তা সম্বন্ধে পুরোপুরিভাবে বোঝেন না। যে-নাচের সঙ্গে অসংযত আচরণ জড়িত এবং যেগুলোর মধ্যে কোমর ও বুকের কামোদ্দীপক অঙ্গভঙ্গি থাকে, সেগুলো একজন খ্রিস্টানের জন্য স্পষ্টতই উপযুক্ত নয়।—১ তীমথিয় ২:৮-১০.

১৮. বাবামারা ছেলেমেয়েদের সামাজিক কার্যকলাপের তত্ত্বাবধান করে কীভাবে তাদেরকে সুরক্ষা করতে পারে?

১৮ ছেলেমেয়েদের যে-সামাজিক মেলামেশাগুলোতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়, সেখানে কী করার পরিকল্পনা করা হয়েছে, তা খ্রিস্টান বাবামাদের জানতে চাওয়া উচিত এবং বেশির ভাগ সময়ই তাদের সঙ্গে সেখানে যাওয়া হবে বিজ্ঞতার কাজ। দুঃখজনক যে, কোনো কোনো বাবামা তাদের সন্তানদের তত্ত্বাবধানহীন এমন পার্টিগুলোতে যোগ দিতে দিয়েছে, যেখানে উপস্থিত বেশ কয়েক জন অনৈতিকতা এবং অন্যান্য অশালীন আচরণে জড়িয়ে পড়েছে। (ইফিষীয় ৬:১-৪) এমনকি তরুণ-তরুণীরা যদি ১৮/১৯ বছর বয়সিও হয় এবং দেখিয়ে থাকে যে তারা দায়িত্বের সঙ্গে কাজ করতে পারবে, তা হলেও তাদেরকে ‘যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করিবার’ জন্য সাহায্য করা প্রয়োজন।—২ তীমথিয় ২:২২.

১৯. কোন বাস্তবতা আমাদেরকে সেই বিষয়টার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য সাহায্য করতে পারে, যা আমাদের ‘প্রথমে চেষ্টা’ করা উচিত?

১৯ মাঝেমধ্যে গঠনমূলক ও সতেজতাদায়ক বিনোদন এবং আমোদপ্রমোদ করা জীবনকে অনেক উপভোগ্য করে তুলতে পারে। যিহোবা আমাদেরকে এই ধরনের আনন্দ করতে নিষেধ করেন না কিন্তু সত্যি বলতে কী, আমরা জানি যে এই ধরনের কার্যকলাপ স্বর্গে কোনো আধ্যাত্মিক ধন সঞ্চয় করতে আমাদের কখনোই সাহায্য করে না। (মথি ৬:১৯-২১) যিশু তাঁর শিষ্যদের বুঝতে সাহায্য করেছিলেন যে, ‘প্রথমে [ঈশ্বরের] রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা করা’ হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কী খাই বা পান করি অথবা পরি, সেগুলো নয় কারণ “পরজাতীয়েরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে।”—মথি ৬:৩১-৩৪.

২০. যিহোবার বিশ্বস্ত দাসেরা সর্বমহান জোগানদাতার কাছ থেকে কোন উত্তম বিষয়গুলোর প্রত্যাশা করতে পারে?

২০ হ্যাঁ, আমাদেরকে পরিমিত মাত্রায় উপভোগ করার জন্য উত্তম বিষয়গুলো জুগিয়েছেন বলে সর্বমহান জোগানদাতাকে ধন্যবাদ জানিয়ে আমরা ‘ভোজন, কি পান, কি যাহা কিছু করি, সকলই ঈশ্বরের গৌরবার্থে করিতে’ পারি। (১ করিন্থীয় ১০:৩১) তাঁর আসন্ন পরমদেশ পৃথিবীতে, সেই সমস্ত ব্যক্তির গঠনমূলক সাহচর্যে যিহোবার উদারতাকে পূর্ণমাত্রায় উপভোগ করার অশেষ সুযোগ থাকবে, যারা তাঁর ধার্মিক চাহিদাগুলোকে পূরণ করে।—গীতসংহিতা ১৪৫:১৬; যিশাইয় ২৫:৬; ২ করিন্থীয় ৭:১.

আপনার কি মনে আছে?

• আজকে খ্রিস্টানদের জন্য গঠনমূলক বিনোদন খুঁজে পাওয়া কেন কঠিন?

• কিছু বিনোদন কী, যেগুলো খ্রিস্টান পরিবারগুলোর জন্য পরিতৃপ্তিদায়ক হিসেবে প্রমাণিত হয়েছে?

• গঠনমূলক বিনোদন উপভোগ করার সময় একজন ব্যক্তির কোন কোন অনুস্মারক এবং সতর্কীকরণ মনে রাখা উচিত?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[১৮ পৃষ্ঠার চিত্র]

উত্তম ফল উৎপন্ন করে এমন বিনোদন বাছাই করুন

[১৯ পৃষ্ঠার চিত্রগুলো]

খ্রিস্টানরা কোন ধরনের বিনোদন প্রত্যাখ্যান করে?