সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘শেষ কাল’ কী?

‘শেষ কাল’ কী?

‘শেষ কাল’ কী?

 আপনি কি ভেবে দেখেছেন যে আপনার ও আপনার প্রিয়জনদের জন্য ভবিষ্যতে কী রয়েছে? জগতের ঘটনাগুলো তাদের জীবনকে কীভাবে প্রভাবিত করতে পারে, তা দেখার জন্য অনেক ব্যক্তি সংবাদ মাধ্যমের প্রতি গভীর মনোযোগ দিয়ে থাকে। কিন্তু, ঈশ্বরের অনুপ্রাণিত বাক্যের প্রতি মনোযোগ দেওয়া আমাদেরকে প্রকৃত অন্তর্দৃষ্টি প্রদান করে। কারণ বাইবেল বহু বছর আগে, কেবল বর্তমান ঘটনাগুলো সম্বন্ধেই নয় কিন্তু ভবিষ্যতে যা ঘটতে চলেছে সেই সম্বন্ধেও ভবিষ্যদ্বাণী করেছিল।

উদাহরণস্বরূপ, যিশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি বহুবার ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কথা বলেছিলেন। (লূক ৪:৪৩) যে-লোকেরা তাঁর কথা শুনেছিল, স্বাভাবিকভাবেই তারা সেই চমৎকার রাজ্য কখন আসবে তা জানতে চেয়েছিল। বস্তুত, যিশুকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়ার তিনদিন আগে, তাঁর শিষ্যরা তাঁকে জিজ্ঞেস করেছিল: “আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি?” (মথি ২৪:৩) যিশু তাদের বলেছিলেন যে, রাজ্য কখন পৃথিবীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে, সেটার একেবারে সঠিক সময় সম্বন্ধে শুধুমাত্র যিহোবা ঈশ্বরই জানেন। (মথি ২৪:৩৬; মার্ক ১৩:৩২) কিন্তু, যিশু এবং অন্যান্যরা পৃথিবীতে নির্দিষ্ট কিছু ঘটনা সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছিল, যেগুলো প্রমাণ করবে যে খ্রিস্ট রাজ্য ক্ষমতায় শাসন করছিলেন।

আমরা যে বর্তমান বিধিব্যবস্থার “শেষ কালে” বাস করছি তার দৃশ্যত প্রমাণ পরীক্ষা করে দেখার আগে, আসুন আমরা সংক্ষেপে একটা গুরুত্বপূর্ণ ঘটনা সম্বন্ধে বিবেচনা করি যেটা অদৃশ্য আত্মিক রাজ্যে ঘটেছিল। (২ তীমথিয় ৩:১) যিশু খ্রিস্ট ১৯১৪ সালে স্বর্গে রাজা হন। * (দানিয়েল ৭:১৩, ১৪) রাজ্যের ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে যিশু পদক্ষেপ গ্রহণ করেন। বাইবেল আমাদের বলে: “স্বর্গে যুদ্ধ হইল; মীখায়েল ও তাঁহার দূতগণ ঐ নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাহাতে সেই নাগ ও তাহার দূতগণও যুদ্ধ করিল।” (প্রকাশিত বাক্য ১২:৭) “প্রধান স্বর্গদূত মীখায়েল” হলেন তাঁর স্বর্গীয় পদমর্যাদায় যিশু খ্রিস্ট। * (যিহূদা ৯; ১ থিষলনীকীয় ৪:১৬) সেই নাগ হল শয়তান দিয়াবল। সেই যুদ্ধে শয়তান ও তার অনুসারীরা, যাদের মন্দ দূত বলা হয়, তাদের কী পরিণতি হয়েছিল? তারা সেই যুদ্ধে পরাজিত হয়েছিল এবং তাদেরকে স্বর্গ থেকে পৃথিবীর সীমার মধ্যে “নিক্ষিপ্ত” বা বহিষ্কৃত করা হয়েছিল। (প্রকাশিত বাক্য ১২:৯) এই ঘটনাতে “স্বর্গ ও তন্নিবাসিগণ,” অর্থাৎ ঈশ্বরের বিশ্বস্ত আত্মিক পুত্রেরা আনন্দ করেছিল। কিন্তু, মানুষ কখনো এইরকম আনন্দের অভিজ্ঞতা লাভ করেনি। ‘পৃথিবীর সন্তাপ হইবে,’ বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল, “কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে; সে অতিশয় রাগাপন্ন, সে জানে, তাহার কাল সংক্ষিপ্ত।”—প্রকাশিত বাক্য ১২:১২.

শয়তান প্রচণ্ড রোষবশত পৃথিবীর অধিবাসীদের জন্য সন্তাপ—দুঃখকষ্ট ও দুর্দশা—নিয়ে এসেছে। কিন্তু, সেই সন্তাপ ‘সংক্ষিপ্ত কালের’ জন্য হবে। বাইবেল এই সময়কে ‘শেষ কাল’ বলে নির্দেশ করে। আমরা আনন্দিত হতে পারি যে, শীঘ্রই পৃথিবী থেকে শয়তানের প্রভাবকে নির্মূল করে দেওয়া হবে। কিন্তু, আমরা যে শেষকালে বাস করছি তার কী প্রমাণ রয়েছে?

[পাদটীকাগুলো]

^ ২০০৬ সালের ১৫ই জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ৬-৭ পৃষ্ঠা দেখুন।

^ আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ২১৮-১৯ পৃষ্ঠা দেখুন।

[২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

প্রচ্ছদ: পুরোভূমি: © Chris Stowers/Panos Pictures; পশ্চাদ্ভূমি: FAROOQ NAEEM/AFP/Getty Images