সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সত্য ঈশ্বর সম্বন্ধে

সত্য ঈশ্বর সম্বন্ধে

যিশুর থেকে আমরা যা শিখি

সত্য ঈশ্বর সম্বন্ধে

 ঈশ্বরের কি একটা নাম আছে?

যিশু শিখিয়েছিলেন যে, ঈশ্বরের একটা নাম আছে। যিশু বলেছিলেন: “অতএব তোমরা এই মত প্রার্থনা করিও; হে আমাদের স্বর্গস্থ পিতঃ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক।” (মথি ৬:৯) বাইবেল দেখায় যে, ঈশ্বরের নাম হল যিহোবা। (যাত্রাপুস্তক ৩:১৫) তাঁর পিতার কাছে করা প্রার্থনায় তাঁর শিষ্যদের সম্বন্ধে বলার সময়, যিশু এভাবে বলেছিলেন: “আমি ইহাদিগকে তোমার নাম জানাইয়াছি।”—যোহন ১৭:২৬.

যিহোবা কে?

যিশু যিহোবাকে ‘একমাত্র সত্যময় ঈশ্বর’ বলে সম্বোধন করেছিলেন কারণ যিহোবা হলেন সৃষ্টিকর্তা। (যোহন ১৭:৩) যিশু বলেছিলেন: “তোমরা কি পাঠ কর নাই যে, সৃষ্টিকর্ত্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্ম্মাণ করিয়াছিলেন।” (মথি ১৯:৪) যিশু আরও বলেছিলেন: “ঈশ্বর আত্মা।” (যোহন ৪:২৪) তাই ঈশ্বরকে আমরা দেখতে পাই না।—যাত্রাপুস্তক ৩৩:১৭-২০.

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?

যিশুকে যখন একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ্ঞা কোনটি, তখন তিনি উত্তর দিয়েছিলেন: “প্রথমটী এই, ‘হে ইস্রায়েল, শুন; আমাদের ঈশ্বর প্রভু [“যিহোবা,” NW] একই প্রভু [“যিহোবা,” NW]; আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে [“যিহোবাকে,” NW] প্রেম করিবে।’ দ্বিতীয়টী এই, ‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।’”—মার্ক ১২:২৮-৩১.

কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা ঈশ্বরকে প্রেম করি?

যিশু বলেছিলেন: “আমি পিতাকে প্রেম করি।” কীভাবে তিনি তাঁর প্রেম দেখিয়েছিলেন? “পিতা আমাকে যেরূপ আজ্ঞা দিয়াছেন,” তিনি বলেছিলেন, “আমি সেইরূপ করি।” (যোহন ১৪:৩১) তিনি আরও বলেছিলেন: “আমি সর্ব্বদা তাঁহার সন্তোষজনক কার্য্য করি।” (যোহন ৮:২৯) ঈশ্বর সম্বন্ধে জানার দ্বারা আমরা তাঁকে খুশি করতে পারি। তাঁর শিষ্যদের জন্য প্রার্থনা করার সময়, যিশু বলেছিলেন: “আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে . . . জানিতে পায়।”—যোহন ১৭:৩; ১ তীমথিয় ২:৪.

কীভাবে আমরা ঈশ্বর সম্বন্ধে জানতে পারি?

ঈশ্বরকে জানার একটা উপায় হল, তাঁর সৃষ্টিগুলোকে পর্যবেক্ষণ করা। উদাহরণস্বরূপ, যিশু বলেছিলেন: “আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত কর; তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন; তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও?” যিশু কী শেখাতে চেয়েছিলেন? আমাদের দৈহিক চাহিদাগুলোর জন্য উদ্বিগ্নতাকে ঈশ্বরের সেবা করা থেকে আমাদেরকে বিরত করতে সুযোগ দেওয়া উচিত নয়।—মথি ৬:২৬-৩৩.

যিহোবাকে জানার সবচেয়ে ভাল উপায় হল তাঁর বাক্য বাইবেল অধ্যয়ন করা। যিশু শাস্ত্রকে “ঈশ্বরের বাক্য” বলেছিলেন। (লূক ৮:২১) ঈশ্বরকে যিশু বলেছিলেন: “তোমার বাক্যই সত্যস্বরূপ।”—যোহন ১৭:১৭; ২ পিতর ১:২০, ২১.

যিশু লোকেদেরকে যিহোবা সম্বন্ধে সত্য জানতে সাহায্য করেছিলেন। যিশুর সম্বন্ধে তাঁর একজন শিষ্য বলেছিলেন: “পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না?” (লূক ২৪:৩২) ঈশ্বর সম্বন্ধে জানার জন্য আমাদের অবশ্যই নম্র হতে হবে, শেখার জন্য ইচ্ছুক হতে হবে। যিশু বলেছিলেন: “তোমরা যদি না ফির ও শিশুদের ন্যায় না হইয়া উঠ, তবে কোন মতে স্বর্গ-রাজ্যে প্রবেশ করিতে পাইবে না।”—মথি ১৮:৩.

কেন ঈশ্বর বিষয়ক জ্ঞান সুখ নিয়ে আসে?

জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বোঝার জন্য আমাদের যে-চাহিদা রয়েছে, ঈশ্বর তা মেটান। যিশু বলেছিলেন: “ধন্য [“সুখী,” বাংলা জুবিলী বাইবেল] যাহারা আত্মাতে দীনহীন” বা তাদের আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন “কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই।” (মথি ৫:৩) জীবনের সর্বোত্তম পথ সম্বন্ধে যিহোবা আমাদের শিক্ষা দেন। যিশু বলেছিলেন, “ধন্য [“সুখী,” বাংলা জুবিলী বাইবেল] তাহারাই, যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে।”—লূক ১১:২৮; যিশাইয় ১১:৯. (w০৮ ২/১)

আরও তথ্যের জন্য বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? * বইয়ের ১ অধ্যায় দেখুন।

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।

[১২ পৃষ্ঠার চিত্র]

“আমি ইহাদিগকে তোমার নাম জানাইয়াছি।” —যোহন ১৭:২৬

[১২, ১৩ পৃষ্ঠার চিত্রগুলো]

সৃষ্টি এবং বাইবেল থেকে আমরা যিহোবা সম্বন্ধে জানতে পারি