সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

 ইব্রীয়দের প্রতি লেখা তার চিঠিতে প্রেরিত পৌল “হস্তার্পণের” বিষয় বলেছিলেন। তিনি কি প্রাচীনদের নিযুক্ত করার বিষয়ে অথবা অন্য কোনোকিছুর বিষয়ে উল্লেখ করেছিলেন?—ইব্রীয় ৬:২.

এই বিষয়ে একেবারে বদ্ধমূল ধারণা পোষণ করার কোনো কারণ নেই, তবে পৌল সম্ভবত আত্মার বর বা দান প্রদান করার জন্য হস্তার্পণের বিষয় উল্লেখ করছিলেন।

ঈশতান্ত্রিক নিযুক্তিকরণের সঙ্গে যে হস্তার্পণ জড়িত, এই সম্বন্ধে বাইবেল জানায়। মোশি তার উত্তরসূরি হিসেবে যিহোশূয়কে নিযুক্ত করার সময় তার “উপরে হস্তার্পণ করিয়াছিলেন।” (দ্বিতী. ৩৪:৯) খ্রিস্টীয় মণ্ডলীতে, কিছু যোগ্য পুরুষকে হস্তার্পণের মাধ্যমে নিযুক্ত করা হয়েছিল। (প্রেরিত ৬:৬; ১ তীম. ৪:১৪) পৌল কারো ওপর তাড়াহুড়ো করে হস্তার্পণ না করার জন্য উপদেশ দিয়েছিলেন।—১ তীম. ৫:২২.

কিন্তু, পৌল তখন ইব্রীয় খ্রিস্টানদের “সিদ্ধির চেষ্টায় [“পরিপক্বতার দিকে,” NW] অগ্রসর” হতে জোরালো পরামর্শ দিয়েছিলেন, যেহেতু তারা মৌলিক বা “আদিম কথা” পশ্চাতে ফেলে বা ছেড়ে এসেছে। এরপর তিনি ‘মৃত ক্রিয়া হইতে মনপরিবর্ত্তন, ও ঈশ্বরের উপরে বিশ্বাস, নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষাকে’ তালিকাবদ্ধ করেছিলেন। (ইব্রীয় ৬:১, ২) প্রাচীনদের নিযুক্তিকরণ কি এক মৌলিক বিষয়, যেখান থেকে খ্রিস্টানদের অগ্রসর হওয়া উচিত? না। মণ্ডলীর একজন প্রাচীন হওয়ার বিষয়টা হল একটা লক্ষ্য, যেটার জন্য পরিপক্ব ভাইদের আকাঙ্ক্ষা করা উচিত আর এরপর সেটাকে মূল্যবান গণ্য করা উচিত।—১ তীম. ৩:১.

কিন্তু, হস্তার্পণের আরেকটা ব্যবহার ছিল। প্রথম শতাব্দীতে, যিহোবা তাঁর লোক হিসেবে জন্মগত ইস্রায়েলীয়দের প্রত্যাখ্যান করেছিলেন আর এর পরিবর্তে, আত্মিক ইস্রায়েল অর্থাৎ অভিষিক্ত খ্রিস্টানদের মণ্ডলীকে অনুগ্রহ প্রদান করেছিলেন। (মথি ২১:৪৩; প্রেরিত ১৫:১৪; গালা. ৬:১৬) আত্মার অলৌকিক দান যেমন, বিভিন্ন ভাষায় কথা বলার শক্তি, সেই পরিবর্তনের প্রমাণ দিয়েছিল। (১ করি. ১২:৪-১১) যখন কর্ণীলিয় ও তার পরিবার বিশ্বাসী হয়েছিল, তখন এই নতুন ব্যক্তিরা পবিত্র আত্মা লাভ করেছিল, যা তাদের ‘নানা ভাষায় কথা কহিবার’ দ্বারা প্রকাশ পেয়েছিল।—প্রেরিত ১০:৪৪-৪৬.

মাঝে মাঝে, হস্তার্পণের মাধ্যমে অলৌকিক দানগুলো প্রদান করা হয়েছিল। ফিলিপ যখন শমরিয়ায় সুসমাচার ছড়িয়ে দিয়েছিলেন, তখন অনেকে বাপ্তিস্ম নিয়েছিল। পরিচালক গোষ্ঠী প্রেরিত পিতর ও যোহনকে সেখানে পাঠিয়েছিল। কেন? আমরা পড়ি: “[এই দুইজন] তখন [সম্প্রতি বাপ্তাইজিত লোকেদের] উপরে হস্তার্পণ করিলেন, আর তাহারা পবিত্র আত্মা পাইল।” এটা নিশ্চয়ই এইরকম বুঝিয়েছিল যে, তারা আত্মার দানগুলো অর্থাৎ বিভিন্ন ক্ষমতা লাভ করেছিল, যেগুলো অন্যদের কাছে লক্ষণীয় ছিল। আমরা এটা জানি কারণ শিমোন, যিনি আগে জাদুক্রিয়া করতেন, তিনি আত্মার এই কাজ লক্ষ করেছিলেন এবং লোভের বশবর্তী হয়ে অন্যদের ওপর হস্তার্পণ করার ক্ষমতা কেনার চেষ্টা করেছিলেন, যাতে অন্যেরা পবিত্র আত্মা লাভ করে ও তা অলৌকিক ফলাফল উৎপন্ন করে। (প্রেরিত ৮:৫-২০) পরে, ইফিষের ১২ জন ব্যক্তি বাপ্তাইজিত হয়েছিল। আমরা পড়ি: “পৌল তাহাদের উপরে হস্তার্পণ করিলে পবিত্র আত্মা তাহাদের উপরে আসিলেন, তাহাতে তাহারা নানা ভাষায় কথা কহিতে এবং ভাববাণী বলিতে লাগিল।”—প্রেরিত ১৯:১-৭; তুলনা করুন, ২ তীমথিয় ১:৬.

তাই, ইব্রীয় ৬:২ পদে পৌল নতুন বিশ্বাসীদের কাছে আত্মার দান প্রদান করার জন্য হস্তার্পণ করার বিষয় উল্লেখ করেছিলেন বলে মনে হয়।