সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন?

 কেন যিশু প্রার্থনা করার সময় যিহোবাকে “আব্বা, পিতঃ” বলে সম্বোধন করেছিলেন?

অরামীয় শব্দ আব্বা হয় “পিতা” নতুবা “হে পিতা” বোঝাতে পারে। শাস্ত্রে যে-তিনটি জায়গায় এই অভিব্যক্তিটি পাওয়া যায়, সেগুলোর প্রত্যেকটিই হল প্রার্থনার অংশ এবং তা স্বর্গীয় পিতা যিহোবাকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়েছে। এই শব্দটির তাৎপর্য কী?

দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বাইবেল এনসাইক্লোপিডিয়া বলে: “যিশুর সময়ে কথ্য ভাষায় আব্বা শব্দটি, মূলত বাবাদের সঙ্গে সন্তানদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের প্রতি সন্তানদের সম্মানের এক অভিব্যক্তি হিসেবে ব্যবহৃত হতো।” এটি ছিল আদর করে সম্বোধন করার এক উপায় এবং সেই শব্দগুলোর মধ্যে একটা, যেগুলো কোনো বাচ্চা প্রথম প্রথম বলতে শিখত। যিশু এই অভিব্যক্তিটি তাঁর পিতার কাছে বিশেষভাবে এক আন্তরিক অনুরোধ করার সময় ব্যবহার করেছিলেন। তাঁর মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে গেৎশিমানী বাগানে প্রার্থনা করার সময় যিশু যিহোবাকে “আব্বা, পিতঃ” শব্দগুলো বলে সম্বোধন করেছিলেন।—মার্ক ১৪:৩৬.

ওপরে উল্লেখিত তথ্যগ্রন্থটি আরও বলে, “গ্রিক-রোমীয় সময়কালের যিহুদি সাহিত্যে ঈশ্বরকে সম্বোধন করার উপায় হিসেবে আব্বা শব্দটি একেবারেই অপ্রচলিত ছিল, নিঃসন্দেহে এর কারণ হল এই বহুল প্রচলিত শব্দটির দ্বারা ঈশ্বরকে সম্বোধন করা অসম্মানজনক বলে মনে করা হতো।” কিন্তু, “যিশুর . . . প্রার্থনায় এই শব্দটির ব্যবহার হল ঈশ্বরের সঙ্গে অন্তরঙ্গতার বিষয়ে তাঁর অসাধারণ দাবির সত্যতার এক পরোক্ষ প্রমাণ।” শাস্ত্রের অন্য দু-জায়গায়—দুটোই প্রেরিত পৌলের লেখায়—উল্লেখিত “আব্বা” শব্দটি ইঙ্গিত করে যে, প্রথম শতাব্দীর খ্রিস্টানরাও তাদের প্রার্থনায় এটি ব্যবহার করত।—রোমীয় ৮:১৫; গালাতীয় ৪:৬. (w০৯ ৪/১)