সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মহান মোশিকে স্বীকার করা

মহান মোশিকে স্বীকার করা

মহান মোশিকে স্বীকার করা

“প্রভু ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভ্রাতৃগণের মধ্য হইতে আমার সদৃশ এক ভাববাদীকে উৎপন্ন করিবেন . . . তোমরা তাঁহার কথা শুনিবে।”—প্রেরিত ৩:২২.

১. কীভাবে যিশু খ্রিস্ট ইতিহাসের ওপর প্রভাব ফেলেছেন?

 দুই হাজার বছর আগে, এক পুত্র সন্তানের জন্মে স্বর্গের অগণিত দূত ঈশ্বরের প্রশংসা করতে পরিচালিত হয়েছিল আর কিছু মেষপালক তা শুনেছিল। (লূক ২:৮-১৪) ত্রিশ বছর পর, সেই শিশু প্রাপ্তবয়স্ক হয়ে এমন এক পরিচর্যা শুরু করেছিলেন, যা কিনা মাত্র সাড়ে তিন বছর স্থায়ী হয়েছিল অথচ তা মানবজাতির ইতিহাসকে পালটে দিয়েছিল। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ইতিহাসবেত্তা ফিলিপ শেফ, এই যুবক ব্যক্তির বিষয়ে এই কথা বলতে পরিচালিত হয়েছিলেন: “কোনো কিছু না লিখেই, তিনি অনেককে লিখতে অনুপ্রাণিত করেছিলেন এবং প্রাচীন ও আধুনিক সময়ের অনেক মহৎ ব্যক্তিদের চেয়ে আরও বেশি উপদেশ, বক্তৃতা, আলোচনা, শিক্ষণীয় গ্রন্থ, শিল্পকলা ও প্রশংসা-গানের মূলভাব জুগিয়েছিলেন।” সেই উল্লেখযোগ্য যুবক ব্যক্তিটি ছিলেন যিশু খ্রিস্ট।

২. যিশু ও তাঁর পরিচর্যা সম্বন্ধে প্রেরিত যোহন কী বলেছিলেন?

প্রেরিত যোহন যিশুর পরিচর্যার বিবরণ লিখেছিলেন এবং উপসংহারে বলেছিলেন: “যীশু আরও অনেক কর্ম্ম করিয়াছিলেন; সে সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয়, লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া উঠে যে, জগতেও তাহা ধরে না।” (যোহন ২১:২৫) যোহন জানতেন যে, যিশু সেই সাড়ে তিন বছরের ঘটনাবহুল জীবনকালে যা-কিছু বলেছিলেন ও করেছিলেন, তার মাত্র এক ক্ষুদ্র অংশ তিনি লিপিবদ্ধ করতে পারতেন। তা সত্ত্বেও, যোহনের দ্বারা লিপিবদ্ধ ঐতিহাসিক ঘটনাগুলোর প্রচুর মূল্য রয়েছে।

৩. ঈশ্বরের উদ্দেশ্যের মধ্যে যিশুর ভূমিকা সম্বন্ধে কীভাবে আমরা আমাদের অন্তর্দৃষ্টিকে গভীর করতে পারি?

চারটে গুরুত্বপূর্ণ সুসমাচারের বিবরণ ছাড়াও, বাইবেলের অন্যান্য অংশ যিশুর জীবন সম্বন্ধে বিশ্বাস শক্তিশালী করার মতো বিবরণ জোগায়। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট কিছু বিশ্বস্ত ব্যক্তি, যারা যিশুর জন্মের আগে বেঁচে ছিল, তাদের বিষয়ে বাইবেলের বিবরণগুলোতে সেই তথ্য রয়েছে, যেগুলো ঈশ্বরের উদ্দেশ্যের মধ্যে যিশুর ভূমিকা সম্বন্ধে আমাদের অন্তর্দৃষ্টিকে আরও গভীর করে। আসুন আমরা এগুলোর কয়েকটা বিবেচনা করি।

প্রাচীনকালের যে-বিশ্বস্ত ব্যক্তিরা খ্রিস্টকে চিত্রিত করেছিল

৪, ৫. কারা যিশুর পূর্বাভাস দিয়েছিল এবং কোন কোন উপায়ে?

যোহন এবং অন্য তিনজন সুসমাচার লেখক মোশি, দায়ূদ ও শলোমনকে এমন ব্যক্তি হিসেবে উল্লেখ করে, যারা ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি ও নিযুক্ত রাজা হিসেবে যিশুর পূর্বাভাস দিয়েছিল। কোন উপায়ে ঈশ্বরের সেই প্রাচীন দাসেরা যিশু সম্বন্ধে পূর্বাভাস দিয়েছিল আর এই বিবরণগুলো থেকে আমরা কী শিখতে পারি?

সংক্ষেপে বাইবেল আমাদের বলে যে, মোশি ছিলেন একজন ভাববাদী, মধ্যস্থ এবং উদ্ধারকর্তা বা মুক্তিদাতা। যিশুও তা-ই। দায়ূদ ছিলেন একজন মেষপালক ও একজন রাজা, যিনি ইস্রায়েলের শত্রুদের পরাজিত করেছিলেন। যিশুও হলেন একজন মেষপালক ও একজন বিজয়ী রাজা। (যিহি. ৩৭:২৪, ২৫) যতদিন পর্যন্ত শলোমন বিশ্বস্ত ছিলেন, ততদিন পর্যন্ত তিনি একজন বিজ্ঞ শাসক ছিলেন এবং তার রাজত্বে ইস্রায়েল শান্তি উপভোগ করেছিল। (১ রাজা. ৪:২৫, ২৯) যিশুও অত্যন্ত বিজ্ঞ এবং তাঁকে বলা হয় “শান্তিরাজ।” (যিশা. ৯:৬) স্পষ্টতই, খ্রিস্ট যিশুর ভূমিকা পূর্বের সেই ব্যক্তিদের মতোই কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যের মধ্যে যিশুর ভূমিকা সর্বশ্রেষ্ঠ। প্রথমে, আসুন আমরা যিশুকে মোশির সঙ্গে তুলনা করি এবং দেখি যে, কীভাবে এইরকম এক তুলনা আমাদেরকে ঈশ্বরের উদ্দেশ্যের মধ্যে যিশুর ভূমিকাকে আরও পূর্ণরূপে স্বীকার করতে সাহায্য করে।

মোশি—যিশুর একজন অগ্রদূত

৬. প্রেরিত পিতর কীভাবে যিশুর কথা শোনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছিলেন?

সাধারণ কাল ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিনের অল্প কিছুদিন পর, প্রেরিত পিতর মোশির বলা এক ভবিষ্যদ্‌বাণী উদ্ধৃত করেছিলেন, যা যিশু খ্রিস্টে পরিপূর্ণ হয়েছিল। পিতর মন্দিরে উপাসকদের এক দলের সামনে দাঁড়িয়ে ছিলেন। পিতর ও যোহন যখন জন্ম থেকে খঞ্জ একজন ভিক্ষুককে সুস্থ করেছিল, তখন লোকেরা ‘অতিশয় চমৎকৃত হইয়াছিল’ আর তারা সবাই, কী হয়েছিল তা পরীক্ষা করতে দৌড়ে গিয়েছিল। পিতর ব্যাখ্যা করেছিলেন যে, এই বিস্ময়কর কাজ যিহোবার পবিত্র আত্মার ফলে সম্ভব হয়েছিল, যা যিশু খ্রিস্টের মাধ্যমে কার্যকর হচ্ছিল। এরপর, ইব্রীয় শাস্ত্র থেকে উদ্ধৃত করে তিনি বলেছিলেন: “মোশি ত বলিয়াছিলেন, ‘প্রভু ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভ্রাতৃগণের মধ্য হইতে আমার সদৃশ এক ভাববাদীকে উৎপন্ন করিবেন, তিনি তোমাদিগকে যাহা যাহা বলিবেন, সেই সমস্ত বিষয়ে তোমরা তাঁহার কথা শুনিবে।’”—প্রেরিত ৩:১১, ২২, ২৩; পড়ুন, দ্বিতীয় বিবরণ ১৮:১৫, ১৮, ১৯.

৭. কেন পিতরের শ্রোতারা মোশির চেয়ে মহান একজন ভাববাদী সম্বন্ধে তার বিবৃতি বুঝতে পেরেছিল?

মোশির কথাগুলো সম্ভবত পিতরের শ্রোতাদের কাছে পরিচিত ছিল। যিহুদি হিসেবে, মোশির প্রতি তাদের উচ্চসম্মান ছিল। (দ্বিতীয়. ৩৪:১০) অধীর আগ্রহ সহকারে তারা মোশির চেয়ে মহান একজন ভাববাদীর আগমনের প্রতীক্ষায় ছিল। সেই ভাববাদী কেবলমাত্র মোশির মতো ঈশ্বরের একজন অভিষিক্ত ব্যক্তি হিসেবেই প্রমাণিত হবেন না, কিন্তু সেই মশীহ হিসেবে প্রমাণিত হবেন, যাঁর বিষয়ে বহু পূর্বে ঈশ্বর ভবিষ্যদ্‌বাণী করেছিলেন। তিনি হবেন যিহোবার ‘মনোনীত, ঈশ্বরের সেই খ্রীষ্ট।’—লূক ২৩:৩৫; ইব্রীয় ১১:২৬.

যিশু ও মোশির মধ্যে সাদৃশ্যগুলো

৮. মোশি ও যিশুর জীবনের মধ্যে কিছু সাদৃশ্য কী?

কিছু কিছু ক্ষেত্রে, যিশুর পার্থিব জীবন মোশির জীবনের সদৃশ ছিল। উদাহরণস্বরূপ, শিশু হিসেবে থাকার সময় মোশি ও যিশু উভয়ই নিষ্ঠুর শাসকের হাতে মৃত্যু থেকে রেহাই পেয়েছিল। (যাত্রা. ১:২২–২:১০; মথি ২:৭-১৪) অধিকন্তু, দুজনকেই ‘মিসর হইতে ডাকিয়া আনা হইয়াছিল।’ ভাববাদী হোশেয় যিহোবার কথাগুলো লিপিবদ্ধ করেছিলেন: “ইস্রায়েলের বাল্যকালে আমি তাহাকে ভালবাসিতাম, এবং মিসর হইতে আপন পুত্ত্রকে ডাকিয়া আনিলাম।” (হোশেয় ১১:১) হোশেয়র কথাগুলো সেই সময়কে নির্দেশ করেছিল, যখন যিহোবা তাঁর ‘পুত্ত্র’ ইস্রায়েল জাতিকে ঐশিকভাবে নিযুক্ত নেতা, মোশির নির্দেশাধীনে মিশর থেকে বের করে এনেছিলেন। (যাত্রা. ৪:২২, ২৩; ১২:২৯-৩৭) তবে, হোশেয়র কথাগুলো শুধুমাত্র অতীতের কোনো একটা ঘটনাকে নির্দেশ করেনি কিন্তু ভবিষ্যতের ঘটনাকেও নির্দেশ করেছিল। তার কথাগুলো এমন এক ভবিষ্যদ্‌বাণী ছিল, যা সেই সময় পূর্ণ হয়েছিল, যখন যোষেফ ও মরিয়ম রাজা হেরোদের মৃত্যুর পর যিশুর সঙ্গে মিশর থেকে ফিরে এসেছিল।—মথি ২:১৫, ১৯-২৩.

৯. (ক) মোশি ও যিশু কোন অলৌকিক কাজগুলো সম্পাদন করেছিল? (খ) যিশু ও মোশির মধ্যে অন্যান্য কয়েকটা সাদৃশ্য উল্লেখ করুন। (২৬ পৃষ্ঠার বাক্স “আরও যে যে দিক দিয়ে যিশু মোশির মতো ছিলেন” দেখুন।)

মোশি ও যিশু উভয়েই অলৌকিক কাজ সম্পাদন করেছিল আর এটা দেখিয়েছিল যে, তাদের প্রতি যিহোবার সমর্থন রয়েছে। বস্তুতপক্ষে, বাইবেলের বর্ণনা অনুযায়ী মোশিই ছিলেন প্রথম ব্যক্তি, যিনি অলৌকিক কাজ সম্পাদন করেছিলেন। (যাত্রা. ৪:১-৯) উদাহরণস্বরূপ, মোশি জলের সঙ্গে সম্পর্কযুক্ত অলৌকিক কাজ সম্পাদন করেছিলেন, যখন তার আদেশে নীল নদের জল ও এর নল খাগড়াপূর্ণ বিল রক্তে পরিণত হয়েছিল, সূফসাগর দু-ভাগ হয়ে গিয়েছিল এবং প্রান্তরে শৈল থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে এসেছিল। (যাত্রা. ৭:১৯-২১; ১৪:২১; ১৭:৫-৭) যিশুও জলের সঙ্গে সম্পর্কযুক্ত অলৌকিক কাজ সম্পাদন করেছিলেন। তাঁর সর্বপ্রথম অলৌকিক কাজ ছিল এক বিবাহভোজে জলকে দ্রাক্ষারসে পরিণত করা। (যোহন ২:১-১১) পরে, তিনি উত্তাল গালীল সমুদ্রকে শান্ত করেছিলেন। আরেকবার, তিনি এমনকী জলের ওপর দিয়ে হেঁটে গিয়েছিলেন! (মথি ৮:২৩-২৭; ১৪:২৩-২৫) মোশি ও মহান মোশি যিশুর মধ্যে আরও অন্যান্য কিছু সাদৃশ্য ২৬ পৃষ্ঠার বাক্সে দেখা যেতে পারে।

একজন ভাববাদী হিসেবে খ্রিস্টকে স্বীকার করুন

১০. একজন প্রকৃত ভাববাদীর কাজের সঙ্গে কী জড়িত আর কেন মোশি এইরকম একজন ভাববাদী ছিলেন?

১০ অধিকাংশ লোক ভাববাদী বলতে এমন কাউকে মনে করে, যিনি ভবিষ্যৎ সম্বন্ধে বলেন কিন্তু সেটা কেবলমাত্র একজন ভাববাদীর দায়িত্বের একটা অংশ। একজন প্রকৃত ভাববাদী হলেন ঐশিকভাবে অনুপ্রাণিত যিহোবার একজন মুখপাত্র, যিনি “ঈশ্বরের মহৎ মহৎ কর্ম্মের কথা” ঘোষণা করেন। (প্রেরিত ২:১১, ১৬, ১৭) অন্যান্য বিষয়ের মধ্যে তার ভবিষ্যদ্‌বাণী করার অন্তর্ভুক্ত, ভবিষ্যৎ ঘটনাগুলো ঘোষণা করা, যিহোবার উদ্দেশ্যের বিভিন্ন দিক প্রকাশ করা বা ঈশ্বরের বিচার ঘোষণা করা। মোশি ছিলেন এইরকম একজন ভাববাদী। তিনি মিশরের ওপর আসা দশটা আঘাতের প্রত্যেকটা সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন। তিনি সীনয় পর্বতে ব্যবস্থা চুক্তি প্রদান করেছিলেন। আর তিনি সেই জাতিকে ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধে জানিয়েছিলেন। তা সত্ত্বেও, শেষপর্যন্ত মোশির চেয়ে মহান এক ভাববাদীর আসার কথা ছিল।

১১. কীভাবে যিশু মোশির চেয়ে মহান এক ভাববাদীর ভূমিকা পালন করেছিলেন?

১১ পরে, প্রথম শতাব্দীতে সখরিয় তার পুত্র যোহনের বিষয়ে ঈশ্বরের উদ্দেশ্য প্রকাশ করার ক্ষেত্রে একজন ভাববাদী হিসেবে কাজ করেছিলেন। (লূক ১:৭৬) সেই পুত্র যোহন বাপ্তাইজক হয়ে উঠেছিলেন, যিনি দীর্ঘপ্রতীক্ষিত এক ভাববাদীর—যিশু খ্রিস্টের—আগমনের বিষয়ে ঘোষণা করেছিলেন, যে-ভাববাদী মোশির চেয়ে মহান। (যোহন ১:২৩-৩৬) একজন ভাববাদী হিসেবে, যিশু অনেক বিষয় সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন। উদাহরণস্বরূপ, তিনি তাঁর নিজের মৃত্যু সম্বন্ধে বলেছিলেন, তিনি কীভাবে মারা যাবেন, কোথায় মারা যাবেন এবং কাদের হাতে মারা যাবেন, সেই বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন। (মথি ২০:১৭-১৯) তাঁর শ্রোতাদের অবাক করে দিয়ে, যিশু যিরূশালেম ও এর মন্দিরের ধ্বংস সম্বন্ধেও ভবিষ্যদ্‌বাণী করেছিলেন। (মার্ক ১৩:১, ২) তিনি এমনকী আমাদের দিনের জন্যও ভবিষ্যদ্‌বাণী করেছিলেন।—মথি ২৪:৩-৪১.

১২. (ক) কীভাবে যিশু বিশ্বব্যাপী প্রচার অভিযানের জন্য এক ভিত্তি স্থাপন করেছিলেন? (খ) কীভাবে আজকে আমরা যিশুর উদাহরণ অনুসরণ করি?

১২ একজন ভাববাদী ছাড়াও যিশু একজন প্রচারক ও শিক্ষক ছিলেন। তিনি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করেছিলেন এবং কেউই তাঁর মতো এতটা সাহসের সঙ্গে কথা বলেনি। (লূক ৪:১৬-২১, ৪৩) একজন শিক্ষক হিসেবে তিনি ছিলেন সর্বমহান। তাঁর কথা শুনে কেউ কেউ বলেছিল, “এ ব্যক্তি যেরূপ কথা বলেন, কোন মানুষে কখনও এরূপ কথা কহে নাই।” (যোহন ৭:৪৬) সুসমাচার ছড়িয়ে দেওয়ার ব্যাপারে তাঁর প্রচেষ্টার ক্ষেত্রে যিশু উদ্যোগী ছিলেন আর তিনি তাঁর অনুসারীদেরকে রাজ্যের জন্য সেই একই উদ্যোগ দেখাতে অনুপ্রাণিত করেছিলেন। এভাবে, তিনি বিশ্বব্যাপী এক প্রচার ও শিক্ষাদানের অভিযানের ভিত্তি স্থাপন করেছিলেন, যা এখনও চলছে। (মথি ২৮:১৮-২০; প্রেরিত ৫:৪২) গত বছর, খ্রিস্টের প্রায় সত্তর লক্ষ অনুসারী প্রায় ১৫০,০০,০০,০০০ ঘন্টা রাজ্যের সুসমাচার প্রচার ও আগ্রহী ব্যক্তিদের কাছে বাইবেলের সত্য সম্বন্ধে শিক্ষা দিয়েছে। সেই কাজে কি আপনার এক অর্থপূর্ণ অংশ রয়েছে?

১৩. কী আমাদেরকে ‘জাগিয়া থাকিতে’ সাহায্য করবে?

১৩ এই ব্যাপারে কোনো প্রশ্নই নেই যে, যিহোবা মোশির মতো এক ভাববাদী উৎপন্ন করার বিষয়ে ভবিষ্যদ্‌বাণী পূর্ণ করেছিলেন। সেই জ্ঞান আপনাকে কীভাবে প্রভাবিত করে? এটা কি আপনাকে সেই অনুপ্রাণিত ভবিষ্যদ্‌বাণীগুলোর পরিপূর্ণতার প্রতি আরও বেশি আস্থা প্রদান করে, যেগুলো আমাদের নিকট ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত? হ্যাঁ, মহান মোশির উদাহরণ নিয়ে ধ্যান করা আমাদেরকে ঈশ্বর শীঘ্রই যা করবেন, সেই বিষয়ে আমাদের ‘জাগিয়া থাকিতে ও মিতাচারী হইতে’ পরিচালিত করে।—১ থিষল. ৫:২, ৬.

মধ্যস্থ হিসেবে খ্রিস্টকে গণ্য করুন

১৪. কীভাবে মোশি ইস্রায়েলীয়দের ও ঈশ্বরের মধ্যে একজন মধ্যস্থ হিসেবে কাজ করেছিলেন?

১৪ মোশির মতো যিশুও একজন মধ্যস্থ ছিলেন। একজন মধ্যস্থ দুটো পক্ষের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করেন। যিহোবা ও ইস্রায়েলীয়দের মধ্যে মোশি ব্যবস্থা চুক্তির মধ্যস্থ হিসেবে কাজ করেছিলেন। যদি যাকোবের সন্তানরা ঈশ্বরের আইনগুলোর বাধ্য হতো, তাহলে তারা ঈশ্বরের “নিজস্ব অধিকার [“বিশেষ সম্পত্তি,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন]” অর্থাৎ তাঁর মণ্ডলী হিসেবে থাকত। (যাত্রা. ১৯:৩-৮) সেই চুক্তি সা.কা.পূ. ১৫১৩ সাল থেকে সা.কা. প্রথম শতাব্দী পর্যন্ত কার্যকর ছিল।

১৫. কীভাবে যিশু এক শ্রেষ্ঠ মধ্যস্থ?

১৫ সাধারণ কাল ৩৩ সালে, যিহোবা এক নতুন ইস্রায়েল, ‘ঈশ্বরের ইস্রায়েলের’ সঙ্গে আরও ভালো এক চুক্তির প্রবর্তন করেছিলেন, যা অভিষিক্ত খ্রিস্টানদের নিয়ে গঠিত এক বিশ্বব্যাপী মণ্ডলী হয়ে উঠেছিল। (গালা. ৬:১৬) যদিও মোশির দ্বারা প্রবর্তিত চুক্তির অন্তর্ভুক্ত ছিল সেই আইনগুলো, যেগুলো ঈশ্বরের দ্বারা পাথরে লিখিত হয়েছিল কিন্তু যিশুর দ্বারা মধ্যস্থকৃত চুক্তি ছিল শ্রেষ্ঠ। এর আইনগুলো ঈশ্বরের দ্বারা মানুষের হৃদয়ে লিখিত হয়েছে। (পড়ুন, ১ তীমথিয় ২:৫; ইব্রীয় ৮:১০.) তাই, ‘ঈশ্বরের ইস্রায়েল’ এখন ঈশ্বরের বিশেষ সম্পত্তি, “যে জাতি” মশীহ রাজ্যের বিষয়ে ‘তাহার ফল দেয়।’ (মথি ২১:৪৩) সেই আধ্যাত্মিক জাতির সদস্যরা উক্ত নতুন চুক্তির অংশী। তা সত্ত্বেও, কেবলমাত্র তারাই এর থেকে উপকার গ্রহণকারী ব্যক্তি নয়। অগণিত লক্ষ লক্ষ ব্যক্তি, এমনকী এমন অনেকে যারা বর্তমানে মৃত্যুতে ঘুমিয়ে আছে, তারাও সেই শ্রেষ্ঠ চুক্তির কারণে অনন্তকালীন আশীর্বাদ লাভ করবে।

খ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে উচ্চমূল্য দিন

১৬. (ক) কোন কোন উপায়ে যিহোবা ইস্রায়েলকে মুক্ত করার জন্য মোশিকে ব্যবহার করেছিলেন? (খ) যাত্রাপুস্তক ১৪:১৩ পদ অনুসারে, নিস্তার বা পরিত্রাণের উৎস কে?

১৬ যাত্রা শুরু করার আগের দিন রাতে ইস্রায়েলের কিছু বংশধর গুরুতর বিপদের মধ্যে ছিল। শীঘ্র, ঈশ্বরের দূত মিশরের ওপর দিয়ে গিয়ে সমস্ত প্রথমজাতকে হত্যা করেছিল। যিহোবা মোশিকে বলেছিলেন যে, ইস্রায়েলীয়রা যদি নিস্তারপর্বের মেষশাবকের রক্ত নিয়ে তাদের দ্বারের কপালীতে ও দুই বাজুতে ছিটিয়ে দেয়, তাহলে ইস্রায়েলের সমস্ত প্রথমজাত রক্ষা পাবে। (যাত্রা. ১২:১-১৩, ২১-২৩) আর সত্যি সত্যিই তা-ই হয়েছিল। পরে, সমগ্র জাতি এক ভয়াবহ বিপদের মধ্যে ছিল। তারা সূফসাগর এবং পশ্চাতে ধাবমান মিশরীয়দের রথের ফাঁদে আটকা পড়েছিল। যিহোবা আবার মোশির মাধ্যমে উদ্ধারের বা মুক্তির ব্যবস্থা করেছিলেন, যিনি অলৌকিকভাবে সাগরের জলকে দু-ভাগ করেছিলেন।—যাত্রা. ১৪:১৩, ২১.

১৭, ১৮. কোন কোন উপায়ে যিশু মোশির চেয়েও আরও মহান মুক্তিদাতা?

১৭ সেই মুক্তিগুলো যত মহৎই হোক না কেন, যিশুর মাধ্যমে যিহোবা যে-মুক্তি সম্পাদন করেছিলেন, তা আরও মহৎ ছিল। যিশুই হলেন সেই মাধ্যম, যাঁর দ্বারা বাধ্য ব্যক্তিরা পাপের দাসত্ব থেকে মুক্তি পায়। (রোমীয় ৫:১২, ১৮) আর সেই মুক্তি হল “অনন্তকালীয় মুক্তি।” (ইব্রীয় ৯:১১, ১২) যিশু নামের অর্থ, “যিহোবা হলেন পরিত্রাণ।” আমাদের মুক্তিদাতা, পরিত্রাতা হিসেবে যিশু কেবল আমাদের অতীত পাপগুলো থেকেই উদ্ধার করেন না কিন্তু সেইসঙ্গে আরও ভালো এক ভবিষ্যৎ উপভোগ করার জন্য পথ খুলে দেন। তাদেরকে পাপের দাসত্ব থেকে মুক্ত করার মাধ্যমে যিশু তাঁর অনুসারীদেরকে ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা করেন এবং তাদেরকে যিহোবার সঙ্গে এক প্রেমময় সম্পর্কে নিয়ে আসেন।—মথি ১:২১.

১৮ পাপ থেকে মুক্তি, যা যিশু তাঁর নিরূপিত সময়ে জুগিয়ে থাকেন, সেটার অন্তর্ভুক্ত হবে এর ভয়াবহ প্রভাব—অসুস্থতা ও এমনকী মৃত্যু—থেকে মুক্তি। সেটার অর্থ কী হবে, তা মনের চোখ দিয়ে দেখার জন্য যিশু যখন যায়ীর নামে একজন ব্যক্তির গৃহে গিয়েছিলেন, যার ১২-বছর বয়সি মেয়ে মারা গিয়েছিল, তখন কী হয়েছিল, তা বিবেচনা করুন। যিশু যায়ীরকে এই আশ্বাস দিয়েছিলেন: “ভয় করিও না, কেবল বিশ্বাস কর, তাহাতে সে সুস্থ হইবে।” (লূক ৮:৪১, ৪২, ৪৯, ৫০) তাঁর কথার সত্যতাস্বরূপ, সেই মেয়ে মৃত্যু থেকে উত্থাপিত হয়েছিল! আপনি কি তার বাবা-মায়ের আনন্দের কথা কল্পনা করতে পারেন? তাহলে আপনি সেই অতুলনীয় আনন্দ সম্বন্ধে কল্পনা করতে পারবেন, যেটা সেই সময়ে আমাদের হবে, যখন “কবরস্থ সকলে [যিশুর] রব শুনিবে, এবং” পুনরুত্থানের জন্য “বাহির হইয়া আসিবে।” (যোহন ৫:২৮, ২৯) সত্যিই, যিশু হলেন আমাদের ত্রাণকর্তা, আমাদের মুক্তিদাতা!—পড়ুন, প্রেরিত ৫:৩১; তীত ১:৪; প্রকা. ৭:১০.

১৯, ২০. (ক) মহান মোশি হিসেবে যিশুর ভূমিকা নিয়ে ধ্যান করা আমাদের কীভাবে প্রভাবিত করে? (খ) পরের প্রবন্ধে কী বিবেচনা করা হবে?

১৯ যিশুর রক্ষা করার কাজগুলো থেকে উপকার লাভ করায় আমরা লোকেদের সাহায্য করতে পারি, এই বিষয়টা জানা আমাদেরকে প্রচার ও শিক্ষাদানের কাজে অংশ নিতে চালিত করে। (যিশা. ৬১:১-৩) অধিকন্তু, মহান মোশি হিসেবে যিশুর ভূমিকা নিয়ে ধ্যান করা আমাদের এই আস্থাকে গভীর করে যে, তিনি তাঁর অনুসারীদের মুক্ত করবেন, যখন তিনি দুষ্টদের ওপর বিচার সম্পাদন করার জন্য আসবেন।—মথি ২৫:৩১-৩৪, ৪১, ৪৬; প্রকা. ৭:৯, ১৪.

২০ হ্যাঁ, যিশুই হলেন মহান মোশি। তিনি অনেক চমৎকার বিষয় সম্পাদন করেছিলেন, যেগুলো মোশি কখনোই করতে পারতেন না। ভাববাদী হিসেবে যিশুর কথাগুলো এবং একজন মধ্যস্থ হিসেবে তাঁর কাজগুলো পুরো মানব পরিবারকে প্রভাবিত করে। একজন মুক্তিদাতা হিসেবে যিশু মুক্তিযোগ্য মানবজাতির জন্য কেবল ক্ষণস্থায়ী পরিত্রাণই আনেন না কিন্তু অনন্ত পরিত্রাণও নিয়ে আসেন। তা সত্ত্বেও, প্রাচীনকালের বিশ্বস্ত ব্যক্তিদের কাছ থেকে যিশু সম্বন্ধে আরও অনেক কিছু শেখার আছে। পরের প্রবন্ধ আলোচনা করবে যে, কীভাবে তিনি মহান দায়ূদ ও মহান শলোমন ছিলেন।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[২৭ পৃষ্ঠার ক্যাপশন]

আপনি কি ব্যাখ্যা করতে পারেন?

কীভাবে যিশু মোশির চেয়ে মহান

• একজন ভাববাদী হিসেবে?

• একজন মধ্যস্থ হিসেবে?

• একজন মুক্তিদাতা হিসেবে?

[২৬ পৃষ্ঠার ক্যাপশন]

আরও যে যে দিক দিয়ে যিশু মোশির মতো ছিলেন

◻ যিহোবা ও তাঁর লোকেদের সেবা করার জন্য উভয়েই উচ্চপদ পরিত্যাগ করেছিল।

২ করি. ৮:৯; ফিলি. ২:৫-৮; ইব্রীয় ১১:২৪-২৬.

◻ উভয়েই অভিষিক্ত ব্যক্তি বা “খ্রীষ্ট” হিসেবে সেবা করেছিল।

মার্ক ১৪:৬১, ৬২; যোহন ৪:২৫, ২৬; ইব্রীয় ১১:২৬.

◻ উভয়েই যিহোবার নামকে প্রতিনিধিত্ব করেছিল।

যাত্রা. ৩:১৩-১৬; যোহন ৫:৪৩; ১৭:৪, ৬, ২৬.

◻ উভয়েই মৃদুতা দেখিয়েছিল।

গণনা. ১২:৩; মথি ১১:২৮-৩০.

◻ মোশি লক্ষ লক্ষ জনতার জন্য খাদ্য জোগানোয় জড়িত ছিলেন; যিশু নিজে লক্ষ লক্ষ জনতার খাওয়ার জন্য জীবন্ত খাদ্য ছিলেন।

যাত্রা. ১৬:১২; যোহন ৬:৪৮-৫১.

◻ উভয়েই বিচারক এবং ব্যবস্থাপক হিসেবে কাজ করেছিল। যাত্রা. ১৮:১৩; মালাখি ৪:৪; যোহন ৫:২২, ২৩; ১৫:১০.

◻ উভয়কেই ঈশ্বরের গৃহের ওপর মস্তক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছিল।—গণনা. ১২:৭; ইব্রীয় ৩:২-৬.

◻ উভয়কেই যিহোবার বিশ্বস্ত সাক্ষি হিসেবে বর্ণনা করা হয়েছে।ইব্রীয় ১১:২৪-২৯; ১২:১; প্রকা. ১:৫.

◻ মোশি ও মনুষ্য যিশুর মৃত্যুর পর, ঈশ্বর তাদের দেহকে সরিয়ে নিয়েছিলেন।

দ্বিতীয়. ৩৪:৫, ৬; লূক ২৪:১-৩; প্রেরিত ২:৩১; ১ করি. ১৫:৫০; যিহূদা ৯.