সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি একসময়ে সেবা করতেন? আপনি কি আবারও সেবা করতে পারেন?

আপনি কি একসময়ে সেবা করতেন? আপনি কি আবারও সেবা করতে পারেন?

আপনি কি একসময়ে সেবা করতেন? আপনি কি আবারও সেবা করতে পারেন?

 আপনি কি একসময়ে খ্রিস্টীয় মণ্ডলীতে কোনো দায়িত্বে ছিলেন? আপনি হয়তো একজন পরিচারক দাস অথবা প্রাচীন ছিলেন। আপনি হয়তো একজন পূর্ণসময়ের পরিচারক ছিলেন। কোনো সন্দেহ নেই যে, আপনি আপনার কার্যভারগুলোতে আনন্দ ও গভীর পরিতৃপ্তি খুঁজে পেয়েছিলেন কিন্তু তারপর কোনো কারণে আপনাকে সেগুলো ছেড়ে দিতে হয়েছিল।

আপনি হয়তো আপনার পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার জন্য আপনার বিশেষ সুযোগ ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে, বয়স বা দুর্বল স্বাস্থ্য হয়তো একটা কারণ ছিল। এই ধরনের সিদ্ধান্তগুলো ব্যর্থতার কোনো চিহ্ন নয়। (১ তীম. ৫:৮) প্রথম শতাব্দীতে ফিলিপ একজন মিশনারি হিসেবে সেবা করেছিলেন, কিন্তু পরে তিনি কৈসরিয়াতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিলেন, যেখানে তিনি তার পরিবারের যত্ন নিয়েছিলেন। (প্রেরিত ২১:৮, ৯) প্রাচীন ইস্রায়েলের রাজা দায়ূদ তার বৃদ্ধ বয়সে তার ছেলে শলোমনের জন্য ব্যবস্থা করেছিলেন, যাতে তিনি তার পরে সিংহাসনে বসতে পারেন। (১ রাজা. ১:১, ৩২-৩৫) তবুও, ফিলিপ ও দায়ূদ দুজনকেই যিহোবা তখনও ভালোবাসতেন এবং উপলব্ধি করতেন আর এমনকী আজকেও লোকেরা তাদের সম্মান করে।

কিন্তু এমনও হতে পারে যে, সেবার বিশেষ সুযোগটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। কোনো অবিবেচনাপূর্ণ আচরণ কি এর কারণ ছিল? নাকি পারিবারিক সমস্যাগুলো জড়িত ছিল? (১ তীম. ৩:২, ৪, ১০, ১২) এমনকী আপনি হয়তো মনে করেছেন যে, সেবার বিশেষ সুযোগটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া সঠিক হয়নি এবং অসন্তোষের এক অনুভূতি আজ পর্যন্ত থেকে যেতে পারে।

আপনি আবারও সেবা করার আকাঙ্ক্ষা করতে পারেন

সেবার বিশেষ সুযোগ হারানোর বিষয়টা কি অপরিবর্তনীয়? বেশিরভাগ ক্ষেত্রে তা নয়। তবে, আবারও সেবা করার জন্য আপনাকে অবশ্যই আকাঙ্ক্ষী হতে হবে। (১ তীম. ৩:১) কিন্তু কেন তা করতে ইচ্ছুক হবেন? সেই একই কারণে, যে-কারণে আপনি নিজেকে যিহোবার কাছে উৎসর্গ করেছিলেন—যিহোবার প্রতি এবং তাঁকে যারা সেবা করে, তাদের প্রতি প্রেম। আপনি যদি আবারও সেবা করার দ্বারা সেই প্রেম দেখাতে ইচ্ছুক হন, তাহলে এটা যিহোবাকে সুযোগ দেবে যাতে তিনি আপনার সেই অভিজ্ঞতাকে ব্যবহার করতে পারেন, যা আপনি আপনার বিশেষ সুযোগ হারানোর আগে ও হারানোর পর লাভ করেছেন।

ইস্রায়েলের কাছ থেকে সেবার বিশেষ সুযোগগুলো উপযুক্তভাবেই কেড়ে নেওয়ার পর, যিহোবা সেই জাতিকে যে-আশ্বাস দিয়েছিলেন, তা স্মরণ করুন। তাঁর বাক্য বলে: “আমি সদাপ্রভু, আমার পরিবর্ত্তন নাই; তাই তোমরা, হে যাকোব-সন্তানগণ, বিনষ্ট হইতেছ না।” (মালাখি ৩:৬) যিহোবা ইস্রায়লীয়দেরকে ভালোবেসেছিলেন এবং পরবর্তী সময়ে তাদেরকে ব্যবহার করতে চেয়েছিলেন। যিহোবা আপনাকেও ভবিষ্যতে ব্যবহার করার ব্যাপারে একইরকমভাবে আগ্রহী। আপনার বর্তমান পরিস্থিতিতে আপনি কী করতে পারেন? ঈশতান্ত্রিক ক্ষেত্রগুলোতে সেবা করা, আমাদের সহজাত ক্ষমতার চেয়ে আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের ওপর বেশি নির্ভর করে। তাই, আপনার যখন মণ্ডলীর অতিরিক্ত দায়িত্বগুলো থাকে না, সেই সময় আপনার আধ্যাত্মিকতাকে শক্তিশালী করার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন।

বিশ্বাসে ‘বলবান্‌ হইবার’ জন্য আপনাকে অবশ্যই “সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান” করতে হবে। (১ করি. ১৬:১৩; গীত. ১০৫:৪) একটা যে-উপায়ে আপনি তা করতে পারেন, তা হল আন্তরিক প্রার্থনার মাধ্যমে। আপনি যখন যিহোবার কাছে আপনার পরিস্থিতির কথা বলেন, তখন তাঁর কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন এবং তাঁর আত্মা চান। তা করার দ্বারা আপনি যিহোবার আরও নিকটবর্তী হবেন আর এটা আপনাকে দৃঢ় করবে। (গীত. ৬২:৮; ফিলি. ৪:৬, ১৩) আপনার আধ্যাত্মিকতাকে শক্তিশালী করার আরেকটা উপায় হল ঈশ্বরের বাক্য অধ্যয়নে উন্নতি করা। কিছু সময়ের জন্য কম দায়িত্ব থাকায়, আপনি হয়তো আপনার ব্যক্তিগত এবং পারিবারিক অধ্যয়নের জন্য আরও বেশি কিছু করতে সমর্থ হবেন, হয়তো যে-তালিকাটা বজায় রাখা কঠিন ছিল, তা পুনরায় বজায় রাখতে পারবেন।

অবশ্য, এখনও আপনি একজন যিহোবার সাক্ষি হিসেবে যিহোবাকে প্রতিনিধিত্ব করেন। (যিশা. ৪৩:১০-১২) আমাদের মধ্যে যে-কেউ সবচেয়ে চমৎকার যে-বিশেষ সুযোগটা পেতে পারে, তা হল “ঈশ্বরেরই সহকার্য্যকারী” হওয়া। (১ করি. ৩:৯) ক্ষেত্রের পরিচর্যায় আরও বেশি কাজ করা হল আপনার নিজের এবং পরিচর্যায় আপনার সঙ্গীদের আধ্যাত্মিকতাকে শক্তিশালী করার এক চমৎকার উপায়।

আপনার অনুভূতিগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করা

সেবার কোনো বিশেষ সুযোগ হারানো হয়তো আপনার মধ্যে লজ্জা বা অনুশোচনার অনুভূতি জাগিয়ে তুলতে পারে। আপনার কাজগুলোর জন্য আপনার হয়তো অজুহাত দেখানোর প্রবণতা রয়েছে। কিন্তু, দায়িত্বপ্রাপ্ত ভাইয়েরা আপনার আত্মপক্ষ সমর্থনকারী বিষয়গুলো শোনার পরও যদি মনে করে যে, আপনাকে কোনো বিশেষ সুযোগে বহাল রাখা উচিত নয়, তাহলে কী? নেতিবাচক অনুভূতিগুলো হয়তো থেকে যেতে পারে, যেগুলো আপনাকে আকাঙ্ক্ষী হতে বাধা দিতে পারে বা এমনকী অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করাকে কঠিন করে তুলতে পারে। আসুন আমরা বিবেচনা করি যে, ইয়োব, মনঃশি এবং যোষেফের অভিজ্ঞতা কীভাবে একজনকে নেতিবাচক অনুভূতিগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে সাহায্য করতে পারে।

ইয়োব যিহোবার সামনে অন্যদের প্রতিনিধিত্ব করতেন এবং এক কুলপতি শাসিত সমাজে একজন প্রাচীন এবং বিচারক হিসেবে বসতেন। (ইয়োব ১:৫; ২৯:৭-১৭, ২১-২৫) তারপর, তার জীবনের এক সংকটপূর্ণ সময়ে ইয়োব তার ধনসম্পদ, সন্তান এবং স্বাস্থ্য হারিয়েছিলেন। এর সঙ্গে অন্যদের চোখে তিনি তার সুনামও হারিয়েছিলেন। “যাহারা আমা হইতে অল্পবয়স্ক,” ইয়োব বলেছিলেন, “তাহারা আমাকে পরিহাস করে।”—ইয়োব ৩০:১.

ইয়োব নিজেকে পুরোপুরি নির্দোষ মনে করেছিলেন এবং ঈশ্বরের সামনে আত্মপক্ষ সমর্থন করতে চেয়েছিলেন। (ইয়োব ১৩:১৫) তবুও, ইয়োব যিহোবার অপেক্ষা করতে ইচ্ছুক ছিলেন আর তা উত্তম ফল নিয়ে এসেছিল। তিনি শিখেছিলেন যে তার সংশোধনের প্রয়োজন ছিল, বিশেষ করে তিনি যে-পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন, সেটার প্রতি তার প্রতিক্রিয়ার জন্য। (ইয়োব ৪০:৬-৮; ৪২:৩, ৬) ইয়োবের নম্রতা পরিশেষে তার জন্য ঈশ্বরের প্রচুর আশীর্বাদ নিয়ে এসেছিল।—ইয়োব ৪২:১০-১৩.

যদি আপনার অন্যায় কাজের ফলে আপনি কোনো বিশেষ সুযোগ হারিয়ে থাকেন, তাহলে আপনি হয়তো ভাবতে পারেন যে, যিহোবা এবং আপনার খ্রিস্টান ভাইবোনেরা সত্যিই আপনাকে কখনো ক্ষমা করবে কি না এবং তা ভুলে যাবে কি না। তাহলে, যিহূদার রাজা মনঃশির ঘটনাটা বিবেচনা করুন। তিনি “সদাপ্রভুর দৃষ্টিতে বহুল কদাচরণ করিয়া তাঁহাকে অসন্তুষ্ট করিলেন।” (২ রাজা. ২১:৬) তবুও, তিনি রাজা হিসেবে শাসন করে, একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে মারা গিয়েছিলেন। কীভাবে তা ঘটেছিল?

মনঃশি শেষপর্যন্ত শাসনের প্রতি সাড়া দিয়েছিলেন। তিনি সতর্কবাণী উপেক্ষা করার পর, যিহোবা তার বিরুদ্ধে অশূরীয়দের এনেছিলেন, যারা তাকে শৃঙ্খলে বদ্ধ করেছিল এবং সুদূর বাবিলে নির্বাসিত করেছিল। সেখানে মনঃশি ‘আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করিলেন, ও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের সম্মুখে আপনাকে অতিশয় অবনত করিলেন। এইরূপে তাঁহার কাছে প্রার্থনা করিলেন।’ হৃদয় থেকে অনুতপ্ত হওয়া কর্মফল উৎপন্ন করেছিল আর মনঃশিকে ক্ষমা করা হয়েছিল।—২ বংশা. ৩৩:১২, ১৩.

খুব কম ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে যে, হারানো বিশেষ সুযোগগুলো হঠাৎ করেই ফিরে পাওয়া যায়। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে সীমিত কিছু দায়িত্ব দেওয়া হতে পারে। সেগুলো গ্রহণ করা এবং আপনার যথাসাধ্য করা প্রায়ই আরও কার্যভারের দিকে পরিচালিত করে। তার মানে এই নয় যে পথটা সহজ। বাধাবিপত্তি থাকতে পারে। তা সত্ত্বেও, ইচ্ছুক মনোভাব এবং অধ্যবসায় উত্তম ফল নিয়ে আসে।

উদাহরণ হিসেবে, যাকোবের পুত্র যোষেফের কথা বিবেচনা করুন। ১৭ বছর বয়সে যোষেফকে অন্যায়ভাবে তার ভাইয়েরা দাসত্বে বিক্রি করে দিয়েছিল। (আদি. ৩৭:২, ২৬-২৮) তার বাবার ছেলেদের কাছ থেকে তিনি যেধরনের আচরণ আশা করেছিলেন, এটা নিশ্চিতভাবেই সেইরকম ছিল না। কিন্তু, তিনি এই ধরনের পরিস্থিতিগুলোতে কাজ করতে ইচ্ছুক ছিলেন এবং যিহোবার আশীর্বাদে তিনি “আপন . . . প্রভুর গৃহে রহিলেন।” (আদি. ৩৯:২) পরে, যোষেফকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু তিনি নিজেকে বিশ্বস্ত বলে প্রমাণ করেছিলেন আর যিহোবা তার সঙ্গে ছিলেন, যার ফলে পরিশেষে তাকে আস্থা সহকারে কারাগারের কাজকর্ম দেওয়া হয়েছিল।—আদি. ৩৯:২১-২৩.

যোষেফ জানতেন না যে, এই সমস্তকিছুই একটা উদ্দেশ্য সাধন করবে। তিনি শুধু তা-ই করে গিয়েছিলেন, যা তিনি করতে পারতেন। এভাবে যিহোবা তাকে সেই বংশধারাকে রক্ষা করার জন্য ব্যবহার করতে পেরেছিলেন, যা প্রতিজ্ঞাত বংশের দিকে পরিচালিত করে। (আদি. ৩:১৫; ৪৫:৫-৮) যদিও আমাদের মধ্যে কেউই যোষেফের মতো মুখ্য ভূমিকা পালন করার আশা করতে পারি না, তবে অনুপ্রাণিত বিবরণ দেখায় যে, তাঁর দাসেরা যে-বিশেষ সুযোগগুলো লাভ করে থাকে, তাতে যিহোবার সমর্থন রয়েছে। যোষেফকে অনুকরণ করার দ্বারা সেই পথটা খোলা রাখুন।

কঠিন অভিজ্ঞতাগুলো থেকে শেখা

ইয়োব, মনঃশি এবং যোষেফ হতাশাজনক অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে গিয়েছিল। যিহোবা যা ঘটতে দিয়েছিলেন, তা তিন জনই মেনে নিয়েছিল এবং তাদের প্রত্যেকেই মূল্যবান শিক্ষাগুলো লাভ করেছিল। আপনি কী শিখতে পারেন?

যিহোবা হয়তো আপনাকে যা শেখানোর চেষ্টা করছেন, তা অন্বেষণ করুন। হতাশার সঙ্গে লড়াই করার সময় ইয়োব আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিলেন এবং আরও বড়ো বড়ো বিচার্য বিষয় থেকে দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু, যিহোবার প্রেমময় সংশোধনের দ্বারা তিনি ভারসাম্য ফিরে পেয়েছিলেন এবং স্বীকার করেছিলেন: “আমি তাহাই বলিয়াছি, যাহা বুঝি নাই।” (ইয়োব ৪২:৩) বিশেষ সুযোগগুলো হারানোর ফলে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, তাহলে ‘আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত, তদপেক্ষা বড় বোধ করিবেন না; কিন্তু সুবোধ হইবারই চেষ্টায় আপনার বিষয়ে বোধ করুন।’ (রোমীয় ১২:৩) যিহোবা হয়তো আপনাকে এমন এক উপায়ে সমন্বয় করতে চেষ্টা করছেন, যেটা এখনও আপনি পুরোপুরি বোঝেননি।

শাসন গ্রহণ করুন। মনঃশি হয়তো প্রথমে মনে করেছিলেন যে, তিনি যে-চরম সংশোধন লাভ করেছিলেন, ততটা তার প্রাপ্য ছিল না। তবুও, তিনি তা গ্রহণ করেছিলেন, অনুতপ্ত হয়েছিলেন এবং তার ভুল পথ পরিত্যাগ করেছিলেন। আপনি যে-শাসন লাভ করেছিলেন, সেই সম্বন্ধে আপনি যা-ই মনে করুন না কেন, ‘প্রভুর [“যিহোবার”, NW] সাক্ষাতে নত হোন, তাহাতে তিনি আপনাকে উন্নত করিবেন।’—১ পিতর ৫:৬; যাকোব ৪:১০.

ধৈর্যশীল এবং ইচ্ছুক হোন। যোষেফের অভিজ্ঞতাগুলো হয়তো খুব সহজেই তাকে ঘৃণার এবং প্রতিশোধ গ্রহণের মনোভাব পুষে রাখতে পরিচালিত করতে পারত। এর পরিবর্তে, তিনি অন্তর্দৃষ্টি এবং করুণা গড়ে তুলেছিলেন। (আদি. ৫০:১৫-২১) আপনি যদি হতাশ হয়ে থাকেন, তাহলে ধৈর্যশীল হোন। যিহোবার দ্বারা প্রশিক্ষিত হতে ইচ্ছুক হোন।

আপনি কি একসময়ে খ্রিস্টীয় মণ্ডলীতে কোনো দায়িত্বে ছিলেন? ভবিষ্যতে আপনাকে বিশেষ সুযোগগুলো প্রদান করার জন্য যিহোবাকে সুযোগ দিন। আপনার আধ্যাত্মিকতাকে শক্তিশালী করুন। ধৈর্য এবং নম্রতার দ্বারা আপনার অনুভূতিগুলোকে দমন করুন। আপনার সামনে যেকোনো কার্যভারের সুযোগই খোলা থাকুক না কেন, ইচ্ছুকভাবে তা গ্রহণ করুন। নিশ্চিত থাকুন যে, “যাহারা সিদ্ধতায় চলে, তিনি [সদাপ্রভু] তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না।”—গীত. ৮৪:১১.

[৩০ পৃষ্ঠার ব্লার্ব]

আন্তরিক প্রার্থনার দ্বারা বিশ্বাসে বলবান হোন

[৩১ পৃষ্ঠার চিত্র]

ক্ষেত্রের পরিচর্যায় আরও বেশি কাজ করা হল আপনার নিজের আধ্যাত্মিকতাকে শক্তিশালী করার এক চমৎকার উপায়

[৩২ পৃষ্ঠার চিত্র]

ভবিষ্যতে আপনাকে বিশেষ সুযোগগুলো প্রদান করার জন্য যিহোবাকে সুযোগ দিন