সরাসরি বিষয়বস্তুতে যান

বাইবেল জীবনকে পরিবর্তন করে

বাইবেল জীবনকে পরিবর্তন করে

বাইবেল জীবনকে পরিবর্তন করে

কী একজন রাস্তাফারিয়ান দলের সঙ্গে যুক্ত ব্যক্তিকে তার লম্বা চুল কাটতে এবং শ্বেতাঙ্গদের প্রতি তার ভেদাভেদের মনোভাব কাটিয়ে উঠতে সাহায্য করেছিল? কী একজন দৌরাত্ম্যপ্রিয় যুবক ব্যক্তিকে তার জীবনধারা পরিবর্তন করতে সাহায্য করেছিল, যিনি মাদকদ্রব্য পাচারকারীদের জন্য টাকা সংগ্রহ করতেন? এই ব্যক্তিরা কী বলতে চায়, তা জানুন।

“আমি আমার মন থেকে ভেদাভেদের মনোভাব দূর করেছিলাম।”—হ্যাফনি ডামা

বয়স: ৩৪ বছর

দেশ: জাম্বিয়া

আগে আমি রাস্তাফারিয়ান দলের সঙ্গে যুক্ত ছিলাম

আমার অতীত: জাম্বিয়ার একটা শরণার্থী শিবিরে আমার জন্ম হয়। আমার মা যুদ্ধের সময় নামিবিয়া থেকে পালিয়ে আসেন এবং সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশনে (সওয়াপো) যোগ দেন। সেই সময় নামিবিয়া দক্ষিণ আফ্রিকার শাসনের অধীনে ছিল আর এই সংগঠন তাদের বিরুদ্ধে লড়াই করত।

আমি আমার জীবনের প্রথম ১৫ বছর বিভিন্ন শরণার্থী শিবিরে কাটাই। সওয়াপো শিবিরের অল্পবয়সিদের ছোটোবেলা থেকেই এমনভাবে তৈরি করা হত, যাতে তারা স্বাধীনতা আন্দোলনে প্রধান ভূমিকা পালন করতে পারে। আমাদের রাজনৈতিক মতবাদ এবং শ্বেতাঙ্গ ব্যক্তিদের ঘৃণা করতে শেখানো হত।

১১ বছর বয়সে আমি একজন খ্রিস্টান হতে চাই আর তাই আমি শিবিরের একটা গির্জায় যাই, যেটা রোমান ক্যাথলিক, লুথরান, অ্যাংলিকান ও অন্যান্য খ্রিস্টান ধর্মের সদস্যদের সমন্বয়ে গঠিত ছিল। কিন্তু সেখানকার পাদরি আমাকে তা করতে বাধা দেন। তারপর থেকে আমি নাস্তিক হয়ে যাই। তবে ১৫ বছর বয়সে রেগী মিউজিকের প্রতি ভালোবাসা এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গরা যে-অবিচার ভোগ করেছে, সেটার বিরুদ্ধে লড়াই করার আকাঙ্ক্ষার জন্য আমি রাস্তাফারিয়ান আন্দোলনে যোগ দিই। আমি চুল বড়ো করি, গাঁজা খেতে শুরু করি, মাংস খাওয়া ছেড়ে দিই এবং কৃষ্ণাঙ্গদের স্বাধীনতার জন্য প্রচার শুরু করি। তবে, আমি অনৈতিক জীবনযাপন করা এবং দৌরাত্ম্যমূলক সিনেমা দেখা বন্ধ করিনি। আমার মুখের ভাষাও খুব খারাপ ছিল।

বাইবেল যেভাবে আমার জীবনকে পরিবর্তন করেছে: ১৯৯৫ সালে আমার বয়স যখন ২০ বছর, তখন আমি আমার জীবনকে নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা করতে শুরু করি। আমি যতগুলো রাস্তাফারিয়ান বইপত্র জোগাড় করতে পেরেছিলাম, সেগুলো পড়তে শুরু করি। এদের মধ্যে কোনো কোনো বইয়ে বাইবেলের পদ উল্লেখ করা ছিল, কিন্তু সেখানে সেই সম্বন্ধে যে-ব্যাখ্যাগুলো ছিল, সেগুলো আমি স্পষ্টভাবে বুঝতে পারিনি। তাই আমি নিজে নিজে বাইবেল পড়ার সিদ্ধান্ত নিই।

পরে, আমার এক রাস্তাফারিয়ান বন্ধু আমাকে যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল অধ্যয়নের একটা পুস্তিকা দেয়। আমি নিজে নিজে বাইবেল আর সেইসঙ্গে এই পুস্তিকা অধ্যয়ন করি। পরবর্তী সময়ে যিহোবার সাক্ষিদের সঙ্গে আমার দেখা হয় আর তাদের সঙ্গে আমি অধ্যয়ন চালিয়ে যাই।

অনেক প্রচেষ্টার পর আমি ধূমপান ও অতিরিক্ত মদ্যপান করা বন্ধ করি। (২ করিন্থীয় ৭:১) আমি নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আমার লম্বা চুল কেটে ফেলি, পর্নোগ্রাফি এবং দৌরাত্ম্যপূর্ণ সিনেমা দেখা বন্ধ করি আর সেইসঙ্গে নোংরা ভাষা বলা বন্ধ করি। (ইফিষীয় ৫:৩, ৪) শেষপর্যন্ত আমি এমনকী শ্বেতাঙ্গ ব্যক্তিদের প্রতি ভেদাভেদের মনোভাবও কাটিয়ে উঠি। (প্রেরিত ১০:৩৪, ৩৫) এই ধরনের পরিবর্তন করার জন্য আমাকে সেইসমস্ত গান-বাজনা শোনা বন্ধ করতে হয়, যেগুলো বর্ণবৈষম্য তুলে ধরে আর একই সঙ্গে সেইসমস্ত বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করা বন্ধ করতে হয়, যারা আমাকে আমার পুরোনো জীবনযাত্রায় ফিরে যেতে উৎসাহিত করত।

এই সমস্ত পরিবর্তন করার পর, আমি যিহোবার সাক্ষিদের কিংডম হল খুঁজি এবং তাদের বলি, আমিও তাদের ধর্মে যোগ দিতে চাই। আমার সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু হয়। আমি যখন যিহোবার সাক্ষি হওয়ার সিদ্ধান্ত নিই, তখন আমার পরিবার খুশি হয়নি। আমার মা আমাকে বলেন, তুমি অন্য যেকোনো “খ্রিস্টান” ধর্মে যোগ দিতে পার কিন্তু যিহোবার সাক্ষি হোয়ো না। আমার এক মামা, যিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন, আমার যিহোবার সাক্ষি হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা করতে থাকেন।

তবে, যিশু লোকদের সঙ্গে যেভাবে আচরণ করতেন, তা শেখা এবং তাঁর পরামর্শ কাজে লাগানো আমাকে বিরোধিতা ও উপহাসের মুখোমুখি হতে সাহায্য করে। আমি যখন বাইবেলের শিক্ষার সঙ্গে সাক্ষিদের শিক্ষার তুলনা করি, তখন আমি এই বিষয়ে দৃঢ়নিশ্চিত হই, আমি সত্য ধর্ম খুঁজে পেয়েছি। উদাহরণ স্বরূপ, তারা অন্যদের কাছে প্রচার করার বিষয়ে বাইবেলের আজ্ঞা পালন করে। (মথি ২৮:১৯, ২০; প্রেরিত ১৫:১৪) আর তারা রাজনীতিতেও জড়িত হয় না।—গীতসংহিতা ১৪৬:৩, ৪; যোহন ১৫:১৭, ১৮.

আমি যেভাবে উপকৃত হয়েছি: বাইবেলের মান অনুযায়ী জীবনযাপন করা আমাকে ব্যাবহারিক উপায়ে সাহায্য করেছে। উদাহরণ স্বরূপ, গাঁজা খাওয়া ছেড়ে দেওয়ার ফলে আমি প্রত্যেক মাসে হাজার হাজার টাকা বাঁচাতে পেরেছি। আমি আর দিবাস্বপ্ন দেখি না আর আমার মানসিক ও শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে।

আমি আমার জীবনের সঠিক পথ ও উদ্দেশ্য খুঁজে পেয়েছি, যেটা আমি ছোটোবেলা থেকেই চেয়েছিলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি যিহোবার আরও ঘনিষ্ঠতা অনুভব করি।—যাকোব ৪:৮.

“আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে শিখি।”—মার্টিনো পেড্রেটি

বয়স: ৪৩

দেশ: অস্ট্রেলিয়া

আগে আমি মাদকদ্রব্য পাচারকারী ছিলাম

আমার অতীত: আমি যখন বড়ো হয়ে উঠি, তখন আমরা একই জায়গায় থাকতাম না। আমরা কখনো ছোটো ছোটো শহরে, আবার একটা বড়ো শহরে আর কিছু সময়ের জন্য গির্জার অধীনে থাকা আদিবাসীদের এক প্রত্যন্ত এলাকায় ছিলাম। সেই সময়কার আমার কিছু ভালো স্মৃতি রয়েছে। আমি আমার মামাতো-মাসতুতো ভাই-বোন ও মামাদের সঙ্গে মাছ ধরতাম, শিকার করতাম, বুমেরাং নামক অস্ত্র তৈরি করতাম এবং বিভিন্ন জিনিস খোদাই করতাম।

আমার বাবা একজন বক্সার ছিলেন এবং খুব ছোটোবেলা থেকেই আমাকে বক্সিং শিখিয়েছিলেন। আমি খুবই দৌরাত্ম্যপ্রিয় হয়ে উঠি। কিশোর বয়সে আমি বারে বসে মদ খেয়ে অনেক সময় ব্যয় করতাম আর আমি ও আমার বন্ধুরা লড়াই করার সুযোগ খুঁজতাম। আমরা ছুরি ও বেসবলের ব্যাট ব্যবহার করে ২০ জন অথবা তার চেয়েও বেশি লোককে আক্রমণ করতাম।

আমি মাদকদ্রব্য এবং বন্দরকর্মীদের চুরি করা জিনিসপত্র বিক্রি করার মাধ্যমে অর্থ উপার্জন করতাম। এ ছাড়া, আমি মাদকদ্রব্য পাচারকারীদের টাকা দেওয়ার জন্য লোকদের শটগান ও পিস্তল দেখিয়ে ভয় দেখাতাম। আমার উদ্দেশ্যই ছিল একজন হত্যাকারী হওয়া। আর আমার লক্ষ্য ছিল, হয় মারো, না হয় মরো।

বাইবেল যেভাবে আমার জীবনকে পরিবর্তন করেছে: বড়ো হয়ে ওঠার সময় আমি যিহোবার সাক্ষিদের বিষয় শুনি। আমার মনে আছে, আমার বয়স যখন সবেমাত্র কুড়ি বছর পার হয়, তখন আমি আমার মাকে জিজ্ঞেস করি, যিহোবার সাক্ষিদের কোথায় খুঁজে পাওয়া যাবে? দু-দিন পর ডিক্সন নামে এক সাক্ষি আমার দরজায় কড়া নাড়ে। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর তিনি আমাকে যিহোবার সাক্ষিদের সভায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। আমি সেই সভায় যাই এবং বিগত ২০ বছর ধরে সেখানে উপস্থিত হয়ে আসছি। আমার যত প্রশ্ন ছিল, সাক্ষিরা সমস্ত প্রশ্নের উত্তর বাইবেল থেকে দিয়েছে।

আমি এটা জেনে আনন্দিত যে, যিহোবা ব্যক্তিগতভাবে প্রত্যেকের প্রতি আগ্রহ দেখান, এমনকি যারা তাঁর উপর বিশ্বাস রাখে না, তাদের প্রতিও। (২ পিতর ৩:৯) আমি এটাও জানতে পারি, তিনি হলেন একজন প্রেমময় পিতা এবং তার মতো আর কেউই হতে পারে না। আমি এটা উপলব্ধি করেও স্বস্তি পাই, আমি যদি আমার জীবনধারা পরিবর্তন করি, তা হলে তিনি আমাকে ক্ষমা করবেন। ইফিষীয় ৪:২২-২৪ পদ আমার উপর গভীর প্রভাব ফেলে। এই শাস্ত্রপদগুলো আমাকে ‘পুরোনো ব্যক্তিত্ব অর্থাৎ আগের আচরণ পরিত্যাগ করতে’ এবং ‘নতুন ব্যক্তিত্বকে কাপড়ের মতো পরিধান করতে’ উৎসাহিত করেছে যা ‘ঈশ্বরের ইচ্ছা অনুসারে মিল রেখে সৃষ্টি করা হয়েছে।’

আমার জীবনধারা পরিবর্তন করতে কিছুটা সময় লাগে। পুরো সপ্তাহ ধরে আমি ড্রাগ নিতাম না, কিন্তু সপ্তাহের শেষে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে আমি নিজেকে আর সামলাতে পারতাম না। আমি উপলব্ধি করি, মন্দ অভ্যাস ত্যাগ করার জন্য আমাকে আমার বন্ধুবান্ধব ছাড়তে হবে আর তাই আমি সেই দেশেরই অন্য রাজ্যে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমার কিছু বন্ধুও আমার সঙ্গে যেতে চায় আর আমি রাজি হয়ে যাই। যাওয়ার পথে তারা গাঁজা খেতে শুরু করে এবং আমাকেও তা খাওয়ার প্রস্তাব দেয়। আমি তাদের বলি, আমি এই অভ্যাস ছেড়ে দিয়েছি আর আমরা যখন রাজ্যের সীমানায় আসি, তখন আমি তাদের সঙ্গ ত্যাগ করি। এর কিছু সময় পরেই আমি খবর পাই, আমার বন্ধুরা বন্দুক দেখিয়ে একটা ব্যাঙ্ক লুট করেছে।

আমি যেভাবে উপকৃত হয়েছি: সেইসমস্ত বন্ধুবান্ধবের সঙ্গ ত্যাগ করার পর আমার পক্ষে জীবনে প্রয়োজনীয় পরিবর্তন করা আরও সহজ হয়ে ওঠে। ১৯৮৯ সালে আমি একজন যিহোবার সাক্ষি হিসেবে বাপ্তিস্ম নিই। এরপর, আমার বোন, আমার মা এবং আমার বাবাও যিহোবার সেবা শুরু করে।

আমার বিয়ের পর ১৭ বছর পার হয়ে গিয়েছে আর আমার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এখন আমাকে উত্তেজিত করা হলেও আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছি। আমি সমস্ত “বংশ ও বর্ণ ও ভাষার” মধ্যে থেকে আসা লোকদের ভালোবাসতে শিখেছি। (প্রকাশিত বাক্য ৭:৯) আমি অনুভব করি, যিশুর বলা কথা আমার ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, “তোমরা যদি সবসময় আমার কথা অনুযায়ী কাজ কর, তা হলে তোমরা সত্যিই আমার শিষ্য। আর তোমরা সত্য জানতে পারবে এবং সেই সত্য তোমাদের মুক্ত করবে।”—যোহন ৮:৩১, ৩২.

[ব্লার্ব]

এই ধরনের পরিবর্তন করার জন্য আমাকে সেইসমস্ত গান-বাজনা শোনা বন্ধ করতে হয়, যেগুলো বর্ণবৈষম্য তুলে ধরে

[ব্লার্ব]

আমি ও আমার বন্ধুরা লড়াই করার সুযোগ খুঁজতাম। আমরা ছুরি ও বেসবলের ব্যাট ব্যবহার করে ২০ জন অথবা তার চেয়েও বেশি লোককে আক্রমণ করতাম