সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিশু খ্রিস্ট তাঁর বার্তার প্রভাব

যিশু খ্রিস্ট তাঁর বার্তার প্রভাব

যিশু খ্রিস্ট তাঁর বার্তার প্রভাব

“নিশ্চিতভাবেই, কফরনাহূমের বিজ্ঞ ব্যক্তি যিশুর বিষয়ে সবচেয়ে প্রচলিত সাক্ষ্যপ্রমাণটি হল যে, তিনি লোকেদের হৃদয় ও মনকে তাঁর কোমল মুঠোর মধ্যে ধরে রেখেছেন।” *গ্রন্থকার গ্রেগ এস্টারব্রুক।

বাক্যের ক্ষমতা রয়েছে। ভেবেচিন্তে বাছাই করা প্রজ্ঞার বাক্য হৃদয়কে অনুপ্রাণিত করতে, আশা প্রদান করতে এবং জীবনকে পরিবর্তন করতে পারে। কোনো মানুষ কখনোই বাক্যের ক্ষেত্রে যিশু খ্রিস্টের চেয়ে বেশি ক্ষমতাবান ছিলেন না। একজন ব্যক্তি যিনি যিশুকে তাঁর বিখ্যাত উপদেশগুলোর মধ্যে একটা দিতে শুনেছিলেন, তিনি পরে লিখেছিলেন: “যীশু যখন এই সকল বাক্য শেষ করিলেন, লোকসমূহ তাঁহার উপদেশে চমৎকার জ্ঞান করিল।”—মথি ৭:২৮.

আজকের দিন পর্যন্ত, যিশুর অনেক কথাই সারা বিশ্বে লোকেদের কাছে পরিচিত। অর্থপূর্ণ কথাগুলোর কয়েকটা উদাহরণ বিবেচনা করুন।

“তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পার না।”—মথি ৬:২৪.

“অতএব সর্ব্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও।”—মথি ৭:১২.

“কৈসরের যাহা যাহা, কৈসরকে দেও, আর ঈশ্বরের যাহা যাহা, ঈশ্বরকে দেও।”—মথি ২২:২১.

“পাওয়ার চেয়ে দেওয়ারই মধ্যে বেশি সুখ।”—প্রেরিত [শিষ্যচরিত] ২০:৩৫, বাংলা জুবিলী বাইবেল।

কিন্তু, স্মরণীয় কথাগুলো বলার চেয়ে যিশু আরও বেশি কিছু করেছিলেন। তিনি যে-বার্তা প্রচার করেছিলেন সেটি জোরালো ছিল কারণ তা ঈশ্বর সম্বন্ধে সত্য জ্ঞাপন করেছিল, জীবনে কীভাবে প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় তা লোকেদেরকে শিখিয়েছিল এবং স্পষ্টভাবে মানবজাতির সমস্ত দুঃখকষ্টের সমাধানের অর্থাৎ ঈশ্বরের রাজ্যের প্রতি নির্দেশ করেছিল। পরবর্তী পৃষ্ঠাগুলোতে আমরা যখন এই বার্তাটি পরীক্ষা করে দেখব, তখন আমরা দেখতে পাব যে, কেন যিশু লক্ষ লক্ষ লোকের “হৃদয় ও মনকে তাঁর কোমল মুঠোর মধ্যে” ধরে রেখেছেন। (w১০-E  ০৪/০১)

[পাদটীকা]

^ গালীল প্রদেশের কফরনাহূম নগরে যিশু প্রায় থাকতেন বলে মনে করা হতো।—মার্ক ২:১.