সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিশু খ্রিস্ট তাঁর বার্তা এবং আপনি

যিশু খ্রিস্ট তাঁর বার্তা এবং আপনি

যিশু খ্রিস্ট তাঁর বার্তা এবং আপনি

“আমি আসিয়াছি, যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়।”—যোহন ১০:১০.

যিশু খ্রিস্টের পৃথিবীতে আসার প্রধান কারণ ছিল গ্রহণ করা নয় বরং দান করা। তাঁর পরিচর্যার দ্বারা তিনি মানবজাতিকে এক মূল্যবান উপহার দিয়েছেন—এক বার্তা, যা ঈশ্বর এবং তাঁর ইচ্ছা সম্বন্ধীয় সত্যকে প্রকাশ করেছিল। লক্ষ লক্ষ সত্য খ্রিস্টান যেমন সাক্ষ্য দিতে পারে যে, যারা সেই বার্তার প্রতি সাড়া দেয় তারা এখনই আরও ভালো এক জীবন উপভোগ করতে পারে। * কিন্তু যিশু যে-বার্তা প্রচার করেছিলেন সেটার মূলে সবচেয়ে মূল্যবান উপহারটি রয়েছে—সেই সিদ্ধ জীবন যেটা তিনি আমাদের জন্য দিয়েছেন। আমাদের অনন্তকালীন মঙ্গল তাঁর বার্তার এই গুরুত্বপূর্ণ দিকটির প্রতি আমাদের সাড়া দেওয়ার ওপর নির্ভর করে।

ঈশ্বর এবং খ্রিস্ট যা প্রদান করেছেন যিশু জানতেন যে, তাঁকে তাঁর শত্রুদের হাতে যন্ত্রণাদায়কভাবে মৃত্যুবরণ করতে হবে। (মথি ২০:১৭-১৯) কিন্তু, যোহন ৩:১৬ পদে পাওয়া তাঁর সুপরিচিত কথাগুলোতে তিনি বলেছিলেন: “ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” এ ছাড়া যিশু এও বলেছিলেন যে, তিনি “অনেকের পরিবর্ত্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।” (মথি ২০:২৮) কেন তিনি বলেছিলেন যে, তাঁর জীবন নেওয়া নয় বরং দেওয়া হবে?

অতুলনীয় প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে ঈশ্বর মানবজাতির জন্য উত্তরাধিকারসূত্রে পাওয়া পাপ ও তার পরিণাম—অসিদ্ধতা ও মৃত্যু—থেকে উদ্ধার করার ব্যবস্থা করেছেন। ঈশ্বর তাঁর একজাত পুত্রকে পৃথিবীতে বলিদানমূলক মৃত্যুবরণ করার জন্য পাঠানোর দ্বারা তা করেছিলেন। যিশু স্বেচ্ছায় সম্মত হয়েছিলেন ও আমাদের জন্য তাঁর সিদ্ধ মানবজীবন দান করেছিলেন। এই ব্যবস্থা যেটাকে মুক্তির মূল্য বলা হয়, তা হল মানবজাতির জন্য ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার। * এটা হল এমন এক উপহার যা অনন্তজীবনের দিকে পরিচালিত করে।

আপনাকে যা করতে হবে মুক্তির মূল্য কি আপনার কাছে একটা ব্যক্তিগত উপহার? আপনার ওপর তা নির্ভর করে। উদাহরণস্বরূপ: কল্পনা করুন যে, কেউ আপনার সামনে একটা সুন্দর কাগজে মোড়ানো একটা উপহারের বাক্স ধরে আছেন। যতক্ষণ পর্যন্ত না আপনি সেটা হাত বাড়িয়ে গ্রহণ করছেন ততক্ষণ পর্যন্ত সেটা প্রকৃতপক্ষে আপনার উপহার নয়। একইভাবে, যিহোবা আপনার জন্যও মুক্তির মূল্য জুগিয়েছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি সেটা হাত বাড়িয়ে গ্রহণ করছেন ততক্ষণ পর্যন্ত এই উপহারটা ব্যক্তিগতভাবে আপনার নয়। কীভাবে আপনি উপহারটা হাত বাড়িয়ে গ্রহণ করতে পারেন?

যিশু বলেছিলেন যে, যারা তাঁকে “বিশ্বাস করে” তারাই অনন্তজীবন লাভ করবে। আপনি যেভাবে জীবনযাপন করেন সেটার সঙ্গে বিশ্বাস জড়িত। (যাকোব ২:২৬) যিশুতে বিশ্বাস করার অর্থ হল তিনি যা যা বলেছিলেন ও করেছিলেন সেগুলোর সঙ্গে আপনার জীবনকে সংগতিপূর্ণ করা। তা করতে হলে আপনাকে অবশ্যই যিশু এবং তাঁর পিতাকে ভালোভাবে জানতে হবে। “আর ইহাই অনন্ত জীবন যে,” যিশু বলেছিলেন, “তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়।”—যোহন ১৭:৩.

প্রায় ২,০০০ বছর আগে, যিশু খ্রিস্ট এমন এক বার্তা জানিয়েছিলেন যেটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোকের জীবনকে পরিবর্তন করেছে। আপনি কি সেই বার্তা সম্বন্ধে এবং কীভাবে সেই বার্তা থেকে আপনি ও আপনার প্রিয়জনেরা, শুধু এখনই নয় কিন্তু চিরকাল উপকার লাভ করতে পারেন, সেই সম্বন্ধে আরও জানতে চান? যিহোবার সাক্ষিরা আপনাকে সাহায্য করতে পেরে খুশি হবে।

পরের প্রবন্ধগুলো আপনাকে যিশু খ্রিস্ট সম্বন্ধে আরও জানতে সাহায্য করবে, যিনি এমন এক বার্তা সম্বন্ধে প্রচার করেছিলেন, যা আপনার জীবনকে চিরকালের জন্য পরিবর্তিত করতে পারে। (w১০-E  ০৪/০১)

[পাদটীকাগুলো]

^ যারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করে তারা প্রত্যেকেই খ্রিস্টের প্রকৃত অনুসারী নয়। যিশুর সত্য অনুসারীরা হল তারা যারা, ঈশ্বর এবং তাঁর ইচ্ছা সম্বন্ধে যিশু যে-সত্যগুলো শিক্ষা দিয়েছিলেন সেটার সঙ্গে মিল রেখে জীবনযাপন করে।—মথি ৭:২১-২৩.

^ মুক্তির মূল্যের বিষয়ে শাস্ত্রীয় শিক্ষা সম্বন্ধে আরও তথ্যের জন্য, যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয় বইয়ের “মুক্তির মূল্য—ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার,” শিরোনামের ৫ অধ্যায় দেখুন।