সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বর কোথায়?

ঈশ্বর কোথায়?

ঈশ্বর কোথায়?

সেপ্টেম্বর ১১, ২০০১: সকাল ৮:৪৬ মিনিটে এক বাণিজ্যিক জেট প্লেন নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র-এর উত্তর টাওয়ারে এসে ধাক্কা মারে, যেটা হল বেশ কয়েকটা পরিকল্পিত সন্ত্রাসী হামলার মধ্যে প্রথম। পরবর্তী ১০২ মিনিটে, প্রায় ৩,০০০ জন প্রাণ হারায়।

ডিসেম্বর ২৬, ২০০৪

ভারত মহাসাগরে ৯.০ মাত্রার এক ভূমিকম্প, একের পর এক ঘাতক টেউ সৃষ্টি করে যে-ঢেউগুলো, আফ্রিকা যেটা প্রায় ৫,০০০ কিলোমিটার দূরে, সেটাসহ ১১টা দেশকে আঘাত করে। এক দিনের মধ্যেই, ১,৫০,০০০ লোক মারা যায় অথবা নিখোঁজ হয় আর দশ লক্ষেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়ে।

আগস্ট ১, ২০০৯: বিয়াল্লিশ বছর বয়সি একজন ব্যক্তি তার ৫ বছর বয়সি ছেলের সঙ্গে জলের ওপর জেট-স্কি করার সময়, তারা একটা কাঠের ডকে জোরে ধাক্কা মারে। বাবা মারা যায়। তার ছেলে কিছু সময় বেঁচে থাকে কিন্তু পরের দিন মারা যায়। “আমরা আশা করেছিলাম যে, অলৌকিক কিছু ঘটবে আর সে বেঁচে যাবে,” হতাশাগ্রস্ত এক আত্মীয় বলেছিলেন।

আপনি যখন সন্ত্রাসী হামলা অথবা প্রাকৃতিক বিপর্যয়গুলো সম্বন্ধে পড়েন কিংবা আপনি যখন ব্যক্তিগতভাবে কোনো দুঃখজনক ঘটনা ভোগ করে থাকেন, তখন আপনি কি চিন্তা করেন, যা ঘটছে ঈশ্বর তা দেখেন কি না? আপনি কি চিন্তা করেন যে, তিনি আমাদের পরিত্যাগ করেছেন কি না? বাইবেল এক সান্ত্বনাদায়ক উত্তর প্রদান করে, যা আমরা দেখব। (w১০-E ০৫/০১)

[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

© Dieter Telemans/Panos Pictures

PRAKASH SINGH/AFP/Getty Images

© Dieter Telemans/Panos Pictures